Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 132
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Political
Location: DHAKA
Offer Title: ৫৩২৮ পৃষ্ঠার নথি হাইকোর্ট বেঞ্চে

Offer Details: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পৌঁছেছে। আজ সোমবার দুপুর ২টার পর সংশ্লিষ্ট বেঞ্চে খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। আদালত সূত্র জানায়, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ৫ হাজার ৩২৮ পৃষ্ঠার নথি টিনের বাক্সে ভরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে পাঠানো হয়েছে। এই বেঞ্চে নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আপিল এবং জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া। আদালতে নথি এলে জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। গতকাল রোববার খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে নথি না আসায় আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।
Offer Source: Plz, click here to show
Offer Id: 131
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: International
Location: ABROAD
Offer Title: ‘ট্রাম্প একেবারে মূর্খ’ বললেন সোনম

Offer Details: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূর্খ বলে আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। রোববার (১১ মার্চ) সোনম নিজের টুইটারে এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। জানা গেছে, হাতি শিকার নিয়ে একটি নতুন নিয়ম আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়মে শিকারকে আইনি বৈধতা দেওয়া হবে। এনিয়ে আমেরিকার বহু পশুপ্রেমী ক্ষোভে ফেটে পড়েছেন। আমেরিকার বিখ্যাত কমেডিয়ান এলেন ডিজেনরাস টুইটারে একটি পোস্ট করে এ আইনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া পশু শিকারের মতো মধ্যযুগীয় কাজকে বৈধতা দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ টুইটের পরেই পাল্টা টুইট করেন তারকা সোনম। সোনম টুইটে লিখেছেন ‘ভারতে পশু শিকার অবৈধ। এটা এমন একটা বিষয় যা ভারতের থেকে অন্যান্য দেশের শেখা উচিত। ‘ট্রাম্প একেবারে মূর্খ ।’ বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮ এএটি
Offer Source: Plz, click here to show
Offer Id: 130
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: International
Location: ABROAD
Offer Title: নওয়াজকে লক্ষ্য করে জুতা

Offer Details: পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারা হয়েছে। লাহোরে এক অনুষ্ঠানে এক ব্যক্তি নওয়াজকে জুতা ছুড়ে মারেন। এর আগে গতকাল শনিবার শিয়ালকোটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে লক্ষ্য করে কালি ছুড়ে মারা হয়। নওয়াজ শরিফ আসলে প্রতিকূল সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পানামা পেপারস কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়েছে। দলের প্রধানের পদ থেকে সরতে হয়েছে। এবার জনসমক্ষে জুতা ছুড়ে করা হলো অসম্মান। ডনের এক খবরে বলা হয়, লাহোরে মুফতি মো. হুসেইন নাঈমীর স্মরণসভায় যোগ দেন নওয়াজ শরিফ। সেখানে মঞ্চের দিকে যাওয়ার সময় দর্শক সারি থেকে একজন নওয়াজের দিকে জুতা ছুড়ে মারেন। সাবেক এই প্রধানমন্ত্রীর কানে আলতো করে ছুঁয়ে যায় ছুড়ে মারা জুতা। ভিডিও ফুটেজে দেখা যায়, আচমকা জুতার ছুড়ে মারার ঘটনায় বিড়ম্বনায় পড়েন নওয়াজ। ওই অনুষ্ঠানে থাকা স্বেচ্ছাসেবীরা ওই যুবককে ধরে বেদম পেটাতে থাকেন। এরপরে তাঁকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। অস্বস্তি কাটিয়ে অল্প কিছু কথা বলে সেখান থেকে চলে যান নওয়াজ শরিফ। হুসেইন নাঈমীর জন্য দোয়া করার আহ্বানও জানান তিনি। ওই যুবকের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর এমন ঘটনায় নওয়াজের দল থেকে শুরু করে বিরোধীরা পর্যন্ত কঠোর সমালোচনা করছেন। সবাই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নওয়াজ শরিফকে জুতো ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের সুশীল সমাজ থেকে বুদ্ধিজীবীরাও। শরিফের বিষয়টি নিয়ে হইচই হলেও গত দুই দিনে পাকিস্তানের দুজন নেতা ও একজন মন্ত্রী এমন আক্রমণের শিকার হলেন। গত বছর পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের নাম আসে। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির কাছে সম্পদের উৎস জানাতে ব্যর্থ হওয়ায় আদালতের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হন নওয়াজ। এরপর তিনি পদত্যাগে বাধ্য হন। এরপর দেশটির সুপ্রিম কোর্টের রায়ে তিনি তাঁর রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধানের পদেও অযোগ্য হন। এরপরই পিএমএল-এনের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নির্বাচিত করা হয় নওয়াজ শরিফের ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে। নওয়াজ শরিফকে দলের ‘আজীবন নেতা’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
Offer Source: Plz, click here to show
Offer Id: 129
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: DHAKA
Offer Title: প্রেমাদাসা ‘ঠান্ডা’ করে দিলেন মুশফিক

Offer Details: মুশফিকুর রহিম একেকটা বাউন্ডারি মারেন আর পিনপতন নীরবতা নেমে আসে প্রায় ৩০ হাজার দর্শকে ঠাসা প্রেমাদাসা স্টেডিয়ামে। ডিস্ক জকি তাঁর সংগীতায়োজন বন্ধ রাখেন সাময়িক। নৈঃশব্দ্যও যে এতটা উপভোগ্য হয়, প্রেমাদাসায় না এলে বোঝা যেত না! সেটা অবশ্য বাংলাদেশিদের জন্যই। ফ্লাডলাইটের আলোয় আলোকিত পুরো স্টেডিয়াম। অথচ কী আশ্চর্য অদৃশ্য আঁধার, প্রেমাদাসা ডুবে রইল সেই আঁধারে। জয়সূচক রানটা করে মুশফিক যখন ‘নাগিন’ হলেন, শ্রীলঙ্কানরা পারলে চোখ বুঁজে থাকে! মিরপুর কিংবা চট্টগ্রামে রেকর্ড গড়ে এমন একটা জয়ের পর নিশ্চিতভাবে পুরো স্টেডিয়াম হয়ে উঠত উৎসবের মঞ্চ। সেটি হয়নি তাতে কী, অনেক প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছে। সমীকরণটা ছিল ৩ বলে ১ রান, আজও মুশফিক! কোনো ভুল হয়নি, মুশফিক শাপমোচন করলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, বেঙ্গালুরুর সেই ম্যাচের। তারপর? খ্যাপাটে উদ্‌যাপন, সর্পনৃত্য...কত–কী! দ্যুতিময় ইনিংস, উদ্‌যাপন—কত কিছু জানার ছিল মুশফিকের কাছে। এ রাতে কিছুই জানা হলো না। বাংলাদেশের জয়ের নায়ক যে সংবাদ সম্মেলনে এলেন না। এলেন বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার আরেক কারিগর তামিম ইকবাল। এক ভারতীয় সাংবাদিকই জিজ্ঞেস করলেন, লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলীর জার্সি ওড়ানো, ওয়েস্ট ইন্ডিজের গ্যাংনাম ক্রিকেটের আইকোনিক উদ্‌যাপন। মুশফিকও কি এমন কিছু করলেন? তামিম ভারি মজা পেলেন প্রশ্নটা শুনে, ‘আমাদের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের উদ্‌যাপন এটা। ঘরোয়া ক্রিকেট বা বিপিএলে যখন সে উইকেট পায়, এই উদ্‌যাপনটা করে। এটা সাপের নাচ। খুবই মজার। মুশফিক ওটাই দেখিয়েছে। আমরা এটা খুব উপভোগ করি। নাজমুল যদি উইকেট পায়, দেখবেন, কীভাবে সে নাচে।’ ৩৫ বলে ৭২ রানের যে দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংসটা খেলেছেন মুশফিক, শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল বলেছেন, তাঁর দেখা মুশফিকের অন্যতম সেরা ইনিংস। আর তামিম ভাষা খুঁজে পাচ্ছেন না, কীভাবে স্তুতি করবেন সতীর্থের ইনিংসের, ‘মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে। ১০-১২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। ও যদি আউট হয়ে যেত, তাহলে বলতে পারতাম, শেষ করে আসতে পারত। সবই তো ঠিক করেছে, কী বলব?’
Offer Source: Plz, click here to show
Offer Id: 128
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: তৃতীয় স্প্যানে দৃশ্যমান হলো পদ্মাসেতুর ৪৫০ মিটার

Offer Details: বসলো তৃতীয় স্প্যান। মুন্সীগঞ্জ: দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর কাজ। সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) ৭-সি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটার কাঠামো। গত বছরের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যানটি। এর প্রায় ৪ মাস পর চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর রোববার (১১ মার্চ) শরীয়তপুরের জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যানটি বসানো হলো। রোববার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে শনিবার (১০ মার্চ) বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন। পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা যায়, সকালে স্প্যান বহনকারী ক্রেনটিকে ৩৯ ও ৪০ নম্বর পিলারের সামনে পজিশন অনুযায়ী আনা হয়। এরপর লিফটিং ক্রেনের সাহায্যে অস্থায়ী বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। তবে স্থায়ীভাবে বসতে কয়েকদিন সময় লাগবে। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেজ প্লেট, পাইল পজিশন, মেজারমেন্টসহ আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়। এদিকে, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এই সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি। বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮ এসআই
Offer Source: Plz, click here to show
Offer Id: 127
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: International
Location: ABROAD
Offer Title: কিমের বৈঠকের আমন্ত্রণে রাজি ট্রাম্প

Offer Details: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে মাস নাগাদ এই বৈঠক হতে পারে বলে ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠকের সুনির্দিষ্ট তারিখ ও স্থান এখনো ঠিক হয়নি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, বৈঠক হওয়ার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় এক বছর ধরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি ও পাল্টা হুমকির ঘটনা ঘটেছে। উত্তর কোরিয়া দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তবে আলোচনার টেবিলে বসার বিষয়টিকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরামর্শক চুং ইউয়ি-ওং বলেছেন, কিম জং উন দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মে মাস নাগাদ তাঁরা বসতে পারেন। এ সপ্তাহের প্রথম দিকে চুংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করে। তারা কিম জং উনের সঙ্গে নৈশভোজে অংশ নেন। পিয়ংইয়ংয়ের ওই বৈঠকে কিম ও তাঁর জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার আগ্রহ দেখান। তাঁরা পরমাণু নিরস্ত্রীকরণ ও সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বলে জানান।
Offer Source: Plz, click here to show
Offer Id: 126
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Wholesale/Retail/Export-Import
Location: DHAKA
Offer Title: প্রতিদিন বিকেলে আর খেলতে যাবে না জিসান

Offer Details: জিসান।/ছবি: সুমন শেখ ঢাকা: নিম্নবিত্ত বাবা-মায়ের এক মেয়ে ও দুই ছেলের মধ্যে কনিষ্ঠ সন্তান জিসান (৫)। বুক ভরা স্বপ্ন নিয়ে গত জানুয়ারি মাসেই স্থানীয় ব্র্যাক স্কুলে প্লে-গ্রুপে ভর্তি করেন বাবা। নিয়মকরে প্রতিদিন সকালে স্কুলে যেত সে। স্কুল থেকে ফিরে খেলাধুলা, দৌড়ঝাঁপে পরিবারের সবাইকে মাতিয়ে রাখতো চঞ্চল জিসান। অন্য দিনগুলোর মতো শুক্রবারও (৯ মার্চ) বিকেলে খেলতে বাসা থেকে বের হয় সে। তবে কে জানতো এই যাওয়াই হবে শেষ যাওয়া। জিসান বাবা-মায়ের কোলে ফিরলো ঠিকই, তবে প্রাণচঞ্চল জিসান নয়, তার নিথর দেহ। রাজধানীর আদাবর থানা এলাকায় নবোদয় হাউজিং এলাকায় সন্ধ্যার কিছু আগে খেলতে গিয়ে বাসার কাছেই খালে পড়ে নিখোঁজ হয় শিশু জিসান। খবর পেয়ে সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া ১০টায় জিসানের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। মৃত জিসানের বাবা আবুল হাসেম হাসু পেশায় গাড়িচালক। তার স্ত্রী সুমি বেগম, মেয়ে রোকসানা আক্তার, ছেলে রতন ও জিসানকে নিয়ে নবোদয় হাউজিংয়ের বস্তিতে থাকতেন। ফরিদপুরের বালিয়াকান্দি এলাকার বাসিন্দা হাসেম দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এখানেই বসবাস করেন। নিখোঁজ ছেলে জিসানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বাবা আবুল হাসেমও খালে নেমে পড়েন। নিজের ঘরে আহাজারি করছিলেন মা সুমি বেগম। জিসানের বড় বোন রোকসানা বাংলানিউজকে জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে জিসানকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন তিনি। প্রতিদিনই পাশের রাস্তায় এলাকার অন্যা শিশুদের সঙ্গে খেলতে যায় জিসান। আজও যাওয়ার সময় তাই কেউ কিছু জিজ্ঞাসা করেনি। জিসানও কাউকে কিছু বলে যায়নি। কিছুক্ষণ পরই এলাকায় জানাজানি হয়, একটি ছেলে রাস্তার পাশের খালে পড়ে ডুবে গেছে। তখন জিসানের পরিবারের সদস্যরা খোঁজাখোঁজি শুরু করেন। রোকসানার কাছে থাকা জিসানের ছবি সেখানকার লোকজনকে দেখালে তারা জানায়, জিসানই ডুবে গেছে।
Offer Source: Plz, click here to show
Offer Id: 125
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: ৩০ বছর পর একসঙ্গে

Offer Details: সালমান খানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ (১৯৮৮)। এই ছবিতে সালমানের ভাবির চরিত্রে অভিনয় করেন রেখা। এরপর সালমান আর রেখার একসঙ্গে কোনো কাজ করা হয়নি। দীর্ঘ ৩০ বছর পর এই দুই তারকাকে আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ ছবি মুক্তির পাঁচ বছর পর বলিউডের ‘দেওল পরিবার’ এই ছবির আরও একটি সিকুয়াল নিয়ে হাজির হচ্ছে। এবারের ছবির নাম ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফিরসে’। যথারীতি এই ছবিতেও অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র আর তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। ছবির নায়িকা হবেন কৃতী খরবন্দা। এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আর রেখা এখানে নাচবেন একটি গানে। ১৯৭৩ সালে ‘কাহানি কিসমত কি’ ছবিতে রেখা ও ধর্মেন্দ্রর ‘রাফতা রাফতা দেখো আঁখ মেরি লাড় গায়ি’ শিরোনামে একটি গান ছিল। সেই গানটি নতুন করে দর্শকদের সামনে উপস্থিত করার কথা ভেবেছেন নবনিয়ত সিং। আর সেখানেই দেখা যাবে রেখাকে, সঙ্গে ধর্মেন্দ্রও থাকবেন। এই গানে পা দোলাতে দেখা যাবে সালমান খান, সোনাক্ষী সিনহা ও শত্রুঘ্ন সিনহাকে। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ধর্মেন্দ্র অভিনীত ছবির একটি জনপ্রিয় গান। এই নামে ২০১১ সাল থেকে অ্যাকশন কমেডি নির্ভর ছবি তৈরি শুরু করেন ধর্মেন্দ্র। এই ছবির দ্বিতীয় সিকুয়েল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ মুক্তি পায় ২০১৩ সালে। ওই ছবির নায়িকা ছিলেন নেহা শর্মা। ইন্ডিয়া টুডে
Offer Source: Plz, click here to show
Offer Id: 124
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: কর্মসূচি শান্তিপূর্ণ, তবু পুলিশের বাধা

Offer Details: এ ছাড়া ১০ মার্চ খুলনার হাদিস পার্কে এবং ২৭ মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশ করার ঘোষণা দিলেও এখনো অনুমতি পায়নি দলটি। তবে এসব কর্মসূচি বাস্তবায়নের জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, কৌশলগত কারণে আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখলেও পরিস্থিতি বুঝে অন্য কৌশলে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। দলটির নেতা-কর্মীদের বিশ্বাস, আইনি লড়াই ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, ‘ম্যাডামের মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ততা বেড়েছে। সরকার বিএনপির এমন কর্মসূচি দেখে হতাশও হয়েছে।’ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেও সরকারকে চাপে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।জানতে চাইলে দলটির সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বিশ্বাস, সামনে আরও কর্মসূচি আসবে। জনরোষে একপর্যায়ে ম্যাডাম মুক্ত হয়ে আসবেন। আমাদের দেশনেত্রীকে মুক্ত করার জন্য আইনি লড়াইও করছি। আশা করছি, আইনি লড়াই ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে মুক্ত করা সম্ভব হবে।’
Offer Source: Plz, click here to show
Offer Id: 123
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: কর্মসূচি শান্তিপূর্ণ, তবু পুলিশের বাধা

Offer Details: ২৬ ফেব্রুয়ারি ঢাকার থানাগুলোতে প্রতিবাদী মিছিল কর্মসূচি পালন করা হয়। এর আগে অবশ্য ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ তৎপরতা চালিয়েছে বিএনপি। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পাশাপাশি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের কাছে চিঠিও পাঠিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা। যুক্তরাজ্যে কর্মসূচি পালন করতে গিয়ে দূতাবাসে ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বুধবার দলের জ্যেষ্ঠ সাত নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। কারাগারে তাঁর সঙ্গে দেখা করে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘কোনো উসকানিতে’ পা না দিয়ে ‘শান্তিপূর্ণ’ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা পেয়েছেন তাঁরা। ১২ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এখনো অনুমতি পায়নি তারা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেলে ঢাকার আশপাশের কোনো এক জেলায় সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের সঙ্গে একটি বৈঠকও করেছেন জ্যেষ্ঠ নেতারা।
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন