Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 563
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: ঢাকায় নির্মিত হচ্ছে আরও চারটি মাল্টিপ্লেক্স

Offer Details: ঢাকায় নির্মিত হতে যাচ্ছে আরও চারটি মাল্টিপ্লেক্স। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে নির্মিত হবে এই মাল্টিপ্লেক্স গুলো। ইতোমধ্যেই ধানমন্ডির সিমান্ত স্কয়ারে একটির কাজ শেষ হয়েছে। দ্রুতই এটি চালু হবে। এছাড়া মহাখালী, উত্তরা ও পূর্বাচলে আরও ৩টি মাল্টিপ্লেক্সের কাজ চলছে। ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের ১৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্যগুলো জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, ‌‌‘সীমান্ত স্কয়ার (ধানমন্ডি) ৩টি সিনেপ্লেক্স নিয়ে একটি মাল্টিপ্লেক্স করেছি খুবই মডার্ন ডিজাইন দিয়ে। সবকাজ শেষ। শিগগিরই এটি চালু হবে। এছাড়া মহাখালী, উত্তরা ও পূর্বাচলেও আমাদের প্রজেক্ট শুরু হয়ে গেছে। দর্শকদের ভালোবাসা ও আগ্রহের কারণেই এগুলো তৈরির উদ্যোগ নিয়েছি। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে আরও দুটি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে আমাদের। তবে আগে ঢাকার মাল্টিপ্লেক্সগুলো শেষ করতে চাই।’ শুধু প্রেক্ষাগৃহই নয়, স্টার সিনেপ্লেক্স চলচ্চিত্র নির্মাণেও আসছে। মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন ও মাদক নিয়ে তারা ছবি তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানান।
Offer Source: Plz, click here to show
Offer Id: 559
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: ঢাকায় আসছে ‘ভেনম’

Offer Details:

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সুপারহিরো ছবি ‘ভেনম’। মার্ভেল কমিকসের চরিত্র ভেনমকে নিয়ে নির্মিত এ ছবির পরিচালক রুবেন ফ্লেইশার। অভিনয় করেছেন টম হার্ডি, মিশেল উইলিয়ামস, রিজ আহমেদসহ আরও অনেকে। হলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন টম হার্ডি। প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে তার অভিনয় খুব অল্প দিনেই মনজয় করে নিয়েছে দর্শকদের। গত বছর যখন জানা গেল, এই টম হার্ডিই সনি পিকচার্সের নতুন ‘ভেনম’ চরিত্রে অভিনয় করবেন তখন থেকেই দর্শকদের অপেক্ষার শুরু। ছোটবেলায় স্যাম রেইমির স্পাইডারম্যান ট্রিলজিতে যাকে দেখে কালো স্পাইডারম্যান বলে সম্বোধন করা হতো। তিনিই কমিক দুনিয়ায় ভেনম। দু’মাস আগে সিনেমাটির টিজার প্রকাশ পেলেও তাতে দর্শকদের মন একদমই ভরেনি। টিজারে যে একটিবারের জন্যও নতুন ভেনমের লুক প্রকাশ করা হয়নি! তবে দর্শকদের এই অতৃপ্তি ঘুচিয়ে দেয় ছবির ট্রেলার। প্রকাশের পরপরই ট্রেলারটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ‘ভেনম’ রূপে টম হার্ডিকে দেখে মন ভরে যায়। মাত্র ৮ ঘন্টায় ৫০ লাখেরও অধিক ভিউ যোগানো ট্রেলারটিই বলে দিচ্ছে, দর্শকদের মনজয় করেছে এই নতুন ভেনম। সনি পিকচার্সের স্পাইডারম্যান ইউনিভার্সের দ্বিতীয় ছবি ‘ভেনম’। তবে ‘স্পাইডারম্যান: হোমকামিং’- এর সাথে ভেনমের গল্প কোথায় গিয়ে মিলবে সে ব্যাপারে এখনও কিছুই জানায়নি সংশ্লিষ্টরা।
Offer Source: Plz, click here to show
Offer Id: 558
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: NILPHAMARI
Offer Title: নীলফামারীতে উন্নয়ন কনসার্টে দর্শক শ্রোতার ঢল

Offer Details: অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ। শিল্পীদের গানে গানে উৎসবমুখর পরিবেশ। সরাসরি দেশ বরেণ্য শিল্পীদের গান উপভোগ করলেন নীলফামারীর অর্ধলক্ষাধিক মানুষ।

গতকাল সোমবার সন্ধ্যার উন্নয়ন কনসার্টে নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক শ্রোতার ঢল নামতে শুরু করে বিকেল ৫ টার পর থেকে। অনুষ্ঠানের প্রথমার্ধে গান করেন স্থানীয় শিল্পীরা। সন্ধ্যা নামার পর একে একে গানের ডালি নিয়ে আসতে শুরু করেন দেশ বরেণ্য শিল্পীরা। গানের ফাঁকে ফাঁকে প্রদর্শিত হয় বিভিন্ন জনকল্যাণ ও উন্নয়ন কর্মকান্ডের প্রামাণ্য ভিডিও চিত্র। এছাড়াও দর্শকদের জন্য প্রদর্শিত হয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের ভিডিও তথ্যচিত্র। এভাবে অনুষ্ঠান চলে রাত প্রায় ১১টা পর্যন্ত।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন দেশ বরেণ্য ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম, পিন্টু ঘোষ, পারভেজ, রিঙ্কু, বাপ্পা মজুমদারের নেতৃত্বে ব্যান্ড-দল দলছুট।

দীর্ঘ সময়, অনেকটাই ধৈর্য্যের পরীক্ষা দর্শকদের। কিন্তু না, শিল্পীর সুরের ছোয়ায় সে ধৈর্য্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দর্শক শ্রোতা। সকলের মনোযোগ কেড়ে নিয়েছে শিল্পীর সুর, সবার আকর্ষণ ছিল মঞ্চের দিকেই। মুগ্ধ দর্শক গানে অভিভূত, হাত নাড়িয়ে, আবার কখনো দু’হাতে তালি বাজিয়ে অভিনন্দন জানান শিল্পীদের। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানের ওই কনসার্টটিকে প্রতিটি ক্ষণ উপভোগ করলেন সকলে।

রাত ৯টা ৪৮ মিনিটে মঞ্চে আসেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম। তিনি গাইলেন ‘বটের ছায়া ঘরের দাওয়া সেই সে পুকুর পাড়, ভালো থাকিস ভুলে থাকিস এই আছে বলার।’ নূতন ঘরে যায় আয় দেইখা যা। নূতন ঘরে যায় আয় দেইখা যা! মায়াবতি কণ্যারে, শালুক ফোটা ফুল রে, রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে। একে একে গাইলেন আরো অনেক গান। দর্শকের উপস্থিতে মুগ্ধ হয়ে মাতিয়ে সুরে সুরে মাতিয়ে তুলেন অনুষ্ঠানস্থল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা সহযোগিতায় আয়োজিত কনসার্টের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুশিউর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।

অনুষ্ঠানে রাত আটটার দিকে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের শহরের দিকে তাকাই, গ্রামের দিকে তাকাই, আমাদের দেশের দিকে তাকাই তাহলে দেখবো ১০ বছর আগের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল তফাৎ।` তিনি আরও বলেন, `নীলফামারীর বিভিন্ন কলকারখানা, রাস্তাঘাট, স্বাস্থ্য চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরে বলেন, নীলফামারী ছিল মঙ্গাপীড়িত এলাকা। এর আগে এখানে না খেয়ে মানুষ মারা যেত। বর্তমানে নীলফামারী উত্তরা ইপিজেডে ৩২ হাজার মানুষ কাজ করছে। আগামী দেড় থেকে দুই বছরে ৫০ হাজার মানুষ কাজ করবে। জেলার উন্নয়নে এখন সামান্য কাজ বাকি রয়েছে। যার মধ্যে রয়েছে চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ, আইটি পার্ক নির্মাণ, অর্থনৈতিক এলাকা গড়ে তোলা, রাস্তাঘাটের সম্প্রসারণ আর মানুষের জীবন মানের উন্নয়ন। যা সরকারের পরিকল্পনায় আছে।’
Offer Source: Plz, click here to show
Offer Id: 557
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: ৪ মিনিটের দৃশ্যের শ্যুটিংয়ে খরচ ৫৪ কোটি!

Offer Details: দৃশ্যটি ধারণ করতে সময় লেগেছে মাত্র চার মিনিট। আর এতেই কিনা খরচ হয়েছে ৫৪ কোটি টাকা! টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া হলেও এটিই সত্যি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এই খরচ। জানা গেছে, এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়ায় গেছে। ছবিটির জন্য নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার কস্টিউম। সঙ্গে স্থানীয় শিল্পী গেছেন ৬০০ জন। এলাহি খরচের এই ফিল্মের মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি টাকা। এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’-র। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।
Offer Source: Plz, click here to show
Offer Id: 556
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: অবশেষে অনুমোদন পেতে যাচ্ছে বিএফডিসি উন্নয়ন প্রকল্প

Offer Details: চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে বহুদিন ধরে চলচ্চিত্র উন্নয়নে সরকারের উন্নয়নশীল পদক্ষেপের দাবি করে আসছেন। পুরনো বিএফডিসিকে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) মেরামতসহ নানাবিধ দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে পূরণ হতে যাচ্ছে সেই দাবি। চলচ্চিত্র উন্নয়নে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে দ্রুত সময়ে। মঙ্গলবার (২ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে যাচ্ছে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। সভায় সভাপত্বি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প অনুমোদনের পরেই শুরু হবে জরাজীর্ণ বিএফডিসি আধুনিকায়নের কাজ। একনেক’র সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য টেবিলে উপস্থাপন করা হবে বলে নিশ্চিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র। প্রকল্পটি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বাস্তবায়ন করবে বিএফডিসি। ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ বিনিয়োগ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩২২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা। প্রকল্পটি শেষ হবে ২০২১ সালে। প্রকল্পটির প্রধান কার্যক্রম হচ্ছে চলচ্চিত্র শিল্পকে সম্প্রসারণ, সুদৃঢ় করাসহ বিএফডিসিকে আর্থিক স্বনির্ভরকরণ ও প্রবৃদ্ধি অর্জন, বিএফডিসি’র মধ্যে বহুমুখী বহুতল ভবন নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন। এছাড়াও ভবনের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক এবং কারিগরি সুবিধা সংযোজনপূর্বক বিনোদনের ক্ষেত্র সম্প্রসারণ করা এবং বহুমুখী আয়ের ক্ষেত্র সৃষ্টি যার মাধ্যমে বিএফডিসি তথ্য চলচ্চিত্র শিল্পের ভিত্তি মজবুত করা। এই প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে পরামর্শক নিয়োগ, ৪৫ হাজার ৮০২ বর্গমিটার মূলভবন ও চারটি সিনেপ্লেক্স নির্মাণ করা হবে। ৪টি সিনেমা প্রদর্শন ও আধুনিক যন্ত্রপাতি কেনাসহ নির্মিত হবে বিশাল ৭৩ হাজার বর্গমিটারের শুটিং ফ্লোর।
Offer Source: Plz, click here to show
Offer Id: 555
Company Name: Selltoearn.com
Contact No.: +০৯৬-১২৩-BASIS (22747)
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে কনসার্ট উপভোগের সুযোগসহ টেকটক

Offer Details: আসসালামুআলাইকুম,

শিক্ষার্থীদের জন্যে বিনামূল্যে কনসার্ট উপভোগের সুযোগসহ টেকটক, আইসিটি আইডিয়া ক্যাম্প ইত্যাদি নিয়ে ‘ইয়ুথ ফেস্ট’ এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)!

আগামী ৬ অক্টোবর,২০১৮ তারিখে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ইয়ুথ ফেস্ট।

ইয়ুথ ফেস্টে যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশবিদ্যালয়) এর শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে অংশ নিতে পারবে।উল্লেখ্য, অনুষ্ঠানে অবশ্যই বেলা ২:০০টার মধ্যে প্রবেশ করতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট: http://bit.ly/BASIS_Students_Forum_Youth_Fest

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের সহযোগিতায় বেসিস স্টুডেন্টস ফোরামের উদ্যোগে `ইয়ুথ ফেস্ট` এর আয়োজন করা হয়েছে। বেসিসের ২০ বছর পূর্তি উৎসব শুরু হতে যাচ্ছে ইয়ুথ ফেস্টের মাধ্যমে।

এ আয়োজনের উল্লেখযোগ্য দিকগুলো হল:
-সরাসরি ৭ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
-এলআরবি, পারভেজসহ আরো অনেক সংগীত শিল্পীকে নিয়ে কনসার্ট
-শিক্ষার্থীদের তৈরি তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রকল্প প্রদর্শন
-টেকটক: দেশসেরা তথ্যপ্রযুক্তিবিদদের অংশগ্রহণ
-বেসিস সদস্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি মেলা
-তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক প্রায়োগিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা


যোগাযোগের জন্যঃ
ফোনঃ +০৯৬-১২৩-BASIS (22747)!
ইমেইলঃ press@basis.org.bd

- বেসিস
Offer Source: Plz, click here to show
Offer Id: 554
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: এক নজরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

Offer Details: শেষ হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র আয়োজন। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে জান্নাতুল ফেরদৌস ঐশীর মাথায়।

কাল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ী হিসেবে ঐশীকে নির্বাচন করেন।চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ঐশী। অনেকেই জানতে চাইছেন কে এই ঐশী? সেরা বিজয়ী নির্বাচিত হবার পর ঐশী জানিয়েছেন তার পরিবার-পরিচিতির অনেক কথা।

ঐশীর ভাষ্য, অনেকটা কাকতালীয়ভাবেই এই প্রতিযোগিতায় এসেছেন তিনি। মধ্যবিত্ত পরিবারের ঐশী এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন, ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা। শুরু করেছিলেন আইএলটিএস কোচিংও।

আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন ঐশী। সাদামাটা একটা জীবন। হঠাৎ কানে এলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন তিনি। সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কৌতুহল মেটাতেই নাম লেখান এই প্রতিযোগিতায়। সময়ের স্রোতে পিরোজপুরের মাটিভাঙা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

এক নজরে ঐশী

জন্ম : পিরোজপুরে।
জন্ম তারিখ : ২৭ আগস্ট
বাবা : আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবী।
মা : আফরোজা হোসনে আরা, স্কুল শিক্ষিকা।
ভাই-বোন : দুই বোন, বড় বোন শশী।
শিক্ষা : চলতি বছর এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে।
প্রিয় অভ্যাস : বই পড়া ও গান শোনা।
প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ।
প্রিয় বই : হুমায়ূন আহমেদের হিমু ও মিসির আলী সিরিজের বইগুলো।
প্রিয় অভিনেতা : রাজ্জাকের অভিনয় তার খুব ভালো লাগে। বর্তমানে মাঝে মাঝে শাকিব খানের ছবি দেখেন।
প্রিয় অভিনেত্রী : শাবানা ও নুসরাত ফারিয়া।
প্রিয় শিল্পী : মিফতাহ জামান।
প্রিয় খাবার : ভাত, বাইম মাছ, আলুর যে কোনো তরকারি।
প্রিয় রঙ : সবুজ।
প্রিয় পোশাক : শাড়ি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 551
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: সুন্দরীদের বিচারক হচ্ছেন পিয়া

Offer Details: প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয়েছে ‘মিস কালচারাল অ্যান্ড ট্যুরিজম’ প্রতিযোগিতা। মূলত এই প্রতিযোগিতায় সেরা পাঁচ বিজয়ী বাংলাদেশের ট্যুরিজম এবং কালচারকে তুলে ধরবেন চীনে। এতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন আলোচিত মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী সেরা পাঁচ জন অক্টোবরের শেষ সপ্তাহে যাবেন চীনে। নভেম্বরের প্রথম সপ্তাহে চীনের শানঢং স্টেটের হাজাহ সিটিতে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড কালচারাল অ্যান্ড ট্যুরিজম প্রতিযোগিতা। দেশের সেরা পাঁচ বিজয়ী খোঁজার এই আয়োজনে জান্নাতুল ফেরদৌস পিয়ার সাথে বিচারক হিসেবে আরও থাকবেন চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।
Offer Source: Plz, click here to show
Offer Id: 550
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: বয়ফ্রেন্ডকে উন্মত্ত হয়ে মারলেন এক তরুনী

Offer Details: Foul! Scorned woman rampages onto football pitch and slaps her boyfriend after discovering he is married


Offer Source: Plz, click here to show
Offer Id: 549
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: NILPHAMARI
Offer Title: ‘ইত্যাদি’তে আসাদুজ্জামান নূর

Offer Details: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নীলফামারী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে নির্বাচিত তিনজন দর্শক নীলফামারীর আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। তাঁদের মধ্য থেকে বিজয়ীকে পুরস্কার তুলে দেন আসাদুজ্জামান নূর। এ ছাড়া অনুষ্ঠানটির সঞ্চালক হানিফ সংকেতের সঙ্গে রয়েছে তাঁর একটি সাক্ষাৎকার।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডের অভ্যন্তরে ‘ইত্যাদি’র সেট নির্মাণ করা হয়। নীলফামারীর বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো হয় মঞ্চ। সেদিন সন্ধ্যায় ইপিজেডের অভ্যন্তরে বর্ণিল আলোয় আলোকিত মঞ্চের সামনে দর্শক ছিলেন ইপিজেডের কয়েক হাজার শ্রমজীবী মানুষ আর নীলফামারীর বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। ইপিজেডের শ্রমিকদের মধ্যে সেদিন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

এ বছর মার্চ মাসে ‘ইত্যাদি’তে বাংলাদেশি বংশোদ্ভূত নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারা বেগমের নিজের শিকড়ের সন্ধানের ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। পরদিনই আনোয়ারা খুঁজে পান তাঁর পরিবারকে। কিন্তু কীভাবে? এবারের পর্বে তা নিয়ে রয়েছে প্রতিবেদন। ভাওয়াইয়া গানের প্রাণপুরুষ আব্বাসউদ্দিন আর তাঁর শ্বশুরবাড়ি নিয়ে রয়েছে প্রতিবেদন। আরেকটি প্রতিবেদন উত্তরা ইপিজেডের ওপর। দেশি-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদনে এবার থাকছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও নীল চাষের ওপর প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও নেলসন ম্যান্ডেলা।

সাধারণ সম্পাদক পদে এস হক অলিক ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদি হক ৩১৩ ভোট ও ফরিদুল হাসান ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

এবার ‘ইত্যাদি’তে গান গেয়েছেন নীলফামারীর ছেলে ইবরার টিপু। প্রায় দেড় শ বছরের পুরোনো একটি চটকা গান নতুন সংগীতায়োজন করেছেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন টি ডব্লিউ সৈনিক, ফারুক ভূঁইয়া, তাজ, শাহীনসহ অনেকে। এ ছাড়া নীলফামারীকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় এবং মেহেদীর সংগীতায়োজনে তৈরি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন উত্তরা ইপিজেডের একদল কর্মী। নাচের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ রাব্বি আল কাওসার। গানে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিকী, ফারুক ভূঁইয়া, রিয়াদসহ অনেকে।

রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে সরস নাট্যাংশ। এই যেমন ‘নিজ স্বার্থ পরমার্থ’, ‘শিশু সুরক্ষায় সংগঠন’, ‘ক্যামেরা আতঙ্ক’, ‘খাঁটি মানুষ তৈরির কারখানা’, ‘গণমাধ্যমের গণপরামর্শ কেন্দ্র’, ‘মোবাইল ফোন বিড়ম্বনা’। নাট্যাংশগুলোয় অভিনয় করেছেন এস এম মহসিন, ইনামুল হক, সোলায়মান খোকা, আব্দুল কাদের, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, শেলী আহসান, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, আমিন আজাদ, বিলু বড়ুয়া, তারিক স্বপন, নিপু, জামিল হোসেন, নজরুল ইসলাম, সাজ্জাদ সাজু, ইমিলা, মনজুর আলম, সুর্বণা মজুমদার, হাশিম মাসুদ প্রমুখ।
‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শিল্প নির্দেশনা দিয়েছেন ও মঞ্চ পরিকল্পনা করেছেন মুকিমুল আনোয়ার মুকিম।

অনুষ্ঠানটির নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, ‘ইত্যাদি’ গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রচারিত হয়েছে। তাই অনুষ্ঠানটি আগামী শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। পুনঃপ্রচার করা হবে আগামী ৭ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন