Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 621
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: স্টার সিনেপ্লেক্সে আসছে হলিউডের দুই ছবি

Offer Details: একদিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের দু’টি ছবি। ৮ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হলো কমেডিনির্ভর থ্রিডি অ্যানিমেশন ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ এবং অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘মরটাল ইঞ্জিনস’। এরমধ্যে ‘মরটাল ইঞ্জিনস’ ছবিটি যুক্তরাষ্ট্রের আগেই মুক্তি পাচ্ছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ১৫ ডিসেম্বর। আর বাংলাদেশের দর্শকরা এটি স্টার সিনেপ্লেক্স ৮ ডিসেম্বর থেকেই দেখার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ ইতোমধ্যে অ্যানিমেশন ছবির ভক্তমহলে ভালো সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’ ২০১২ সালে প্রথম কিস্তি ‘রেক ইট রালফ’ মুক্তির পরপরই বাজিমাত করেছিল। ছোট-বড় সবাই ছবিটি পছন্দ করেছিল। এরপর থেকেই দর্শকরা অপেক্ষা করছিলেন সিক্যুয়ালের। প্রায় ৬ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটেছে। গত ২১ নভেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘রালফ ব্রেকস দ্য ইন্টারনেট’। মুক্তির পর থেকে দর্শকদের আলোচনায় রয়েছে ছবিটি। বক্স অফিস রিপোর্টও বেশ আশাব্যাঞ্জক। অস্কারজয়ী পরিচালক রিচ মুর এই ছবি নির্মাণ করেছেন। রালফের চরিত্রে আগের মতোই কণ্ঠ দিচ্ছেন জন সি রেলি আর ভেনোলোপের কণ্ঠ দিচ্ছেন সারাহ সিলভারম্যান। ‘মরটাল ইঞ্জিনস’ পিটার জ্যাকসনের উপন্যাস ‘মরটাল ইঞ্জিনস’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন পিটার জ্যাকসন। পরিচালনা করেছেন অস্কারজয়ী ভিজ্যুয়াল ডিরেক্টর ক্রিস্টিয়ান রিভারস। এতে অভিনয় করেছেন হিউগো ওয়েভিং, রবার্ট শিহান, স্টিফেন ল্যাং, হেরা হিলমার, লেইলা জর্জসহ আরো অনেকে। ১০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি পরিবেশন করছে ইউনিভার্সেল পিকচার্স। ‘প্রেডাটর সিটিস’ নামে খ্যাত চারটি উপন্যাসের সিরিজের প্রথম উপন্যাসের নাম ‘মরটাল ইঞ্জিন’। এই উপন্যাসে দেখা মেলে পোস্ট-এপোক্যালিপ্টিক পৃথিবীর ‘স্টিমপাঙ্ক’ লন্ডন শহরের। ফিউচারিস্টিক শহরগুলো সম্পদের সন্ধানে বিশাল চাকা লাগিয়ে ঘুরে বেড়াতে শুরু করে পৃথিবীর বুকে। বড় শহরগুলো দখল করে নেয়। ছবির প্রধান চরিত্র ১৫ বছরের এক কিশোর। সে তার সঙ্গীদের নিয়ে এক পাগল বিজ্ঞানীর হাত থেকে পৃথিবীকে বাঁচানোর পন্থা খুঁজে বেড়ায়।
Offer Source: Plz, click here to show
Offer Id: 617
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: একদিনে সারা বিশ্বের ১০,০০০ হলে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ছবি ২.০

Offer Details:

সারা বিশ্বের প্রায় দশ হাজার সিনেমা হলে আজ ২৯শে নভেম্বর, বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ২.০ নামের একটি ভারতীয় চলচ্চিত্র। তামিল, তেলেগু, হিন্দি এবং আরো বহু ভাষায় এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত ও অকশয় কুমার। গত কয়েকদিন ধরে ছবিটি নিয়ে এতো বেশি আলোড়ন তৈরি হয়েছে যে ধারণা করা হচ্ছে ভারতে সর্বকালের ইতিহাসে এটিই হবে সবচেয়ে ব্যবসা সফল ছবি। রজনীকান্তের জনপ্রিয়তা শুধু তামিলনাডু ও দক্ষিণ ভারতের মধ্যেই সীমিত নেই। বরং তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে উত্তর ভারত থেকে শুরু করে জাপান ও যুক্তরাষ্ট্রের মতো আরো কিছু দেশেও। গত ৩০ বছর ধরে তামিল চলচ্চিত্র জগতের পর্দা কাঁপাচ্ছেন রজনীকান্ত, যিনি তার ভক্তদের কাছে রজনী হিসেবেই অনেক বেশি পরিচিত। উত্তর ভারতেও রয়েছে তার বহু ভক্ত। চলচ্চিত্র সমালোচকদের মতে সব বয়সের দর্শকই তার ছবি দেখতে ভালোবাসেন। কিন্তু কিভাবে তিনি তার এই ইমেজ তৈরি করলেন? ভারতের প্রখ্যাত একজন চলচ্চিত্র সমালোচক স্যারা সুব্রাম্যানিয়াম বলছেন, "১৯৮০ ও ১৯৯০ এর দশকে ভারতীয় তরুণদের কাছে সিনেমা ও ক্রিকেটের মতো খুব কম বিষয়ই ছিল যাতে তারা আকৃষ্ট হতে পারতো। ভারতীয় সিনেমায় সুপার হিরোর যে শূন্যতা ছিল রজনী সেটা পূরণ করতে পেরেছিলেন।"
Offer Source: Plz, click here to show
Offer Id: 614
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: প্রথম দিনেই বিশ কোটি

Offer Details: মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ‘টু পয়েন্ট জিরো’। নানা আকর্ষণের মধ্যে ছবিটির অন্যতম আকর্ষণ ছিলো এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল ভারতীয় দুই সুপারস্টার রজনীকান্ত ও অক্ষয়কে। গতকাল মুক্তির প্রথম দিনেই ২০ কোটি রুপী ছাড়িয়ে গেছে `জিরো পয়েন্ট টু` ছবির হিন্দি ভার্সনে আয়। ছবিটি পরিচালনা করেছেন শংকর। বক্স অফিসের সংখ্যাটি টুইটারে শেয়ার করে তারান আদর্শ লিখেছেন,ছবিটির মুক্তি ছুটির দিনে নয়, উৎসবের দিনে নয় তবু্‌ও প্রথম দিনেই চমৎকার ভাবে যাত্রা শুরু করেছে ছবিটি।এটা কেবল সূচনা। ছবিটির অনেক ব্যাবসায়িক সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী সাড়ে দশ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘টু পয়েন্ট জিরো’। এরমধ্যে শুধু ভারতেই ছবিটি চলছে সাড়ে সাত হাজার স্ক্রিনে। মুক্তির আগেই এ ছবি বক্স অফিসে সংগ্রহ করেছে ৩৭০ কোটি রুপি। যদিও এ ছবির বাজেট ৫৪৩ কোটি রুপির বেশি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 610
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: SUNAMGANJ
Offer Title: ‘ইত্যাদি’ এবার সুনামগঞ্জে

Offer Details: প্রাকৃতিক রূপবৈচিত্র্যের অপূর্ব লীলাভূমি সুনামগঞ্জ জেলার সীমান্তঘেঁষা তাহেরপুর উপজেলার টেকেরঘাটে ‘ইত্যাদি’র এবারের পর্বের দৃশ্যধারণ করা হয়েছে। সবুজ বনানী, পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যের সঙ্গে সঙ্গতি রেখে এবারের ‘ইত্যাদি’র মঞ্চ সাজানো হয়। ইত্যাদির ধারণ উপলক্ষে হাওড় কন্যা সুনামগঞ্জে ছিল উৎসবের আমেজ। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশ-পাশের পাহাড়, গাছ ও লেকের পাড়ে দাঁড়িয়ে ইত্যাদির ধারণ উপভোগ করেন। এবারের পর্বে রয়েছে সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ এবং শাহ আব্দুল করিমসহ অসংখ্য লোক সাধকদের অমর সঙ্গীতে মুখরিত এই সুনামগঞ্জ। তাদের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন। ঢাকার আশুলিয়ার মাইনুল মাজেদিনের ঘড়ি সংগ্রহের ওপর রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও থাকছে জার্মান প্রবাসী শৌখিন দৌড়বিদ বাংলাদেশের নবাবগঞ্জের শিব শংকর পালের ওপর একটি প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। সুনামগঞ্জের মরমী সাধক দেওয়ান হাছন রাজা, রাধারমণ দত্ত, দুর্বিন শাহ ও শাহ আব্দুল করিমের লেখা চারটি গানের অংশ বিশেষের সমন্বয়ে একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, সেলিম চৌধুরী ও সহশিল্পীবৃন্দ। এছাড়াও সুনামগঞ্জ নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুরে ও মেহেদীর সঙ্গীতায়োজনে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন টেকেরঘাটেরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। নাচটির কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল, কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও আনিকা। নিয়মিত পর্বসহ এবারের পর্বেও থাকছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন— আজিজুল হাকিম, রোজী সিদ্দিকী, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, কাজী আসাদ, আব্দুল কাদের, আফজাল শরীফ, কামাল বায়েজিদ, আমিন আজাদ, শবনম পারভীন, জামিল হোসেন, তারেক স্বপন, সাজ্জাদ সাজু, মনজুর আলম, নজরুল ইসলাম, মতিউর রহমান, নিপু, হাশিম মাসুদ, ইমিলা, সাদিয়া রুবায়েতসহ অনেকে। ‘ইত্যাদি’র আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ৩০ নভেম্বর, রাত ৮ টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আগামী ২ ডিসেম্বর, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস লিমিটেড।
Offer Source: Plz, click here to show
Offer Id: 606
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: পরিচালক সমিতির ভোট ২৫ জানুয়ারি

Offer Details: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট। প্রথা অনুযায়ী, ২৮ ডিসেম্বর (বছরের শেষ শুক্রবার) সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হবে আগামী বছরের ২৫ জানুয়ারি। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্দিষ্ট তারিখে ভোট হওয়ার সূচি রেখেই আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু মঙ্গলবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত সমিতির পর্ষদ সভায় ভোটের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ‘এরই ধারাবাহিকতায় বুধবার তফসিল ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে ২০১৯ সালের ২৫ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’ গুলজার বলেন, পরিচালক সমিতির নির্বাচন সাধারণত বছরের শেষ মাস ডিসেম্বরের শেষ শুক্রবার হয়ে থাকে। তবে জাতীয় নির্বাচনের কারণে এবার নতুন তারিখ দেওয়া হয়েছে। এদিকে এবার সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে থাকবেন শফিকুর রহমান ও বিএইচ নিশান। এছাড়া আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। এ বোর্ডের সদস্য রয়েছেন আবু মুসা দেবু ও আজিজুর রহমান। সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার সমিতির মোট ভোটার ৩৬৫ জন। ভোটের আগে অর্থাৎ ৩ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর ১৪ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়। তখন মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 605
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: কমিক দুনিয়ায় চমকে দেওয়া হিরো স্ট্যান লি!

Offer Details: অনেক নায়ক সৃষ্টি করেছেন স্ট্যান লি। সেই নায়কদের নানা কীর্তিকলাপ এক সময় শুধুই ছাপাখানা থেকে বের হতো। ধীরে ধীরে রূপালি পর্দায় রাজত্ব বিস্তার করেছে স্ট্যান লি’র তৈরি সুপার হিরোরা। ছবি: রয়টার্সঅনেক নায়ক সৃষ্টি করেছেন স্ট্যান লি। সেই নায়কদের নানা কীর্তিকলাপ এক সময় শুধুই ছাপাখানা থেকে বের হতো। ধীরে ধীরে রূপালি পর্দায় রাজত্ব বিস্তার করেছে স্ট্যান লি’র তৈরি সুপার হিরোরা। ছবি: রয়টার্সনাহ্, তিনি ব্রুস লির আত্মীয় নন। হংকংয়ের কিংবদন্তী এই মারকুটের মতো মার্শাল আর্টেও দক্ষ ছিলেন না। ছিলেন না কোনো সিনেমার নায়কের চরিত্রে। কিন্তু অনেক নায়ক সৃষ্টি করেছেন। সেই নায়কদের নানা কীর্তিকলাপ এক সময় শুধুই ছাপাখানা থেকে বের হতো। ধীরে ধীরে রূপালি পর্দায় রাজত্ব বিস্তার করেছে স্ট্যান লি’র তৈরি সুপারহিরোরা। কমিকস আর হলিউড মিলিয়ে বিশ্বব্যাপী শত শত কোটি ডলারের ব্যবসা করছে তারা।

স্ট্যান লি’র পুরো নাম স্ট্যানলি মার্টিন লাইবার। ব্রুস লি’র সঙ্গে এই লি’র একটি জায়গায় মিল আছে। দুজনই কর্মক্ষেত্রে নিজেদের নামে কিছুটা অদল-বদল করেছিলেন। বাবা-মায়ের দেওয়া নাম বদলের পর মার্শাল আর্টের গুরু ও বিখ্যাত মুভি স্টার হিসেবে ‘ব্রুস লি’ নামটিই পরিচিতি পায়। ব্রুসের পরিবার প্রদত্ত নামটি বেশ বড়সড় ও কিছুটা কাঠখোট্টা। ঠিক সেভাবেই স্ট্যানলি হয়ে যায় স্ট্যান লি। পরিবর্তিত নামে এতটাই জনপ্রিয়তা পেয়ে যান মার্ভেল কমিকসের এই কর্তা যে, শেষমেষ আইনিভাবে সিদ্ধ করতে হয়েছিল নতুন নামটি। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ১৯২২ সালে আমেরিকায় স্ট্যান লি’র জন্ম। দরিদ্র ইহুদি পরিবারে জন্ম নিয়ে শৈশব থেকেই সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বিরূপ পরিস্থিতিতে লড়ে যাওয়ার সেই প্রত্যয় থেকেই হয়তো লড়াকু সুপারহিরোদের চরিত্র সৃষ্টিতে উৎসাহী হয়েছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে কমিকস লেখা শুরু করেছিলেন স্ট্যান লি। সেটি ১৯৪১ সালের ঘটনা। বাকিটা ইতিহাস। কাজ শুরুর এক বছরের মাথায় সংশ্লিষ্ট বিভাগের সম্পাদক হয়েছিলেন স্ট্যান লি! শুরুতে যে টাইমলি পাবলিকেশন্সে কাজ জোটাতে গলদঘর্ম হয়েছিল, সেই প্রতিষ্ঠানকে মার্ভেল কমিকসে পরিণত করেন স্ট্যান—যা কিনা কমিক বিশ্বের ধারণাটাই পাল্টে দিয়েছে।

স্ট্যান লি’র সৃষ্ট চরিত্র কত? কমিকবুকের হিসাব অনুযায়ী, সংখ্যাটি শতাধিক। ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জারস, এক্স ম্যান, ব্ল্যাক প্যান্থার, আয়রন ম্যান, ডেয়ারডেভিল, হাল্ক, থর—স্ট্যান লি’র তৈরি সুপারহিরোর তালিকা বেশ লম্বা। শুধু হিরো নয়, আলোচিত অনেক ভিলেন চরিত্রও তৈরি করেছেন তিনি। এক কথায়, গত শতাব্দীর ষাট, সত্তর ও আশির দশকের কমিক জগতের বেশির ভাগ চরিত্রকেই ফুটিয়ে কালি ও কলমে ফুটিয়ে তুলেছেন এই ব্যক্তি। আর তাতে আলোকিত হয়েছে শিশুদের শৈশব। এক পর্যায়ে শৈশবের গণ্ডি ছাড়িয়ে তার রচিত কমিকস গেছে বহুদূর। মূলত শিশুদের জগৎ থেকে সব বয়সের মানুষের মধ্যে কমিকসকে জনপ্রিয় করে তোলার নেপথ্যের কারিগর লি। তবে কমিক লেখা শুরুর পর থেকেই যে লি’র জীবন প্রাপ্তিতে ভরে গেছে, তা কিন্তু নয়। হোঁচট খেতে হয়েছে অনেকবার। সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন বয়স চল্লিশের কোঠায় আসার পর। ততদিনে ২০ বছর ধরে কমিক লেখার অভিজ্ঞতা হয়ে গেছে তাঁর। এতেই তাঁর মনে হচ্ছিল, কমিক লেখার জন্য বয়সটা বড্ড বেশি হয়ে গেছে! ঠিক সেই সময়ই পাশে পেয়েছিলেন স্ত্রী জোয়ানকে। সহধর্মিণী বলেছিলেন, কমিক লেখার ক্ষেত্রে লি যেন নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন। তাতেই যেন সঠিক পথের দিশা খুঁজে পান লি। লিখে ফেললেন নতুন ধারার কমিকস ফ্যান্টাস্টিক ফোর। ১৯৬১ সালের এই ঘটনাই তৎকালীন বাজারের অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ডিসি কমিকসের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করে মার্ভেলকে। বদলে যায় লি’র জীবন। বদলে যায় পুরো কমিক শিল্প।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসি কমিকস সেই সময় বাজারে এনেছিল ব্যাটম্যান, সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যান—এই তিনটি চরিত্র। এগুলোর ব্যবসাও ছিল মার মার কাট কাট। টিকে থাকতে হলো এর জবাব দিতেই হতো তৎকালীন টাইমলি পাবলিকেশন্স তথা মার্ভেলকে। স্ট্যান লি ঠিক সেই কাজটিই করেছিলেন। আর তাতেই কেল্লা ফতে!

ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট বলছে, লি তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন কমিকসের স্বর্ণালী যুগে। মার্ভেল যখন প্রতিষ্ঠা করেছিলেন তিনি, তখন কমিকসে ছিল কিছুটা ভাটার টান। কিন্তু নতুন নতুন সুপারহিরোদের আর্বিভাব ঘটিয়ে লি সৃষ্টি করেন ‘মার্ভেল এজ অব কমিকস’। এর তোড়ে এখন তো প্রায় ভেসেই গেছে ডিসি কমিকস! আয়ের দিক থেকে ব্যাটম্যান-সুপারম্যানদের ছাড়িয়ে গেছে অ্যাভেঞ্জারস-আয়রন ম্যানরা। শুধু সিনেমা বানিয়েই এ যাবত বিশ্বজুড়ে ১৭ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে মার্ভেল। গার্ডিয়ান বলছে, লি’র নিজস্ব সম্পদের পরিমাণ পৌঁছে গেছে ৮০ মিলিয়ন ডলারে। ফোর্বস জানাচ্ছে, এর সঙ্গে ছাপা কমিকস, খেলনা, পোস্টার বিক্রি বাবদ সংখ্যা যুক্ত হওয়ার পর মোট ব্যবসার অঙ্কটি যে আকাশ ছোঁবে—তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্লেষকেরা বলছেন, স্ট্যান লি কখনোই কমিকসের মানের সঙ্গে আপোষ করতেন না। বেশির ভাগ কমিক চরিত্র সৃষ্টির ক্ষেত্রেই অন্য আরও শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। উল্লেখযোগ্য হলেন জ্যাক কারবি, স্টিভ ডিটকো, জন রোমিটা প্রমুখ। তাঁরা সবাই মিলেই প্রতিষ্ঠা করেছেন মার্ভেল কমিকসের একাধিপত্য। কিন্তু স্ট্যান লি এঁদের সবার চেয়ে একটু আলাদা। তিনি শুধু যে কমিকসের বাজার সম্প্রসারণ করেছেন তাই নয়, একইসঙ্গে তৈরি করেছেন কমিকস অনুরাগীদের একটি বিশেষ সম্প্রদায়। পাঠকদের পাওয়া অজস ৶ চিঠির জবাব দেওয়ার চেষ্টা করতেন তিনি। ছিলেন বন্ধুবৎসল। ওই সময় সচরাচর কমিক স্রষ্টাদের দেখা পেতেন না পাঠকেরা। কিন্তু স্ট্যান লি ছিলেন ব্যতিক্রম। পাঠকদের কাছে নিজেকে পৌঁছে দিয়েছিলেন তিনি! প্রশ্ন আসতেই পারে, কেন এত জনপ্রিয়তা পেয়েছিল স্ট্যান লি’র সৃষ্টি? আদতে তিনিই প্রথম এমন সুপারহিরো তৈরি করেছিলেন, যাদের জীবন সাধারণ মানুষের মতো সমস্যায় জর্জরিত। সিএনএন বলছে, স্ট্যান লি’র সুপারহিরোরা সবাই এক সময় সাধারণ ছিলেন, পরে অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে অসাধারণ হয়েছেন। এই সুপারহিরোরা শুধু পেশিশক্তির অধিকারী নয়, এদের ঘটে বুদ্ধিও আছে। স্ট্যানের এক্স ম্যান ও ব্ল্যাক প্যান্থার সিরিজে উঠে এসেছিল বৈষম্য ও তার বিরুদ্ধে লড়ার গল্প। আয়রন ম্যানে আবার দেখা যায় পুঁজিবাদ ও অস্ত্র ব্যবসার সখ্যতা। ক্যাপ্টেন আমেরিকা আবার দেশাত্মবোধকে প্রাধান্য দিয়েছে। এবার আপনিই বলুন, স্ট্যান লি’র সুপারহিরোদের আশপাশের বাস্তব ঘটনার সঙ্গে মেলাতে কারও কি অসুবিধে হওয়ার কথা?

পুরো কমিক শিল্পকে আমূল বদলে দেওয়া এই স্ট্যান লি গত সোমবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। কিন্তু বয়সের এই হিসাব, মার্ভেল অধিকর্তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পূর্বাভাস দেয় না। উল্টো আরও কিছুদিন তাঁর ছায়ায় থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করে। ৭০ বছর ধরে স্ট্যানের জীবনসঙ্গী ছিলেন জোয়ান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, গত গ্রীষ্মে স্ত্রীর মৃত্যুর পর থেকেই শারীরিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন সুপারহিরোদের জনক। আর গত কয়েকবছর ধরেই চোখে প্রায় কিছুই দেখতেন না তিনি। ২০১৬ সালে রেডিও টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে লি জানিয়েছিলেন নিজের আক্ষেপের কথা। বলেছিলেন, বই পড়াটা বড্ড মিস করছেন তিনি!

শেষ করছি স্ট্যান লি’র একটি কথা দিয়ে। আচ্ছা, সবচেয়ে বড় ক্ষমতা বা সুপারপাওয়ার কি? স্ট্যানের মতে, ভাগ্য। তাঁর জবানিতে, ‘কারণ, যদি আপনার সঙ্গে সৌভাগ্য থাকে, তখন সব আপনার মন মতোই হবে।’

অবশ্য বাবাকে হারিয়ে সন্তানদের (সুপারহিরো) যে দুর্ভাগ্য বরণ করে নিতে হয়েছে, তা নিশ্চিত। আয়রন ম্যানেরা এবার বক্স অফিসে কোনো তালগোল না পাকালেই হয়! তখন কিন্তু ‘মার্ভেলাস’ স্ট্যান লি’কে বড্ড মনে পড়বে।
Offer Source: Plz, click here to show
Offer Id: 604
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: রাখিকে তুলে আছাড় মারল কে?

Offer Details: রাখি সাওয়ান্ত আইটেম গার্ল হিসেবে পরিচিত। তবে শুধু ক্যামেরার সামনেই নয়, নানা ধরনের মঞ্চে নাচ করেন তিনি। সম্প্রতি ঝুঁকিপূর্ণ এক মঞ্চে নাচ করতে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হয়েছেন এই বলিউড আইটেম গার্ল। তাঁকে তুলে আছাড় মেরেছেন একজন নারী রেসলার। আহত রাখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার ভারতের পঞ্চকুলা শহরের তাউ দেবীলাল স্টেডিয়ামে এক রেসলিং রিংয়ে নাচ করতে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। নাচ করার ফাঁকে এক নারী রেসলার এগিয়ে এসে তাঁকে মারপিটের আমন্ত্রণ জানান। রাখি বলেন, ‘আমি একজন নৃত্যশিল্পী, পারলে নাচে আমাকে হারাও।’ এরপর দুজনেই নাচ শুরু করেন। অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়ে যায়। একসময় নারী রেসলার রাখিকে দুহাতে ওপরে তুলে মেঝেতে আছাড় দেন। তারপর রাখিকে দুই পায়ের ফাঁকে রেখে নাচতে শুরু করেন ওই রেসলার। ওই সময় রাখি নিস্তব্ধ হয়ে পড়ে ছিলেন। মারাত্মক আহত রাখি সাওয়ান্তকে জিরাকপুর হাসপাতালে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, রাখির অবস্থা স্থিতিশীল। তবে তিনি মেরুদণ্ডে খুব ব্যথা পেয়েছেন। জানিয়েছেন, পাকস্থলীতেও ব্যথা রয়েছে তাঁর। এ বিষয়ে মুখ খুলছেন না ওই রেসলিংয়ের আয়োজকেরা। এর আগে বলিউড তারকা তনুশ্রী দত্তকে মিথ্যাবাদী বলে খবরের শিরোনাম হন রাখি সাওয়ান্ত। ২০০৮ সালে বলিউড অভিনেতা নানা পাটেকরের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তনুশ্রী। সম্প্রতি সেই ঘটনা প্রকাশের মাধ্যমে ভারতে #মি টু আন্দোলনের সূচনা করেন তিনি। সে প্রসঙ্গে রাখি বলেছিলেন, নানা পাটেকরের ব্যাপারে তনুশ্রী দত্ত মিথ্যা বলেছেন। ঘটনা সত্য হলে তা এত দিন পর কেন প্রকাশ করলেন তিনি। জবাবে রাখির বিরুদ্ধে মানহানির মামলা করেন তনুশ্রী দত্ত। ট্রিবিউন ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস
Offer Source: Plz, click here to show
Offer Id: 601
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: স্পাইডারম্যান-আয়রনম্যান স্রষ্টা স্ট্যান লি আর নেই

Offer Details: য়রনম্যান, স্পাইডারম্যান ও ব্ল্যাক প্যানথারসহ কালজয়ী সব কমিক্সের স্রষ্টা স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৯৫ বছর। স্ট্যান লি’র পারিবারিক আইনজীবী বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই আইনজীবী বলেন, স্থানীয় সময় সোমবার সকালে লস অঞ্জেলসের সিডার্স সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি। স্ট্যান লি দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পৃথিবী বিখ্যাত স্পাইডারম্যান, এক্স ম্যান, হাল্ক, আয়রনম্যান, ব্ল্যাকপ্যানথারসহ ও ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের অন্যতম স্রষ্টা এই মার্কিন কমিক্স লেখক। মার্ভেল কমিক্সের সাবেক প্রেসিডেন্টও ছিলেন লি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 595
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: ABROAD
Offer Title: সালমানকে পেছনে ফেলে আমিরের রেকর্ড

Offer Details: মুক্তির প্রথম দিনে বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে বিগ বাজেটের সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’। প্রথম দিনেই সিনেমাটি গড়েছে অনন্য রেকর্ড। প্রথমদিনে বক্স অফিসে সিনেমাটি মোট আয় ৫২ কোটি ২৫ লাখ রুপি। বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে এটিই সর্বোচ্চ আয়। এরফলে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘প্রেম রতন ধন পাও’ সিনেমার রেকর্ড ভেঙ্গে দিলো আমির খান অভিনীত সিনেমাটি। সালমানের সিনেমাটি প্রথমদিনের আয় ছিলো ৩৯ কোটি ৩২ লাখ রুপি। এছাড়াও ‘বাহুবলী টু’র (হিন্দি) ৪০ কোটি ৭৩ লাখ রুপি আয়ের রেকর্ড টপকে গেছে ‘থাগস অব হিন্দুস্থান’। যদিও মুক্তি পর সিনেমাটি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। তবে সিনেমাটির সাফল্য অনেকাংশে নির্ভর করছে দ্বিতীয় দিনের আয়ের উপর। কারণ প্রথম দিনের আয়ের বেশিরভাগ অর্থই এসেছিল অগ্রিম টিকেট বুকিং থেকে। ‘থাগস অব হিন্দুস্থান’ হিন্দি ভার্সন থেকে আয় করেছে ৫০ কোটি ৭৫ লাখ রুপি ও তামিল ও তেলেগু ভার্সনে মোট আয় ১ কোটি ৫০ লাখ রুপি। বিজয় কৃষ্ণা পরিচালিত বছরের অন্যতম আলোচিত সিনেমাটি দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার (৮ নভেম্বর) মুক্তি পায়। বিগ বাজেটের মেগা অ্যাকশন সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’ প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেলো বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও মি. পারফেক্টশনিস্ট আমির খানকে। আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।
Offer Source: Plz, click here to show
Offer Id: 593
Company Name: Selltoearn.com
Contact No.: 01823660266
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Entertainment/Recreation
Location: DHAKA
Offer Title: ১৬ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘মিস্টার বাংলাদেশ’

Offer Details:

একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ। এই স্লোগানকে সামনে রেখে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ৫ নভেম্বর সন্ধ্যায়। ৩ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে উঠে এসেছে বাংলাদেশের কালো এক অধ্যায়ের গল্প! অবশ্যই সিনেমাটিক ভঙ্গিতে। ট্রেলারটির শুরু আল-কোরানের বাণী দিয়ে! সুরা আল মায়িদাহ থেকে উদ্ধৃতি করা হয়েছে ‘যে একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো এবং যে একজন নিরপরাধ ব্যক্তির জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতীকেই রক্ষা করলো।’ নির্মাতার ভাষ্য, আল-কোরানের এই আয়াতটুকুর মধ্যেই লুকিয়ে আছে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মূল ভাব। সিনেমার মূল বিষয় জঙ্গীবাদ। জঙ্গীবাদের আস্ফালনে বিশ্বের বিভিন্ন দেশ আজ ঢুঁকরে মরছে। বিপন্ন হচ্ছে বিশ্ব মানবতা। ধর্মের নামে উগ্রবাদীতার ফলে বহু দেশ আজ নাজুক। জঙ্গীবাদের এমন ভয়ঙ্কর চর্চা স্পর্শ করে গেছে বাংলাদেশকেও। দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে বোমা বিস্ফোরণ, রমনা বটমূলে বোমা হামলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আঘাতসহ সর্বশেষ রাজধানীর হলি আর্টিজানে ভয়ঙ্কর হামলার ঘটনা বাঙালির হৃদয়ে ক্ষতচিহ্ন এঁকে দিয়ে গেছে। আর এসব ক্ষতাক্ত ঘটনায় যেন উঠে এসেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে। টুকরো টুকরো ‍দৃশ্যে এমনটাই দেখা গেছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবির ট্রেলারে। যেখানে দেখা যায় একজন বলছেন, ‘এই দেশে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করাই হবে আমাদের জিহাদি রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য।’ ধর্মের কথা বলে অসংখ্য সরল যুবাদের জড়ো করা হয়। তরুণদের উদ্বুদ্ধ করা হয় জান্নাতের প্রলোভন দেখিয়ে। ‘ওই দেখ জান্নাত’! মস্তিস্ক এমন ভাবে ধুলাই করা হয় যেন মুহূর্তেই নিজের জীবন বিলিয়ে দেয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন নওজুয়ানরা। মিশনে যাওয়ার সময় তাই একজন আরেকজনের কাছ থেকে বিদায় নেন এই বলে যে, জান্নাতে দেখা হবে! কাদের জীবন দেখানো হয়েছে সিনেমায়? কারা জঙ্গীবাদীর পথ বেছে নেন? কিসের উদ্দেশ্যে ধর্মের নামে অরাজকতা তৈরি করেন তারা? আর কাদেরকে উদ্দেশ্য করেই বা সুরা মায়িদাহ’র উদাহরণ টানা হয়েছে ‘মিস্টার বাংলাদেশ’ ছবিতে? ইসলাম কি ধর্মের নামে মানব হত্যাকে সমর্থন করে? ইসলাম কি জঙ্গীবাদের শিক্ষা দেয়?-আর এসব অসংখ্য প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমায়। এমনটাই বলছিলেন ছবির প্রযোজক ও অভিনেতা খিজির হায়াত খান। আর তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। কারণ এদিন মহাসমারোহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার বাংলাদেশ’। দেশের পতাকা বুকে ধারণ করে জঙ্গিবাদ নিমূর্লে নেমেছেন ‘মিস্টার বাংলাদেশ’। প্রেম ভালোবাসা পরিবারের গল্প, নাচ গান, মারামারি সবই ভেসে উঠেছে এই ট্রেলারে। ‘মিস্টার বাংলাদেশ’ পরিচালনা করছেন আবু আকতারুল ইমান। ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন নির্মাতা খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। ছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লাক্স তারকা শানু, টাইগার রবি, মেরিয়ান, শামীম আহসান সরকার প্রমুখ।
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন