Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 152
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: ABROAD
Offer Title: India queries Cambridge Analytica over alleged Facebook data breach

Offer Details: India`s information technology minister last week warned against any abuse of social media in elections, following reports that the analytics firm improperly accessed information on millions of Facebook users to target US voters. Friday`s notice to the firm followed local media reports that Indian political parties had used the data analytics firm during elections. India is preparing for a general election in 2019 and several states will elect new assemblies this year and the next. "The fairness of Indian democracy and electoral process is a matter of pride and any attempt to influence the sanctity of the electoral franchise through dubious and questionable means is unacceptable," the ministry said in a statement. Attempts by Reuters to seek comment from the firm, via social media, went unanswered. The ministry raised six questions in its notice, from whether the firm had engaged in profiling based on the data collected, to how the data was used and if consent had been secured from the concerned individuals. The government was deeply concerned with allegations that data could have been used to influence people`s behaviour, the ministry said. The ministry has threatened to take legal action against companies and individuals engaging in any unauthorised use of such data.
Offer Source: Plz, click here to show
Offer Id: 151
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: DHAKA
Offer Title: প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের

Offer Details: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকায় ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়—এমন কোনো নজির নেই’—মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচন করবে কি করবে না, সেটা তাদের ব্যাপার। যথাসময়ে নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে। আর প্রধানমন্ত্রীর পদত্যাগেরও প্রশ্নই আসে না।’ ওবায়দুল কাদের বিএনপিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের মানুষের সমর্থন নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে, কিন্তু তারা জনগণের কাছে যাচ্ছে না। তারা আন্দোলন করতে চাইলে করুক। তবে জনগণের কাছে তাদের যেতে হবে।’ এর আগে ওবায়দুল কাদের ঢাকা বাইপাস সড়কটির মেরামতকাজের ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ৬২ কোটি টাকা ব্যয়ে আড়াইহাজার ও ঢাকা বাইপাস সড়কসহ চারটি সড়কের সংস্কার করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই অর্থাৎ মে মাসের মধ্যে এই সংস্কারকাজ শেষ করা হবে বলেও জানান তিনি। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 150
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: DHAKA
Offer Title: লজ্জাবোধ করছে বিএনপি

Offer Details: জার্মানিভিত্তিক একটি গবেষণায় ‘একনায়কতন্ত্রের’ তালিকায় বাংলাদেশ নাম যুক্ত হওয়ায় লজ্জাবোধ করছে প্রায় ১১ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এত দিন ধরে যে কথাগুলো বলছিলাম, আজকে তা বিশ্বে স্বীকৃত হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে আমাদের বক্তব্যের প্রতিফলন হয়েছে।’ আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে যৌথসভা হয়। গত বৃহস্পতিবার জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুং এক প্রতিবেদন প্রকাশ করে। ওই তালিকায় নতুন করে পাঁচটি দেশ একনায়কতান্ত্রিক দেশের তালিকায় ঢুকেছে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এই প্রতিবেদন গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশসহ ওই পাঁচটি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পূরণ করছে না। প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচনা চলাকালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মৌলবাদীদের হামলা সংঘটিত হতে দেখা গেছে। মির্জা ফখরুল বলেন, ‘জার্মান একটি প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে বিবিসি অনলাইন একটি নিউজ ছাপিয়েছে, যেটা আজ সব পত্রিকায় এসেছে। পৃথিবীর রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ নিম্নের দিকের পাঁচটি দেশের অন্যতম একটি। যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে। এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এই গবেষণায় আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে গণতন্ত্রের জন্য লড়াই করে যারা স্বাধীনতা অর্জন করেছিলাম, তারা অত্যন্ত লজ্জাবোধ করছি এবং আমরা এর নিন্দা জানাচ্ছি।’ সরকার স্বৈরতান্ত্রিক হয়ে বাংলাদেশকে আজ এই অবস্থায় নিয়ে গেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন। যৌথসভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ৭৮টি সাংগঠনিক জেলায় বিএনপির ৩৭টি দল সফর করার তারিখ নির্ধারণ করা হয়।
Offer Source: Plz, click here to show
Offer Id: 149
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: নায়িকা আসছেন, রাস্তায় হাজারো জনতা

Offer Details: এমন দৃশ্য অনেক দিন দেখা যায়নি। কারণ, শাবনূর এখন আর ছবির শুটিং করেন না। শুটিংয়ের জন্য যেতে হয় না দেশের নানা জায়গায়। চলচ্চিত্রের ঘরোয়া অনুষ্ঠান ছাড়া জনসমক্ষে খুব একটা আসেন না তিনি। অনেক দিন পর এলেন, আর তাঁর আসার খবরে আশুলিয়া টঙ্গিবাড়ী এলাকায় ভিড় করে হাজারো জনতা। নায়িকা শাবনূরকে এক নজর দেখার জন্য ছুটির দিন শুক্রবার বেলা তিনটা থেকে রাস্তায় অপেক্ষা করেন তাঁর ভক্তরা। এ প্রজন্মের চিত্রনায়িকা অমৃতা খানের ফ্যাশন হাউসের উদ্বোধন করতে গিয়ে এ পরিস্থিতির মুখোমুখি হন শাবনূর। গত শতকের নব্বই দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। টানা কাজ করেছেন ২০১০ সাল পর্যন্ত। উপহার দিয়েছেন ব্যবসাসফল ও দর্শকপ্রিয় অসংখ্য ছবি। কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত একসময়ের দাপুটে এই চিত্রনায়িকা। এ সময় তিনি ঢাকা-সিডনি-ঢাকা, এভাবে যাওয়া-আসার মধ্যে আছেন। ইদানীং ছবিতে অভিনয় না করলেও একমাত্র সন্তান আইজানকে নিয়ে যান চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। গতকাল শুক্রবার বিকেলে গিয়েছিলেন আশুলিয়ায় আরেক চিত্রনায়িকা অমৃতার ফ্যাশন হাউস উদ্বোধন করতে। শাবনূর বলেন, ‘দেশের মানুষ ভালোবেসে আমাকে শাবনূর বানিয়েছেন। এই ভালোবাসা সব সময় অনুভব করি। গতকাল আরও ভালোভাবে অনুভব করেছি। আমার যাওয়ার খবরে এত মানুষ জমা হবে, ভাবতে পারিনি। তবে ভক্তদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। সবার প্রতি আমার ভালোবাসা রইল। সবাইকে শুধু একটা কথাই বলব, আমার জন্য দোয়া করবেন। এভাবেই সব সময় ভালোবেসে যাবেন।’
Offer Source: Plz, click here to show
Offer Id: 148
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: SYLHET
Offer Title: সিলেট স্টেডিয়াম মঞ্চে গাইবেন মমতাজ-জেমস-বাপ্পা

Offer Details: জেমস, মমতাজ ও বাপ্পা মজুমদার এক মঞ্চে উঠে দর্শক মাতাবেন মমতাজ, জেমস ও বাপ্পা মজুমদার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ’ শীর্ষক কনসার্টে গাইতে দেখা যাবে তাদের। রোববার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে সবার কাছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অংশগ্রহণের কথা রয়েছে। কনসার্টে জেমস, মমতাজ ও বাপ্পার সংগীত ছাড়াও রয়েছে সিলেট শিল্পকলা একডেমির পক্ষ থেকে দলীয় নৃত্য ও অন্যান্য পরিবেশনা। আয়োজনের উপস্থাপনায় থাকছেন অভিনেত্রী নওশীন। আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে। বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮ জেআইএম/এইচএ/
Offer Source: Plz, click here to show
Offer Id: 147
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Education/Training
Location: ABROAD
Offer Title: স্টিফেন হকিংয়ের ১০ উক্তি

Offer Details: ২১ বছর বয়স থেকেই মোটর নিউরন নামে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন। কিন্তু শারীরিক অক্ষমতা তাঁকে রুখতে পারেনি। ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং মানুষটিই এক অনুপ্রেরণার নাম। গত ১৪ মার্চ মৃত্যুবরণ করেছেন তিনি। তাঁর কথা নিশ্চয়ই তরুণদের অনুপ্রেরণা দেবে। ১. জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সব সময় তোমার নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। ২. আমি স্রেফ একটা শিশু, যে কখনো বড় হয়নি। শিশুর মতোই আমি এখনো ‘কেন’, ‘কীভাবে’—এসব প্রশ্নের উত্তর খুঁজি। কদাচিৎ উত্তর পেয়েও যাই। ৩. পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই হলো বুদ্ধিমত্তা। ৪. তুমি যদি সব সময় রেগে থাকো, ক্রমাগত অভিযোগ করো, তোমার জন্য লোকের সময় হবে না। ৫. যদিও আমি নড়াচড়া করতে পারি না, কম্পিউটারের সাহায্যে কথা বলি। কিন্তু ভাবনার জগতে আমি স্বাধীন। ৬. প্রথমত, মাটির দিকে নয়, বরং আকাশের ওই তারাগুলোর দিকে চোখ রাখতে কখনো ভুলো না। দ্বিতীয়ত, তুমি যা-ই করো না কেন, হাল ছেড়ো না। তোমার কাজই তোমাকে জীবনের অর্থ আর উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। কাজ ছাড়া জীবনটা নিরর্থক। তৃতীয়ত, তুমি যদি ভালোবাসা পাওয়ার মতো যথেষ্ট সৌভাগ্যবান হও, তবে এই ভালোবাসাকে কখনো ছুড়ে ফেলো না। ৭. কোথাও আটকে গেলে তুমি যদি খেপে যাও, সেটা ভালো ফল আনবে না। এরকম অবস্থায় আমি সাধারণত সমস্যাটা নিয়ে ভাবতে থাকি, আবার অন্য কাজগুলোও চালিয়ে যাই। ৮. ২১ বছর বয়সেই আমার প্রত্যাশা শূন্যের কোঠায় নেমে এসেছিল। এরপর জীবনে যা পেয়েছি, সবটাই ‘বোনাস’। ৯. মানুষ সাধারণত সাহায্য করতে প্রস্তুত থাকে। তোমার কাজ হলো নিজের সেরাটুকু দেওয়া এবং তাকে বোঝানো যে তার সাহায্য বৃথা যায়নি। ১০. বাইরে যে মানুষটা নীরব, মাথার ভেতর সে-ই সরব।
Offer Source: Plz, click here to show
Offer Id: 146
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: DHAKA
Offer Title: ফাইনালে ভারত বাংলাদেশকে ‘তমিজ’ শেখাবে!

Offer Details: বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা। সামাজিক যোগাযোগের মাধ্যমে কথার লড়াই। অনেক সময় ভব্যতার মাত্রা ছাড়িয়ে যাওয়া। এই দুই দলের সমর্থকদের অতি আবেগ অনেক সময়ই হিংসা-বিদ্বেষের জন্ম দেয়। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে ভদ্রতার মাত্রা ছাড়িয়েছে গুটি কয়েক ভারতীয় গণমাধ্যম। হিন্দি সংবাদ চ্যানেল ‘আজতক’ যেমন নিদাহাস ট্রফির ফাইনালের প্রিভিউ করতে গিয়ে বলেছে, আজকের ফাইনালে রোহিত শর্মার দল বাংলাদেশকে ‘তমিজ’ শেখাবে। ‘আজতকে’র ম্যাচ প্রিভিউয়ের ভাষা ছিল হিন্দি। বাংলা অনুবাদ করলে অনেকটা এমনই দাঁড়ায়, ‘শুক্রবারের ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। আম্পায়াররা ‘নো বল’ না দেওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা চূড়ান্ত “বেতমিজি” করেছে।’ বাংলাদেশ ক্রিকেটীয় ভব্যতা মানেনি, আদবকায়দা শেখানো দরকার—এমন উসকানিমূলক কথা সরাসরি বলেছে চ্যানেলটি। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশ একবারও জিততে পারেনি। প্রতিবেদনজুড়ে এই তথ্য বারবার উঠে এসেছে। কিন্তু আজতক বলেছে, ‘ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত তাদের ক্রিকেটারদের বেয়াদবির চূড়ান্ত জবাব দেবে। বাংলাদেশের ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে।’ বাংলাদেশের ক্রিকেটারদের ‘ক্রিকেটীয় চেতনাবোধ’ নিয়েও প্রশ্ন তুলেছে তারা, ‘নো বল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের বেয়াদবি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এটি ক্রিকেটীয় চেতনাবোধকে আঘাত করেছে।’ গণমাধ্যমটির মতে, ভারতই নাকি বাংলাদেশকে ‘সংশোধন’ করতে পারে, ‘এরা (বাংলাদেশ ক্রিকেট দল) এত সহজে শোধরাবে না। সেটা করবে ভারতীয় দল।’ একটা জায়গায় বাংলাদেশ দলকে হুমকিও দিয়েছে তারা, ‘ফাইনালে যদি ভুল করেও এমন আচরণ তারা করে, তাহলে দর্শকেরা আন্দাজও করতে পারবেন না, এদের কী হাল করবে রোহিতের দল!’ প্রতিবেদনটির একপর্যায়ে ভারতের সাবেক দুই ক্রিকেটার মদন লাল ও নিখিল চোপড়া ফাইনালের ওপর তাঁদের বিশেষজ্ঞ মতামত দেন। সেখানে আলোচনার একপর্যায়ে ভারতের ‘বিশ্বকাপজয়ী’ ক্রিকেটার মদন লাল সাকিব আল হাসানের নাম নিতে গিয়ে বারবারই তাঁকে ‘সাকাব আলী’ও বলেছেন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 145
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: DHAKA
Offer Title: সাকিবদের সমালোচনায় ডালমিয়াকে আক্রমণ!

Offer Details: বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে শ্রীলঙ্কান গণমাধ্যমের চক্ষুশূল। গতকাল থেকেই বিভিন্ন লঙ্কান গণমাধ্যমে শুক্রবারের ম্যাচ নিয়ে চলছে এন্তার সমালোচনা। সাকিব, মাহমুদউল্লাহ, নুরুল হাসানদের ‘আচরণ’কে তারা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলছে। ক্ষোভের তীব্রতা এতটাই যে বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে জগমোহন ডালমিয়াকে পর্যন্ত আক্রমণ করে বসেছে তারা। কলম্বো থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ডে প্রকাশিত প্রতিবেদন, ‘বাংলাদেশ গেট অ্যাওয়ে উইথ স্ল্যাপ অন দ্য রিস্ট’-এ ডালমিয়ার প্রসঙ্গটা এসেছে। আইসিসির সাবেক সভাপতি জগমোহন ডালমিয়া বাংলাদেশের ক্রিকেটের উত্তরণে অনন্য–অসাধারণ ভূমিকা রেখেছিলেন। ১৯৯৭ সালে বাংলাদেশের ওয়ানডে ও ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পেছনে এই কিংবদন্তিতুল্য ভারতীয় ক্রিকেট সংগঠকের ভূমিকা আজও অসীম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তিতে ডালমিয়ার পক্ষপাতের যে বড় ভূমিকা ছিল, এটা ক্রিকেট দুনিয়ায় অজানা নয়। সে কারণেই লঙ্কান দৈনিক দ্য আইল্যান্ডের ক্ষোভ ডালমিয়ার প্রতি। ব্যাপারটা অনেকটা এমন যে ডালমিয়া সাহায্য না করলেই তো বাংলাদেশের মতো একটি দেশ ক্রিকেট দুনিয়ায় জায়গা করে নিতে পারত না। প্রতিবেদনটির একটি জায়গায় তারা লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের বড় কর্তা, কলকাতার বিত্তশালী ব্যবসায়ী ক্রিকেটের জন্য অনেক কিছুই করেছেন। তবে তাঁর দু-একটি ভুলও আছে। এর একটি হচ্ছে বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়া। ডালমিয়াকে এখন বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার জন্য মরণোত্তর ১০০০ ডিমেরিট পয়েন্ট দেওয়া উচিত।’ শুক্রবার অনেক নাটকের পর বাংলাদেশের কাছে ২ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। শেষ ২ বলে ৬ রান বাকি থাকতে মাহমুদউল্লাহর বিশাল ছক্কা স্বপ্নভঙ্গ ঘটায় লঙ্কানদের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাহমুদউল্লাহর ছক্কার পর নেমে এসেছিল নিস্তব্ধতা। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠতে না পারার ক্ষোভটা লঙ্কানরা যে এভাবে মেটানোর চেষ্টা করবে, সেটা বাংলাদেশ বোধ হয় কখনোই ভাবতে পারেনি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 144
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: DHAKA
Offer Title: রোববার পর্যন্ত খালেদার জামিন স্থগিত

Offer Details: খালেদা জিয়া/ফাইল ছবি ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন রোববার (১৮ মার্চ) পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে বুধবার (১৪ মার্চ) সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন। তিনি আদালতে বলেন, চার যুক্তিতে খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। আমরা এখনো সেই জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাইনি। গতকাল (মঙ্গলবার) অনুলিপি বের হতে হতে অফিস সময় শেষ হয়ে গেছে। এ সময় আদালত বলেন, আগে লিভ টু আপিল (সিপি) দায়ের করেন। এসময় খুরশীদ আলম খান বলেন, সেজন্যই তো জামিন আদেশ স্থগিত চেয়েছি। রোববার বা সোমবার পর্যন্ত। পরে রোববার পর্যন্ত হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন আদালত। এসময় জয়নুল আবেদীন দাঁড়িয়ে বলেন, মাই লর্ড আমাদের একটু শুনেন, তারপর আদেশ দেন। এরপর জয়নুল আবেদীনসহ অন্যান্য আইনজীবীরা তাদের পক্ষে শুনানির জন্য বারবার আবেদন করতে থাকেন। আদালত তখন বলেন, রোববার। এর আগে মঙ্গলবার (১৩ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন। বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮ ইএস/এসএইচ
Offer Source: Plz, click here to show
Offer Id: 143
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: শোবিজে যাত্রা শুরু করছে শাহরুখ কন্যা

Offer Details: বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। এরই মধ্যে তিনি নিজের চমৎকার সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ভক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন। এবার ১৭ বছরেই এ কিশোরী প্রথম শোবিজে কাজ করতে যাচ্ছেন। শিগগিরই একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়ে ঝলমলে দুনিয়ায় যাত্রা শুরু করবেন সুহানা। গণমাধ্যমকে এমনই খবর জানিয়েছেন সুহানার মা শাহরুখপত্নী গৌরী খান। গৌরী বলেন, সুহানা একটি ম্যাগাজিনের শ্যুটিং করতে যাচ্ছে। কিন্তু এখনই আমি ম্যাগাজিনটির নাম বলতে চাচ্ছি না। তবে আনন্দের ব্যাপার হচ্ছে চলতি বছরই সবাই তা দেখতে পাবেন। কিছুদিন আগে শাহরুখ খান মিডিয়ায় বলেছিলেন, সবকিছুর আগে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের পড়াশোনা শেষ করা। মেয়েকে নিয়ে শাহরুখ বলেন, ‘সুহানা অভিনেত্রী হতে চায়। তার মধ্যে প্রবল আগ্রহ দেখতে পেয়েছি। আমি মঞ্চে সুহানার পারফর্মেন্সও দেখেছি, সে খুব ভালো অভিনয় করে। সিনেমাকে ভালোবেসে সে ইন্ডাস্ট্রির একজন হতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, আগে তোমাকে পড়াশোনা শেষ করতে হবে, এরপর অন্যকিছু। আর এ কথাটাই আমি আমার সন্তানদের সবসময় বলে আসছি’। বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮ জেআইএম/ওএইচ/
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন