Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 162
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: সোনমের বিয়ের তারিখ চূড়ান্ত?

Offer Details: সোনম কাপুরের বিয়ে আগামী মে মাসে।
ভারতে নয়, সুইজারল্যান্ডে বিয়ের পিঁড়িতে বসবেন সোনম কাপুর।
অনিল কাপুর নিজে বিয়ের আয়োজন তদারক করছেন।
গুঞ্জন শোনা যাচ্ছিল, আগামী জুন মাসে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন সোনম কাপুর। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজা। হবু শাশুড়ির সঙ্গে কলকাতায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন সোনম। কিন্তু বিয়ের কথা কিছুতেই স্বীকার করেননি। প্রতিবারই এই বিয়ের প্রশ্ন ঘুরিয়ে-পেঁচিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন ‘ভিরে দি ওয়েডিং’ ছবির এই তারকা। এরপর ফেব্রুয়ারি মাসে কাপুর পরিবারের ওপর দিয়ে বয়ে যায় আচমকা এক ঝড়। সোনমের বড় চাচা বনি কাপুরের স্ত্রী বলিউডের বরেণ্য অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে মুষড়ে পড়েন পরিবারের সবাই। ধারণা করা হচ্ছিল, সোনমের বিয়ের তারিখ পেছানো হতে পারে। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। শ্রীদেবীর নিজের মেয়ে জাহ্নবীকেই মায়ের মৃত্যুশোক কাটিয়ে রোজ শুটিংয়ে যেতে হচ্ছে। আর সোনম-আনন্দের বিয়ের কথা তো আরও আগে থেকেই চলছিল। তাই কাপুররা হয়তো বিয়ে না পেছানোর কথাই ভাবছেন। সোনমের বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত একটি সূত্র এই খবর জানিয়েছে। সূত্রটি মুম্বাই মিরর পত্রিকাকে আরও জানায়, জুনে নয়, আগামী মে মাসেই বিয়ে হচ্ছে সোনমের। সুইজারল্যান্ডের জেনেভায় ১১ ও ১২ মে বিয়ের আয়োজন করা হবে। প্রথম দিন হবে মেহেদি আর সন্ধ্যায় সংগীত অনুষ্ঠান। আর পরদিন হিন্দুমতে বিয়ের রীতি সম্পন্ন করবেন আনন্দ ও সোনম। বিয়ের তারিখ আর ভেন্যু চূড়ান্ত হয়েছে। এখন অতিথিদের জেনেভায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর অতিথি নিমন্ত্রণের দায়িত্ব পালন করছেন সোনমের বাবা অনিল কাপুর। পরিবারের বড় মেয়ের বিয়ে বলে কথা। তবে বিয়ের তারিখ চূড়ান্ত হওয়া প্রসঙ্গে সোনম বা আনন্দের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 161
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: IT/Telecommunication
Location: ABROAD
Offer Title: ডিলিট ফেসবুক !

Offer Details: ফেসবুকের তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর আওয়াজ উঠেছে ফেসবুক ব্যবহার বন্ধ করে দেওয়ার। এরই মধ্যে অনেকেই ফেসবুক বন্ধ করে দেওয়ার ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন। টুইটারে ব্যাপক সাড়া পেয়েছে ‘ডিলিট ফেসবুক’ কর্মসূচি। ২০ মার্চ পর্যন্ত ডিলিট ফেসবুক (#DeleteFacebook) হ্যাশট্যাগটি ৫০ হাজারবারের বেশি টুইটারে ব্যবহৃত হতে দেখা গেছে। তবে এই ধারা যদি জনপ্রিয়তা পায়, তাতেও কি ফেসবুকের কিছু যায়-আসে? ২২০ কোটির বেশি ব্যবহারকারীর এই সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা খুবই নগণ্য বলে মনে করছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তবে চিন্তার বিষয় হচ্ছে, ফেসবুকে তথ্য মুছে ফেলা হলেও তা কিন্তু পুরোপুরি মুছে যায় না। বন্ধু বা পরিচিতজনের সুবাদে ফেসবুকে তথ্য থেকেই যাবে। এ ব্যক্তিগত তথ্য নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা। কীভাবে তথ্য হাতাল কেমব্রিজ অ্যানালাইটিকা? সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের শিবিরের পক্ষে কাজ করা কেমব্রিজ অ্যানালাইটিকা ফেসবুক ব্যবহারকারী ও তাঁদের বন্ধুদের তথ্যভান্ডারে ঢোকার সুযোগ পেয়েছিল। ফেসবুক কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে গবেষণার নামে তারা এসব তথ্যের নাগাল পায়। তারা দাবি করেছিল, এসব তথ্য শুধু গবেষণার কাজে লাগানো হবে। এতে মানুষের নাম, অবস্থান, লিঙ্গ, তাদের পছন্দ-অপছন্দের তথ্য ছিল। ফেসবুক থেকে বেহাত হওয়া এসব তথ্য কি খুব মূল্যবান ছিল? বিশ্লেষকেরা বলছেন, যে পাঁচ কোটি মানুষের তথ্য বেহাত হয়েছে, তা খুবই মূল্যবান হতে পারে। ফেসবুক যেহেতু ব্যক্তিগত তথ্য বিক্রি করে না, তাই এসব তথ্য ফেসবুকের কাছ থেকে সহজে পাওয়া কষ্টকর। এ ছাড়া এর মূল্য ঠিক করাও কঠিন। তবে বিজ্ঞাপনদাতাদের কাছে এসব তথ্যের অনেক মূল্য। ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোসের তথ্য অনুযায়ী, সফটওয়্যার নির্মাতাদের বিভিন্ন প্রযুক্তিসুবিধা দেয় ফেসবুক। এর মধ্যে একটি জনপ্রিয় টুল হচ্ছে ফেসবুক লগ ইন। এর মাধ্যমে কোনো ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে নতুন অ্যাকাউন্ট খোলার পরিবর্তে ফেসবুকের তথ্য-উপাত্ত দিয়েই ঢোকার সুযোগ থাকে। এটি সহজ বলে মানুষ তা ব্যবহার করে। মাত্র দুই-এক ক্লিক বা ট্যাপে এটি ব্যবহার করা যায়, পাসওয়ার্ড ও ইউজারনেম মনে রাখার ঝামেলা করতে হয় না। মানুষ যখন ফেসবুক লগ ইন ব্যবহার করে, তখন অ্যাপ নির্মাতাদের ফেসবুক প্রোফাইলসহ ই-মেইল, বন্ধুতালিকা, অবস্থানগত তথ্য ব্যবহারের অনুমতি দেয়। ২০১৫ সালে কেমব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক আলেকজান্ডার কোগানের তৈরি ‘দিস ইজ ইয়োর ডিজিটাল লাইফ’ অ্যাপের একই ঘটনা ঘটে। এতে ফেসবুকের লগ ইন-সুবিধা ব্যবহার করা হয়। ২ লাখ ৭০ হাজার ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সহজে ‘দিস ইজ ইয়োর ডিজিটাল লাইফ’ অ্যাপে অ্যাকাউন্ট খোলেন এবং কোগানের সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগাভাগি করেন। ওই সময় ফেসবুক লগ ইন ব্যবহারকারী অ্যাপ নির্মাতাদের ফেসবুক ব্যবহারকারীর বন্ধুদের কিছু তথ্য সংগ্রহ করার অনুমতি দেওয়া হতো। অর্থাৎ তখন ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের তথ্য দিতে সম্মত হলে, তাঁদের বন্ধুদের তথ্যও পেয়ে যেত অ্যাপ নির্মাতারা। কিন্তু পরে এ সুযোগ বন্ধ করেছে ফেসবুক। ওই ২ লাখ ৭০ হাজার ব্যবহারকারীর তথ্য কাজে লাগিয়ে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছেন কোগান। কোগানের প্রতিষ্ঠা করা গ্লোবাল সায়েন্স রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য ছিল। এসব তথ্য গ্লোবাল সায়েন্স রিসার্চের কাছ থেকে কেমব্রিজ অ্যানালাইটিকার হাতে গেলে তখন থেকেই সমস্যার শুরু। ফেসবুক দাবি করে, ডেভেলপাররা ফেসবুকের তথ্য কোনো বিজ্ঞাপন নেটওয়ার্কসহ অর্থ আয়ে ব্যবহার করা হয়, এমন কোনো প্রতিষ্ঠানে দিতে পারবে না। এটা তাদের নিয়মবিরোধী। স্ট্যামোস অভিযোগ করেন, কোগান তথ্যের অপব্যবহার করেছেন। ফেসবুকের কোনো সিস্টেম বা কারিগরি নিয়ন্ত্রণ ভেঙে তথ্য নিতে পারেননি। জাকারবার্গ একে ‘বিশ্বাস ভঙ্গ’ করার ঘটনা বলেছেন। ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা কেমব্রিজ অ্যানালাইটিকাকে তথ্য মুছে ফেলতে বলেছিল। কিন্তু তারা তা মুছে ফেলেনি। কেমব্রিজ অ্যানলাইটিকা বলছে, তারা ফেসবুকের নিয়মনীতি মেনেই কাজ করেছে। যা আইনগতভাবে করা যায়, তা-ই করেছে এবং ফেসবুকের অনুরোধে যেসব তথ্য মুছে ফেলার কথা, তা মুছেও ফেলা হয়েছে। কেমব্রিজ অ্যানালাইটিকা কী? যুক্তরাজ্যভিত্তিক তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান, যার মূল প্রতিষ্ঠান হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজ। প্রতিষ্ঠানটি রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করে। বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভোটারদের প্রোফাইল তৈরি করে। এরপর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আচরণ বুঝে সে অনুযায়ী বিজ্ঞাপন দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে। ফেসবুকের অভিযোগ, ব্যবহারকারীর কোনো অনুমতি ছাড়াই কেমব্রিজ অ্যানালাইটিকার কাছে তথ্য দেন কোগান। ট্রাম্পের নির্বাচনের প্রচারকারীরা কেমব্রিজ অ্যানালাইটিকাকে ২০১৬ সালের ডেটা অপারেশন চালানোর জন্য নিয়োগ দেয়। ট্রাম্পের প্রধান পরিকল্পনাকারী স্টিভেন ব্যানন কেমব্রিজ অ্যানালাইটিকা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। ফেসবুকের সঙ্গে অ্যানালাইটিকার সম্পর্ক শেষ হলো যেভাবে কোগান ও কেমব্রিজ অ্যানালাইটিকা তিন বছর আগেই ফেসবুকের সব তথ্য মুছে ফেলার কথা বলেছিল। কিন্তু তারা কথা রাখেনি। নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, কেমব্রিজ অ্যানালাইটিকা কিছু তথ্য রেখে দিয়েছিল। তারা এ বিষয়ে ফেসবুকের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছে। জাকারবার্গের প্রতিশ্রুতি তথ্য বেহাতের ঘটনায় তদন্ত করা, যথাযথ ব্যবস্থা নেওয়া, ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্ক জাকারবার্গ। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এখন থেকে কঠোর জাকারবার্গকে দেখা যাবে-এমন কথাও বলেছেন ফেসবুকের এই সহপ্রতিষ্ঠাতা। ব্যবহারকারীদের করণীয় ফেসবুকের সাম্প্রতিক ঘটনায় ব্যবহারকারীদের কিছু করার নেই। কারণ, ফেসবুক ও কেমব্রিজ অ্যানালাইটিকার পক্ষ থেকে কিছু বলা হয়নি। প্রাইভেসি সেটিংস পরীক্ষা করে দেখতে পারেন তথ্য বেহাত হওয়ার মতো কোনো কিছু ঘটেছে কি না। সূত্র: বিবিসি ঘটনাপ্রবাহ ১৬ মার্চ ব্যবহারকারীর তথ্য বেহাত হওয়ার ঘটনা নিয়ে যে গণমাধ্যম অনুসন্ধান চালাচ্ছে, ফেসবুক তা টের পেলে গণমাধ্যমে চিঠি পাঠায়। ১৭ মার্চ প্রথমে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ান এবং পরে অন্য সংবাদমাধ্যমগুলো তথ্য কেলেঙ্কারির খবর প্রকাশ করে। ১৮ মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদেরা ফেসবুকের কাছে ঘটনার ব্যাখ্যা দাবি করেন এবং কংগ্রেসের সামনে জাকারবার্গকে শুনানি হাজির করার দাবি করেন। ১৯ মার্চ নিজের দায়িত্ব বদলের কথা প্রকাশ করেন ফেসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস। খবরটি ছড়িয়ে পড়ার পর শেয়ারমূল্যে ধস নামে। এক দিনে প্রায় চার হাজার কোটি ডলার মূল্য কমে যায়। ২০ মার্চ ইউরোপীয় সংসদের প্রধান ফেসবুকের বেহাত হওয়া তথ্য অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তের কথা জানায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ২০১৬ মার্কিন নির্বাচনে কেমব্রিজ অ্যানালাইটিকার ভূমিকা নিয়ে কথা বলায় প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেকজান্ডার নিক্সকে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। ২১ মার্চ ফেসবুকের শেয়ারের দাম আরও কমে যায়। প্রায় ছয় হাজার কোটি মার্কিন ডলার মূল্য কমে যায় প্রতিষ্ঠানটির। এ ছাড়া জাকারবার্গের সমালোচনায় মুখর হয়ে ওঠে গণমাধ্যম। ২২ মার্চ পাঁচ দিনের নীরবতার পর মুখ খোলেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন। কেমব্রিজ অ্যানালাইটিকা: যেভাবে পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ছিনতাই হলো ১ আনুমানিক ৩ লাখ ২০ হাজার মার্কিন ভোটারের (সিডারস) প্রত্যেককে দুই থেকে পাঁচ ডলারের বিনিময়ে তাঁদের বিস্তারিত ব্যক্তিগত/রাজনৈতিক পরীক্ষা দিতে বলা হয়। এর জন্য তাঁদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে লগ-ইন করতে হয়েছিল ২ এই পরীক্ষা থেকে অ্যাপটি ভোটারের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁদের পছন্দ ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে... ৩ ব্যক্তিত্বের ধরন বোঝার কুইজের উত্তর এবং ফেসবুকে থাকা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য মিলিয়ে অ্যাপটি ভোটারের মনোজগতের নকশা তৈরি করে ৪ সব উৎস থেকে পাওয়া তথ্য-উপাত্ত অ্যালগরিদম, অর্থাৎ প্রোগ্রামের মাধ্যমে সমন্বয় করে ভোটারে নথি বানানো হয়। এরপর তৈরি হয় শীর্ষ নথি (শুরুতে যুক্তরাষ্ট্রের ১১টি প্রধান অঙ্গরাজ্যের* ২০ লাখ ভোটার)। এই নথিতে প্রত্যেকের শত শত তথ্য-উপাত্ত ছিল ব্যবহারকারীর তথ্য বন্ধুদের তথ্য ...একই সঙ্গে যাঁদের পরীক্ষা নেওয়া হয়েছে তাঁদের বন্ধুদের তথ্যও। এতে পাঁচ কোটির বেশি ব্যবহারকারীর ফেসবুকের তথ্য হাতে চলে আসে এই ভোটারদের ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে তাঁদের কাছে সুনির্দিষ্টভাবে বিজ্ঞাপন পাঠানো হয় *আরকানসাস, কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, লুসিয়ানা, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওরেগন, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া সূত্র: দ্য গার্ডিয়ান
Offer Source: Plz, click here to show
Offer Id: 160
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Education/Training
Location: ABROAD
Offer Title: 50 Most Underrated Attractions in Every State

Offer Details: Fittingly located in the Alabama Power Building in Birmingham, the fascinating Alabama Historical Radio Museum brings the early days of radio to life. It`s amazing how far we`ve come, technology-wise, isn`t it?
Offer Source: Plz, click here to show
Offer Id: 159
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: DHAKA
Offer Title: নিজেকে অপরাধী

Offer Details: ঢাকা: প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের ১৬৬ রান তাড়া করতে নামা ভারতের শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান।সৌম্য সরকারের বলটি এক্সট্রা কাভারের ওপর দিয়ে সীমানা পার করে লাফিয়ে উঠলেন দিনেশ কার্তিক। অবশ্য সৌম্য’র করা শেষ ওভারের আগেই ট্রফি জয়ের সুবাস পেতে শুরু করেছিল রোহিত শর্মার নেতৃত্বে ভারত।পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে টাইগারদের অনেকটাই এগিয়ে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে তখন ভারতের প্রয়োজন ৩৫ রান।১৮তম ওভারে বোলিংয়ে এসে ব্যাট থেকে একটি রানও দিলেন না কাটার এই স্পেশালিস্ট।যাও এক রান এলো তাও লেগ বাই থেকে। আর শেষ বলে ফিরিয়ে দিলেন মানিশ পান্ডেকেও। ২ ওভারে ভারতের প্রয়োজন ৩৪ রান। ম্যাচ তখনও বাংলাদেশের দিকে। বল হাতে এলেন দলের অন্যতম ভরসার পাত্র রুবেল হোসেন।কেননা ৩ ওভারে ১৩ রান দিয়ে তখনও দলের সেরা বোলার তিনি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 158
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: Real estate as an investment category is undervalued by about 10-20%.

Offer Details: Since it`s not very easy to buy and sell real estate (due to high ticket sizes and a lengthy transaction process), the asset class is undervalued by about 10-20%. This is called the illiquidity discount. This represents a huge treasure of hidden value waiting to be unlocked, by ideas and innovations that solve these structural inefficiencies.
Offer Source: Plz, click here to show
Offer Id: 157
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: ABROAD
Offer Title: Weather & Climate Disasters Cost Countries $320 Billion In 2017, Making It The Costliest Year Ever

Offer Details: 2017 saw the deadliest weather and climate disasters across the world. The worst hit was the Indian subcontinent where major monsoon floods devastated lives and East Africa, where severe droughts destroyed vegetation. The two regions contributing the most towards making 2017 the most expensive year on record. According to World Meteorological Organisation’s (WMO) State of Climate 2017 report, the North Atlantic hurricane season was the costliest ever for the US and eradicated decades of development gains in small islands in the Caribbean, such as Dominica. The report said weather and climate-related events cost countries some US $320 billion, making 2017 the costliest year on record. According to the report, major monsoon floods in the Indian subcontinent and severe droughts across East Africa also contributed to 2017 being the most expensive year on record for severe weather and climate events. "Excess precipitation in late March and early April 2017 triggered floods in north-eastern agricultural areas of Bangladesh. The monsoon season in South Asia brought the worst flooding in the region for years. Between June and August 2017, flooding in Nepal, Bangladesh and northern India affected millions of people and caused death and displacement across the three countries, the report said.
Offer Source: Plz, click here to show
Offer Id: 156
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: ABROAD
Offer Title: Wolf-whistling has been at the heart of some of history...

Offer Details: You might not have seen To Have and Have Not – a romantic thriller from 1944 in which Humphrey Bogart and Lauren Bacall smoulder over each other for 90 minutes – but you’ll know its most famous scene. It starts with the pair trading barbs until Bacall suddenly leans in and kisses Bogart. “What’d you do that for?” Bogart says, a dumb smile across his face. “I’ve been wondering whether I’d like it,” Bacall shoots back. She then gets up to leave. “You know you don’t have to act with me, Steve,” she says. “You don’t have to say anything, and you don’t have to do anything. Not a thing…. Oh, maybe just whistle.” She opens the door, but turns as if remembering something. “You do know how to whistle, don’t you, Steve? You just put your lips together, and blow.”
Offer Source: Plz, click here to show
Offer Id: 155
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: ABROAD
Offer Title: Korean hanbok: The comeback of a 1600-year-old costume

Offer Details: The hanbok is a 1600-year-old costume that’s making a comeback, thanks to a group of young Koreans. Through flash mobs in the street, Instagram hashtags and wearing hanboks abroad, people like Miru Kwon are boosting the popularity of the traditional clothing, with the number of hanbok rental shops skyrocketing tenfold in 2015. “Many Koreans want to go back to being kinfolk and experience a slow pace of life, so there’s more interest in the hanbok,” she says. Watch the video above to find out more. Jason Lai is the conductor of the Yong Siew Toh Conservatory in Singapore. His interest in Asia’s arts and cultural scene goes beyond music to the very core of what it reveals about the heart and soul of these countries. Episode 4 of Heart of Korea screens on Friday 23 March at 0655GMT and again at 0755GMT, 1155GMT, 1250GMT, 1350GMT, 1455GMT and 1655GMT on BBC World News. If you would like to comment on this story or anything else you have seen on BBC Culture, head over to our Facebook page or message us on Twitter. And if you liked this story, sign up for the weekly bbc.com features newsletter, called “If You Only Read 6 Things This Week”. A handpicked selection of stories from BBC Future, Culture, Capital and Travel, delivered to your inbox every Friday.
Offer Source: Plz, click here to show
Offer Id: 154
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: ABROAD
Offer Title: French officer who swapped places with a hostage in supermarket attack dies

Offer Details: (CNN)A police officer who swapped places with a female hostage during a supermarket attack in France has died. "Lt. Col. Arnaud Beltrame died serving the nation to which he had already given so much to," French President Emmanuel Macron said. He hailed him as a hero. The gunman shot Beltrame when he responded to Friday`s supermarket attack in the southern French city of Trèbes. Interior Minister Gerard Collomb announced the officer`s death Saturday, which raises the number of people killed to four. "France will never forget his heroism, his bravery, his sacrifice," Collomb tweeted. The attacker killed two people and wounded more than a dozen others when he raided the supermarket. Before that, he killed one other person while stealing a car.
Offer Source: Plz, click here to show
Offer Id: 153
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: DHAKA
Offer Title: ঢাকার বাইরে গিয়ে দেখেন দেশের মানুষের কী অবস্থা

Offer Details: সরকারের উন্নয়নের দাবির বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘শুধু বড় বড় কথা। আমরা উন্নয়নশীল দেশ হয়েছি, উন্নত হয়েছি। ঢাকায় চাকচিক্য আছে। ঢাকার বাইরে গিয়ে দেখেন দেশের মানুষের কী অবস্থা। মানুষ কীভাবে বাস করছে। খাবার আছে কি না। দুবেলা খেতে পারে কি না। তখন বুঝতে পারবেন আপনারা কতটুকু উন্নয়ন করেছেন।’আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোট আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘মানুষ শন্তিতে বাঁচতে চায়, নিরাপত্তা চায়। কিন্তু কোথাও সুখ নেই, কোথাও শান্তি নাই, নিরাপত্তা নেই। দেশে মাদক আর ইয়াবা। কোথাও চাকরি নেই। যুবকরা চাকরি না পেয়ে মাদকে ঝুঁকছে। জাতীয় পার্টিই কেবল শান্তি ও সুখ দিতে পারে।’ এরশাদ বলেন, ‘ব্যাংকে টাকা নেই। ব্যাংক লুটপাট। শেয়ারবাজার লুট করেছে। সব কিছুতে লুটপাট। সুখবর নেই কোথাও। আমরা এদের বিচার করব।’ এ সময় নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছেন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন, ‘আমি বলেছি, যা বলেছি ঠিক বলেছি। বয়স হলেও আমার মাথা নষ্ট হয় নাই। আমার মাথা ঠিক আছে।’ এরশাদ বলেন, ‘আমি বলেছি নির্বাচনকালীন সময়ে আমরা যারা সংসদে আছি তাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করতে হবে। আমরা নির্বাচনে হস্তক্ষেপ করব না। নির্বাচন করবে নির্বাচন কমিশন।’ তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি সুষ্ঠু নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার চায়। সুষ্ঠু নির্বাচন দিতে সরকার বাধ্য। আগামী সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করব, এটাই আমার বার্তা।’ এ ছাড়াও গণ আন্দোলনে ক্ষমতা ছাড়ার পর পাঁচটি রাজনৈতিক সরকার দেশের জন্য কিছু করতে পারেনি বলে মন্তব্য করেন সাবেক এই সেনা প্রধান। তিনি বলেন, ‘২৫ বছর বারবার দুটি দল ক্ষমতায় ছিল। জনগণকে কোনো কিছুই দিতে পারেনি। অন্যায়, অবিচার করেছে। জাতীয় পার্টি এত অত্যাচারের মধ্যেও ক্ষমতায় যেতে প্রস্তুত।’
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন