Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 327
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: GAZIPUR
Offer Title: গাজীপুর শহরে ভিক্ষাবৃত্তি বাড়ছে

Offer Details: গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি বাড়ছে। সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন কর্মসূচি না থাকায় ভিক্ষুকের ভিক্ষাবৃত্তি জাতীয় জীবনে অন্তরায় হিসেবে দাঁড়িয়েছে। শহরের সরকারি বেসরকারি অফিসের বারান্দা, রাস্তা, মসজিদ ও দোকান সহ এমন কোন জায়গা নেই যেখানে ভিক্ষুক দেখা যায় না। অন্ধ, পঙ্গু, বোবা, রুগ্ন এবং বিভিন্ন ধরণের ভিক্ষুক দেখা যায়। তারা ভিক্ষা করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি, চিৎকার, গান, ছলনা, প্রতারণা ও প্রবঞ্চনার আশ্রয় নেয়। জীবন যতই কঠিন হচ্ছে ভিক্ষুকের ভিক্ষাবৃত্তির ধরণ ততই পাল্টাচ্ছে। এদের মধ্যে প্রকৃত ভিক্ষুক, কৃত্রিমভাবে সৃষ্ট ভিক্ষুক, মৌসুমী ভিক্ষুক, উত্তরাধিকারী ভিক্ষুক, অভাবী ভিক্ষুক, কর্মবিমূখ ভিক্ষুক ও ব্যবসায়ী ভিক্ষুক সহ বহু ধরণের ভিক্ষুক দেখা যায়।

গাজীপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত ভিক্ষুক জনবহুল এলাকায় ভিক্ষার জন্য অর্থ প্রার্থনা করছে। ভিক্ষা করে জীবনধারণ করতে সাহায্য চাওয়ার ঘটনায় সাধারন মানুষ বিরক্ত হতে দেখা গেছে। বিনা পরিশ্রমে মানুষের করুণা ও দয়া হাত পেতে গ্রহণ করে জীবিকা অর্জণ যেন পেশায় পরিণত হয়েছে। বিভিন্ন সরকারী অফিসের বারান্দায় ও অফিসের প্রবেশ পথে, মসজিদের সামনে এবং চায়ের ষ্ট্রল বা দোকানের আশপাশে ভিক্ষুকরা সাহায্য প্রার্থনা করছেন। গাজীপুর শহরের রেলক্রসিংয়ের যানজটে আটকে থাকা প্রাইভেটকার ও রিক্সায় ভিক্ষা করতে দেখা যায় অনেক ভিক্ষুকদের। নাছরবান্দা এসব ভিক্ষুকদের পীড়াপিঁড়িতে মানুষ বিরক্ত। তবে জেলায় কি পরিমান ভিক্ষুক আছে এ তথ্য গুলো সরকারি সংস্থার কাছে নেই।

গত শুক্রবার গাজীপুর সিটি কর্পোরেশন মসজিদে জুমার নামাজের পর প্রায় অর্ধশত ভিক্ষুককে মসজিদের সামনে ভিক্ষুকরা সাহায্য প্রার্থনা করতে দেখা গেছে। নারী, শিশু ও বয়স্ক দু:স্থ্য মানুষদের ভিক্ষার জন্য হাত বাড়িয়ে রাখকে দেখা গেছে। এদের মধ্যে পঙ্গু ও রোগাক্রান্ত অসহায় মানুষরাও মুসল্লিদের কাছে সাহায্য প্রার্থনা করছেন। নামাজ শেষে কথা হয় গাজীপুর শহরের বাসিন্দা জিল্লুর রহমানের সাথে। তিনি বলেন, ইদানিং গাজীপুর শহরে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে। ভিক্ষুককে সাহায্য দেয়ার জন্য পকেটে হাত দিলে মূহুর্তেই আশপাশ থেকে ভিক্ষুকরা ঝড়ো হয়। এটি একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, ভিক্ষাভিত্তি বন্ধ করতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম চালু করা দরকার বলে মত দেন তিনি। সিটি কর্পোরেশন মসজিদের ইমাম আলহাজ্ব মাও: কাউসার আহমাদ হাবিবী জানান, ধর্মীয় দৃষ্টিতে ভিক্ষাবৃত্তি নিষেদ। এটি সন্মানের পেশা নয়। সুজন গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক এবিষয়ে বলেন, দরিদ্র মানুষরা ভিক্ষা করে। তবে কিছু মানুষ অতিরিক্ত আয় রোজগারের জন্যও ভিক্ষাবৃত্তি করে থাকে। মসজিদে আসা ধনীরা সোয়াবের আশায় দান করে থাকেন। আদালত চত্তরে অনেক ভিক্ষুক দেখা যায়, বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার আসায় মুক্তহস্তে ভিক্ষুকদের দান করে থাকেন। হাত পেতে ভিক্ষা নেয়া সন্মানের পেশা নয়। ভিক্ষাবৃত্তি বন্ধে মসজিদের ইমাম কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা সচেতনতা সৃষ্টি করতে বয়ান করতে পারেন। এছাড়া ভিক্ষাবৃত্তির কুফল তুলে ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রচারনা চালাতে পারে। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জেলা সমাজসেবা বিভাগকে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জরিপ কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছেন। একই সাথে গাজীপুর জেলাকে ভিক্ষুকমুক্ত করার পদক্ষেপ হিসেবে মসজিদকেন্দ্রিক প্রচারণা চালাতে এবং বাস্তবায়নে গুরুত¦সহকারে কার্যকর ভুমিকা রাখতে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ পরিচালককে দায়িত্ব দিয়েছেন। জেলা প্রশাসন সুত্র জানায়, গাজীপুরকে ভিক্ষুকমুক্ত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ পরিচালক মো: মহিউদ্দিন গাজীপুরে ভিক্ষাবৃত্তি বেড়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহীত করতে জেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বলা হয়েছে। তবে ফান্ড না থাকায় মসজিদে মসজিদে ব্যানার ও লিফলেট দেওয়া সম্ভব হচ্ছে না। গাজীপুর সমাজসেবা উপ পরিচালক শঙ্কর সরণ সাহা এ প্রতিবেদককে বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার এরকম কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। ইউনিয়ন পরিষদ জরিপ করার কথা। খোঁজ নিয়ে এবিষয়ে পরে আপনাকে জানাতে পারবো।
Offer Source: Plz, click here to show
Offer Id: 324
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: ইসলাম পরিবারের দিকে কোন দৃষ্টিতে দেখে? পুরুষ, নারী ও শিশুদের ভূমিকাকে কিভাবে দেখে?

Offer Details: ইসলামে পরিবার গঠন, নিয়ন্ত্রণ ও সংরক্ষণ সম্পর্কে জানার আগে আসুন আমরা একটু জেনে নিই ইসলাম পূর্ব যুগে পরিবার ব্যবস্থা কেমন ছিল এবং আধুনিক পাশ্চাত্যে পরিবার ব্যবস্থা কেমন?

ইসলাম পূর্বযুগে পরিবার ব্যবস্থা অত্যাচার ও অবিচারের উপর প্রতিষ্ঠিত ছিল। সেখানে সব অধিকার ছিল পুরুষদের। আরেকটু বিশুদ্ধভাবে বললে: সব অধিকার ছিল প্রাপ্ত বয়স্ক পুরুষদের। স্ত্রী কিংবা মেয়ে ছিল অত্যাচারিত ও লাঞ্ছিত। এর উদাহরণ হচ্ছে- যদি কোন পুরুষ তার স্ত্রীকে জীবিত রেখে মারা যেত তখন এ স্বামীর অন্য স্ত্রীর সন্তানেরা এ নারীকে বিয়ে করতে পারত এবং এ নারীর উপর ক্ষমতা প্রয়োগ করতে পারত কিংবা এ নারীকে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে বাধা দিতে পারত। শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক পুরুষেরা উত্তরাধিকার সম্পত্তি পেত; নারী ও শিশুরা কোন অংশ পেত না। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ছিল দুর্নাম ও অবমাননাকর; সে নারী মা হোক, মেয়ে হোক, কিংবা বোন হোক। কারণ নারীরা বন্দি হওয়ার সম্ভাবনা থাকত। কোন নারী বন্দি হলে সেটা ছিল তার পরিবারের জন্য দুর্নাম ও অবমাননাকর। এ কারণে মানুষ তার দুগ্ধপোষ্য মেয়ে শিশুকে জীবন্ত কবর দিত। আল্লাহ্‌ তাআলা এ প্রসঙ্গে বলেন: “তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মানসিক যন্ত্রণায় ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেয়া হয়, তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে হীনতা সত্ত্বেও কি তাকে রেখে দেবে, নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান! তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট!”[সূরা নাহল, আয়াত: ৫৮]

বৃহৎ অর্থে পরিবার বলতে বুঝাত- গোত্র; এ গোত্র গড়ে উঠত একের উপর অন্যে বিজয় লাভ করার মাধ্যমে; এমনকি সে বিজয় অন্যায়ভাবে হলেও। ইসলাম আগমন করার পর এসব অন্যায়কে মুছে দিয়ে ন্যায়ের ভিত্তি স্থাপন করে। প্রত্যেককে তার প্রাপ্য অধিকার প্রদান করে। এমন কি দুগ্ধপোষ্য শিশুকে তার অধিকার প্রদান করে। অকালপ্রসূত ভ্রূণের অধিকারও নিশ্চিত করে; ভ্রূণের প্রতি সম্মানপ্রদর্শন ও ভ্রুণের জানাযার নামায আদায় করার মাধ্যমে।

বর্তমানে কেউ যদি পাশ্চাত্যের পরিবারগুলোর দিকে নজর দেয় তাহলে দেখবে পাবে পরিবারগুলোর অবস্থা নড়বড়ে ও নাজুক। পিতামাতা সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। না চিন্তার জগতে, আর না চারিত্রিক ক্ষেত্রে। ছেলে: সে যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তাই করবে। অনুরূপ অবস্থা মেয়ের ক্ষেত্রেও। স্বাধীনতা ও অধিকারের নামে মেয়ে যার সাথে ইচ্ছা তার সাথে আড্ডা দিবে, যার সাথে ইচ্ছা তার সাথে ঘুমাবে। ফলাফল কী? ফলাফল হচ্ছে- নড়বড়ে পরিবার, বিয়ে বহির্ভূত শিশুদের জন্ম, (বয়স্ক) পিতামাতার সেবাযত্মহীন জীবনযাপন। জনৈক জ্ঞানী লোক বলেছেন: যদি আপনি এ সমাজের আসল চিত্র দেখতে চান তাহলে জেলখানায় গিয়ে দেখুন, হাসপাতালে যান , কিংবা ওল্ড হোমগুলো ভিজিট করুন। সন্তানেরা তাদের পিতামাতাকে উৎসব ও উপলক্ষ ছাড়া চিনে না।

দেখা যাচ্ছে, অমুসলিমদের কাছে পরিবার প্রথা ভগ্নপ্রায়। ইসলাম আগমন করার পর পরিবারের ভিত মজবুত করা, পরিবারকে ক্ষতিকারক সবকিছু থেকে হেফাযত করা এবং পারিবারিক বন্ধনকে মজবুত রাখার ওপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। এর সাথে পরিবারের প্রত্যেক সদস্যকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে:

ইসলাম নারীকে মা হিসেবে, মেয়ে হিসেবে, বোন হিসেবে মর্যাদাবান করেছে। মা হিসেবে নারীকে মর্যাদাবান করেছে। দলিল হচ্ছে আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: “এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলল: ইয়া রাসূলুল্লাহ্‌! আমার সদ্ব্যবহার পাওয়ার বেশি অধিকার কার? তিনি বললেন: তোমার মায়ের। লোকটি বলল: এরপর কার? তিনি বললেন: তোমার মায়ের। লোকটি বলল: এরপর কার? তিনি বললেন: তোমার মায়ের। লোকটি বলল: এরপর কার? তিনি বললেন: তোমার পিতার।”[সহিহ বুখারী (৫৬২৬) ও সহিহ মুসলিম (২৫৪৮)]

ইসলাম মেয়ে হিসেবেও নারীকে সম্মানিত করেছে: আবু সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তির তিনজন মেয়ে, কিংবা তিনজন বোন কিংবা দুইজন মেয়ে বা দুইজন বোন রয়েছে, সে যদি এদের সাথে ভাল ব্যবহার করে এবং এদের ব্যাপারে আল্লাহ্‌কে ভয় করে চলে সে জান্নাতে প্রবেশ করবে।”[সহিহ ইবনে হিব্বান (২/১৯০)]

ইসলাম স্ত্রী হিসেবেও নারীকে সম্মানিত করেছে: আয়েশা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম।”[সুনানে তিরমিযি (৩৮৯৫), ইমাম তিরমিযি হাদিসটিকে হাসান বলেছেন]

ইসলাম নারীকে মিরাছ ও অন্যান্য অধিকার প্রদান করেছে। ইসলাম অনেক বিষয়ে নারীকে পুরুষের সমান অধিকার দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “নারীরা পুরুষদের মত (আখলাক ও প্রকৃতির ক্ষেত্রে)”।[সুনানে আবু দাউদ (২৩৬) কর্তৃক আয়েশা (রাঃ) এর হাদিস, আলবানী সহিহ আবু দাউদ গ্রন্থে (২১৬) হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন]

ইসলাম নারীর ব্যাপারে ওসিয়ত করেছে, নারীকে স্বামী নির্বাচন করার স্বাধীনতা দিয়েছে। সন্তান প্রতিপালনের মত একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের বড় অংশ নারীর উপর অর্পন করেছে।

ইসলাম পিতামাতার ওপর সন্তান লালনপালনের গুরু দায়িত্ব আরোপ করেছেন:

আব্দুল্লাহ্‌ বিন উমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন যে, “তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। শাসক দায়িত্বশীল; তাকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। পুরুষ তার পরিবারে দায়িত্বশীল; তাকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। স্ত্রী তার স্বামীর ঘরের দায়িত্বশীল। তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কাজের লোক তার মালিকের সম্পদের দায়িত্বশীল। তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন: আমি এ কথাগুলো রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি।[সহিহ বুখারী (৮৫৩) ও সহিহ মুসলিম (১৮২৯)]

ইসলাম পিতা-মাতাকে শ্রদ্ধা ও সম্মান করা, তাদের সেবাযত্ম করা এবং মৃত্যু অবধি তাদের আনুগত্য করার নীতি প্রতিষ্ঠা করার প্রয়াশ চালিয়েছে। আল্লাহ্‌ তাআলা বলেন: “আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানসূচক কথা বল।”[সূরা বনী ইসরাইল, আয়াত: ২৩]

ইসলাম পরিবারের ইজ্জত, সম্মান, পুতঃপবিত্রতা ও বংশ ধারা সুরক্ষা করেছে। ইসলাম বিয়ে করার প্রতি উৎসাহ জাগিয়েছে। কিন্তু, নারী-পুরুষের অবাধ মেলামেশাতে বাধা দিয়েছে। ইসলাম পরিবারের প্রত্যেক সদস্যকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। পিতা-মাতার দায়িত্ব হচ্ছে— লালনপালন, ইসলামী প্রতিপালন। সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতামাতার কথা শুনা ও আনুগত্য করা এবং ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে পিতামাতার অধিকারগুলো সংরক্ষণ করা। ইসলামে পারিবারিক এ মজবুতির সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে ইসলামের শত্রুদের সাক্ষ্যবাণী।

আল্লাহ্‌ই ভাল জানেন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 323
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: রাজধানীসহ সারা দেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯

Offer Details: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ নয়জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধে রাজধানীর মিরপুরে একজন, কুমিল্লায় দুজন, পিরোজপুরে দুজন, সাতক্ষীরায় দুজন, চাদঁপুরের ফরিদগঞ্জে একজন, ঝিনাইদহে একজন, নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজধানী : মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী। রূপনগর থানার এসআই মিজানুর জানান, রূপনগরে সরকারী কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে মাদক কেনাবেচা হচ্ছে-এমন খবর পেয়ে ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল দিবাগত রাত ৩টার দিকে সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। ডিবিও পাল্টা গুলি চালালে একপর্যায়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ হাজার পিস ইয়াবা ও ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে। কুমিল্লা : কুমিল্লায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক (দোলন) ভূইয়া (৩৫) এবং নুরু নামের (৫৫) দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী। রোববার দিবাগত রাতে জেলার দেবিদ্বার উপজেলা পশ্চিম ভিংলাবাড়ি এবং সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা এলাকায় এ দুটি ঘটনা ঘটে। দেবিদ্বারে নিহত দোলন উপজেলার ভিংলাবাড়ি (মির্জানগর) গ্রামের মৃত আবদুল্লাহ ভূইয়ার ছেলে এবং সদর দক্ষিণে নিহত নুরু উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে। দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে পুলিশের একটি দল উপজেলার পশ্চিম ভিংলাবাড়ি এলাকায় গোমতী বাঁধে অবস্থান নেয়। সেখানে মাদক ব্যবসায়ী দোলনসহ তার সহযোগীরা পৌঁছলে তাদের আটকের চেষ্টা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী দোলনসহ তার ওপর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ২৩ রাউন্ড শাটগানের গুলি চালায়। এতে দোলন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দোলনের মৃত্যু হয়। ওই অভিযানে এসআই যুবরাজ বিশ্বাস, পুলিশ সদস্য গনেশ, মনির ও রাজ্জাক আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান, ১০ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা। নিহত দোলনের বিরুদ্ধে দেবিদ্বার ও মুরাদনগর থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। অপর দিকে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানকালে উপজেলার সীমান্তবর্তী গলিয়ারা এলাকায় মাদক ব্যবসায়ী নুরু ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় নুরু। তাকে গুরুতর আবস্থায় উদ্ধারের পর কুমেক হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন। এসময় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। নিহত নুরু স্বরাস্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ১১টি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানান ওসি। পিরোজপুর: পিরোজপুরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ওহিদুজ্জামান (৩৫) ও মিজানুর রহমান (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত মাদক ব্যবসায়ী ওহিদুজ্জামান নেছারাবাদ উপজেলার দক্ষিণ কৌরিখাড়া গ্রামের মৃত আ. রহমানের ছেলে । পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, রোববার দুপুরে পিরোজপুর পৌরসভার উত্তর কৃষ্ণ নগর এলাকা থেকে ওহিদুজ্জামানকে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। তার দেয়া তথ্যানুযায়ী রাত পৌনে ১টার দিকে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের টোনা ব্রিজ সংলগ্ন কৈবর্তখালী গ্রামে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে ওহিদুজ্জামানের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এসময় অহিদুজ্জামানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তারা। পরে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী ওহিদুজ্জামান পালাতে গেলে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এসময় ডিবি পুলিশের এএসআই আল-আমিন ও ডিবি পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান আহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, দুটি বগি দা, ১৭৫টি ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, রোববার দিবাগত রাতে মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া গ্রামের হাওলাদার বাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রাত পৌনে ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন, উপপরিদর্শক নজরুল ইসলাম, তসলিমুর রহমান ও নূর আমিন, সহকারী উপপরিদর্শক ইয়ার আলী ও আবুল হাসান আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, ৫৫ পিচ ইয়াবা বড়ি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। মিজানুর রহমানের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের ছয়টি মামলা রয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরার বাঁকালে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী। মাদক ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে গোলাগুলি করে নিহত হয়েছে ওই দুজন। সোমবার ভোরে সাতক্ষীরা ভোমরা সড়কের বাঁকালের আগুনপুর গ্রামে রাস্তার পাশ থেকে ওই লাশ দুটি উদ্ধার করে পুলিশ। সদর থানার উপপরিদর্শক প্রবীর কুমার দাস জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ দুটির দেহে একটি করে গুলির চিহ্ন রয়েছে। তাদের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাত্র ১০ গজের ব্যবধানে পড়ে থাকা লাশ দুটির পরিচয় জানাতে পারেনি কেউ। তিনি বলেন, পাশেই পাওয়া গেছে একটি ওয়ান শুটারগান ও ১০৫ বোতল ফেনসিডিল। এ ছাড়া মদের খালি বোতলও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মাদকের ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিজেদের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে দুজন নিহত হন। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পিচ্চি হান্নানের সহযোগী ও শীর্ষ মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশা ওরফে লাল বাদশা (৪৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বৈচাতরী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বাদশা একই উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদ ছৈয়ালের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ৭টি, চাঁদপুর সদরে ২টি, চট্টগ্রামে ১টিসহ ১০টি মাদক মামলা রয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে লাল বাদশাকে তার বাড়ির সামনে থেকে মাদক বিক্রির সময় ১১১ পিছ ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে পুলিশের একটি দল অভিযানে বের হয়। গুপ্টি ইউনিয়নের চাঁদপুর সেচ প্রকল্প বাঁধেরর বৈচাতরী এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় আবু সাঈদ ওরফে লাল বাদশা। আহত অবস্থায় তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ নিহতের কাছ থেকে ১১১ পিছ ইয়াবা এবং ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৩টি ককটেল, ৪ রাউন্ডগুলি উদ্ধার করে। ঘটনার সময় পুলিশের এএসআই বাবুল, সুমন, সুমন চৌধুরী, কনস্টেবল আশরাফ ও দেলোয়ার আহত হন। ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১টার দিকে উপজেলার জাড়গ্রামের শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলা শহরের পাগলাকানাই সড়কের মৃত মোহম্মদ আলীর ছেলে ফারুক আহম্মেদ বলে দাবি করেছে তার ছোট ভাই ফরিদ আহম্মেদ। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে নিহতের এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ। তিনি বলেছেন, রাতে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে যায় এবং রাতেই নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি দাবি করেন, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,ম্যাগজিনসহ ২ রাউন্ড গুলি, আধা কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 297
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: MAULVIBAZAR
Offer Title: ভাত দিতে দেরি করায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

Offer Details: মৌলভীবাজারের জুড়ীতে ভাত দিতে দেরি করায় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শনিবার সকাল ১০টায় উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হেনা বেগম (৪০)। অভিযুক্ত যুবকের নাম বকুল মিয়া (২২)। তাঁরা সম্পর্কে সৎভাইবোন। এলাকাবাসী বকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেনা বিয়ের পর থেকেই স্বামী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আলাদা একটি ঘরে থাকেন। বকুল সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের ঘরে গিয়ে ভাত চান। হেনা তাঁকে রান্না এখনো শেষ না হওয়ার কথা জানিয়ে অপেক্ষা করতে বলেন। এতে বকুল ক্ষিপ্ত হন। একপর্যায়ে বকুল ধারালো বঁটি দিয়ে হেনাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হেনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বকুলকে আটক করে বেঁধে রাখেন। অন্যদিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হেনা মারা যান। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গেলে বকুলকে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বকুল বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। ভাত দিতে দেরি করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বকুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে। ওসি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত হেনার চোখ, ঘাড় ও মাথায় একাধিক কোপ দেখা দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Offer Source: Plz, click here to show
Offer Id: 291
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: MADARIPUR
Offer Title: মাদারীপুরে স্ত্রীকে বিক্রি করার চেষ্টা, স্বামী আটক

Offer Details: স্ত্রীকে ভারতে বিক্রির চেষ্টায় অভিযুক্ত নিখিল ব্যাপারী। র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্প, ১১ মে। ছবি: অজয় কুন্ডুস্ত্রীকে
পতিতালয়ে বিক্রির চেষ্টার অভিযোগে মাদারীপুরে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি স্ত্রীকে এর আগেও ভারতের বিহার রাজ্যের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। এবারও তিনি তা-ই করতে যাচ্ছিলেন। অভিযুক্ত ব্যক্তির নাম নিখিল ব্যাপারী (৩৩)। শুক্রবার সকালে তাঁকে মাদারীপুরের কালকিনি উপজেলার একটি বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়ে। তাঁর আটকের বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৮। র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, আট বছর আগে বরিশালের গৌরনদী উপজেলার নিখিল ব্যাপারীর সঙ্গে কালকিনির ওই তরুণীর (২৩) বিয়ে হয়। এক বছর আগে ভারতে বসবাস করার কথা বলে নিখিল কৌশলে স্ত্রীকে ভারতের বিহারের পতিতালয়ে ৮০ হাজার রুপিতে স্থানীয় দালালের কাছে বিক্রি করে দেন। পরে জোরপূর্বক ওই তরুণীর অশ্লীল ভিডিও ধারণ করা হয়। ছয় মাস আগে ওই তরুণী বিহার থেকে পালিয়ে বাংলাদেশে তাঁর স্বামীর বাড়িতে চলে আসেন। এরপর নিখিল বিভিন্ন প্রলোভন ও ধারণ করে রাখা অশ্লীল ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পুনরায় স্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তরুণী বুঝতে পেরে বিষয়টি গোপনে র‍্যাবকে জানান।’ অভিযোগকারী ওই তরুণী বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত। এক বছর আগে ভারতে বসবাসের কথা বলে আমাকে তিনি পতিতাতলয়ে বিক্রি করে দেন। আমি সেখান থেকে পালিয়ে স্বামীর ঘরে আসি। পরে স্বামী ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চায়। কিন্তু বছর না ঘুরতেই তিনি আবার আমাকে একইভাবে বিক্রি করার চেষ্টা করেন।’ র‍্যাব-৮ মাদারীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. তাজুল ইসলাম বলেন, ‘আমরা এক নারী পাচারকারীকে আটক করেছি। আটক আসামি তাঁর স্ত্রী ও এক বাচ্চাকে ভারতে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। এ সংশ্লিষ্ট বিষয়ে আমরা একটি অডিও রেকর্ডও পেয়েছি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করেছেন। এ ব্যাপারে কালকিনি থানায় মামলা প্রক্রিয়াধীন।’
Offer Source: Plz, click here to show
Offer Id: 272
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী

Offer Details: স্বস্তির বৃষ্টি নগরবাসীর কাছে এখন অনেকটাই অস্বস্তিকর হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ দেখা দেয়। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলির কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি জমে যায়। গত বর্ষায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ডিএসসিসির মেয়র আর সংশ্লিষ্ট সংস্থার প্রধানরা এক বছর সময় চেয়ে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৃষ্টির পানি দ্রুত সরাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। এরই মধ্যে খরচ হয়েছে প্রায় হাজার কোটি টাকা। কিন্তু বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই গত কয়েক দিনের সামান্য বৃষ্টির পর রাজধানীর চিহ্নিত এলাকাগুলোতে জলাবদ্ধতা খুব একটা কমতে দেখা যায়নি। গতকাল রবিবার বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলজট ও যানজট লাগে। যদিও গতকাল ছিল সরকারি ছুটির দিন। ৮টার দিকে হঠাৎ অন্ধকার হয়ে যায় চারদিক। সকালকে মনে হয় সন্ধ্যার মতো। এর পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। আবহাওয়া অফিস জানায়, ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৩ কিলোমিটার। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ঢাকায়। এ ছাড়া থেমে থেমে বৃষ্টি হয়েছে বিকেল পর্যন্ত। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়-বৃষ্টির এই প্রবণতা চলবে আরো কয়েক দিন। ঢাকা ওয়াসা ও ঢাকার দুই সিটি করপোরেশন মিলে ড্রেন, নর্দমা নির্মাণ ও খাল পরিষ্কার করার কাজে যে পরিমাণ অর্থ ব্যয় করেছে, সেই পরিমাণ সুফল মেলেনি বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ১০ মিনিটে ১২০ মিটার ড্রেন পরিষ্কার করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ১২ কোটি টাকা ব্যয়ে জেড অ্যান্ড সাকার মেশিন কিনলেও তাতে তেমন একটা লাভ হয়নি। নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান কালের কণ্ঠকে বলেন, ‘সিটি করপোরেশন মূলত নতুন লাইন তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ছে। যে ড্রেনগুলো আছে সেগুলোর কোথায় কোথায় ব্লক হয়েছে তা পরিষ্কার করার ব্যাপারে তারা মনোযোগী নয়। ফলে নতুন করে ব্যাপক অর্থ খরচ করা হলেও পুরো নেটওয়ার্কিং না হওয়ায় সুফল মিলছে না।’ বর্ষা মৌসুমে জলাবদ্ধতাপ্রবণ স্থান চিহ্নিত করতে কাজ করছে ডিএসসিসি। এরই মধ্যে তৈরি করা খসড়া তালিকায় উঠে এসেছে ডিএসসিসির ৪৮ জলাবদ্ধতাপ্রবণ এলাকার নাম। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার জলাবদ্ধতাপ্রবণ এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য গত দুই বছরে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রায় হাজার কোটি টাকা খরচ করেছে। এ বছর সড়ক, ফুটপাত ও ড্রেন নির্মাণে ১৯৩ কোটি টাকা ব্যয় ধরেছে ডিএসসিসি। এরই মধ্যে প্রায় সব টাকা খরচ করেছে সংস্থাটি। এ ছাড়া ডিএনসিসি তাদের বার্ষিক বাজেটে এ খাতে প্রায় ২৭৮ কোটি বরাদ্দ রেখেছে। এরই মধ্যে প্রায় সব টাকা খরচ করেছে এই সংস্থা। গত অর্থবছরে ডিএনসিসি নর্দমা ও ড্রেন নির্মাণে আরো ১৭৫ কোটি টাকা খরচ করে বলে জানা যায়। এ ছাড়া ডিএসসিসি তাদের একটি মেগা প্রকল্পের এক হাজার ২০২ কোটি টাকা থেকে কয়েকটি পর্বে ভাগ করে কয়েক কোটি টাকা ড্রেন ও নর্দমা নির্মাণে ব্যয় করেছে। ঢাকা ওয়াসাও তাদের নিজস্ব ড্রেন পরিষ্কারের পেছনে ব্যাপক অর্থ ব্যয় করেছে বলে জানা যায়। এর পরও বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঢাকা ওয়াসার একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ওয়াসা প্রতিবছর গড়ে চার থেকে পাঁচ কোটি টাকা খাল ও ড্রেন পরিষ্কারের পেছনে ব্যয় করে থাকে। গত দুই বছরে এ সংস্থা ১০ কোটি টাকার মতো ব্যয় করেছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার। সেটি মন্ত্রণালয়ে চাওয়া হলেও তা পাওয়া যায়নি। ফলে ওয়াসা কাজ করতে পারেনি। আর দুই সিটি করপোরেশন থেকে ড্রেন ও নর্দমা নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করলেও এর সুফল মিলছে না। কারণ সংস্থা দুটির পরিকল্পনা আর ডিজাইনে ত্রুটি রয়েছে। ডিএসসিসি সূত্রে জানা যায়, শান্তিনগর এলাকার জলাবদ্ধতা কমাতে সংস্থাটির পক্ষ থেকে ৭৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কিন্তু সেখানেও এখন বৃষ্টি হলে পানি জমে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা শান্তিনগর এলাকায় পানি নিষ্কাশনে সব কাজ শেষ করেছি। এখন ওয়াসার টিটিপাড়া পাম্পের সক্ষমতা না বাড়ালে পুরোপুরি সুফল পাওয়া যাবে না। তাই ওয়াসাকে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে দাপ্তরিকভাবে পত্র দিয়েছি। আর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকার জলাবদ্ধতা রোধে হাতিরঝিল প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা কাজ করছে।’ বৃষ্টিতে জলজট-যানজট : গতকাল বৃষ্টির ফলে মিরপুর এলাকার লোকজন সবচেয়ে ভোগান্তিতে পড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। মেট্রো রেলের কাজ চলায় সড়কে খোঁড়াখুঁড়ি আর নির্মাণসামগ্রী রাখার কারণে চলাচলের উপযোগিতা হারিয়ে ফেলে সড়ক। বৃষ্টির পানি আর কাদার কারণে রাস্তায় গাড়ির চাকা ঘোরানোই ছিল চ্যালেঞ্জ। সকালের বৃষ্টির পর মিরপুর ১০ নম্বর থেকে থেকে ১৩ নম্বর সেকশন পর্যন্ত সড়কের দুই পাশে, ১৪ নম্বর সেকশন, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর ও কচুক্ষেত এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত দুপুর নাগাদ ভয়াবহ যানজট ছিল। কাজীপাড়ায় বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাজহারুল হক দুপুর আড়াইটার দিকে কালের কণ্ঠকে বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে মেট্রো রেলের কাজ চলছে এই এলাকায়। কবে শেষ হবে জানি না। একটি পারিবারিক কাজে যেতে হয়েছিল পুরান ঢাকায়। সকাল পৌনে ৮টায় মিরপুর ১০ নম্বরে বাসে উঠি। ওঠার পরই শুরু হয় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। গাড়ি চলছিলই না। একটু এগোতেই সড়কে পানি। মেট্রো রেলের কাজ চলায় স্বাভাবিক দিনেই এ এলাকায় চলা যায় না। আজ বৃষ্টির কারণে রাস্তা চলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে ১০ নম্বর থেকে কাজীপাড়া পৌঁছাতেই লেগে যায় প্রায় দুই ঘণ্টা।’ ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়ক ছিল পানির নিচে। সকাল ১১টার দিকে মিরপুর-১০ থেকে গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসা শিখর পরিবহনের চালক মুরাদ হোসেন বলেন, ‘মিরপুর-১০ থেকে ফার্মগেট আসতে লেগেছে দেড় ঘণ্টা। ফার্মগেট থেকে করাওয়ান বাজার আসতে লেগেছে আধাঘণ্টা। গাড়ির চাকা চলছেই না।’ তিনি বলেন, ‘এডি কোনো রাস্তা হলো? কোনো দিনও হুনিনাই (শুনিনি) অন্য কোনো দেশে রাস্তায় এরম পানি জমে। দেহেন না, রাস্তার পাশে ডেরেন (ড্রেন) ভরা। দেখভালে কেউ আছে বলে মনে হয় না। পানি কেমনে নামব।’ দুপুর ২টার পরও ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন সড়কে দেখা যায় নিষ্কাশন ড্রেন থেকে উপচে পড়া ময়লা পানিতে রাস্তা সয়লাব। রোকেয়া সরণি ও জাহাঙ্গীর গেট এলাকার সড়কের এক প্রান্তেও জলাবদ্ধতা দেখা গেছে দুপুর নাগাদ।
Offer Source: Plz, click here to show
Offer Id: 271
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: নাসার জন্য সহজ ভিডিও বানিয়ে জিতে নিন ২০ হাজার ডলার

Offer Details: মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে নাসা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা শেষে শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে তার আগে আরও কিছু কর্মপরিকল্পনায় হাত দিয়েছে নাসা কর্তৃপক্ষ। এ তালিকায় আছে মজার কিছু আইডিয়া। মঙ্গল অভিযানের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে পৃথিবী নামক গ্রহের মানুষের সম্পৃক্ততা বাড়াতে চায় নাসা। তারই অংশ হিসেবে এবার নাসা সাধারণ মানুষের কাছে কাল্পনিক কিচ্ছু তথ্য জানতে চায়। এই অভিযানে নভোচারীদের ভ্রমণ অভিজ্ঞতা আসলে কেমন হবে? আপনার নিজের কল্পনা ২ থেকে ৫ মিনিটের একটি ফিল্ম বা অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরতে পারেন। পুরুস্কার হিসাবে নগদ অর্থ ছাড়াও রয়েছে ক্যারিয়ারের বিশাল হাতছানি। কারণ এই প্রতিযোগিতার বিচারক হিসাবে রয়েছে স্টার ওয়ারস, গডজিলা ও মনস্টারের পরিচালক গেরি অ্যাডওয়ার্ডসহ বিখ্যাত সব মানুষজন। এন্ট্রি শেষ সময় এ বছর ৩১ আগস্ট পর্যন্ত। এই বিষয় এ নাসা স্পেস অ্যাপস বাংলাদেশ ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু যুগান্তরকে বলেন, এই প্রতিযোগীতার মাধ্যমে আমাদের সবাইকে জানান দিতে হবে আমরা ও এই সেক্টরে পিছিয়ে নেই। তিনি আরও বলেন, নাসা আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ কালে যে কোন টেকনিক্যাল পরামর্শ দেওয়ার জন্য আমরা সহায়তা দিবো। আগ্রহীরা আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। বাংলাদেশ থেকে এ বিষয়ে কোন সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করা যাবে এই ঠিকানায়।
Offer Source: Plz, click here to show
Offer Id: 268
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

Offer Details: ঢাকা: সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে ৪ জন, রাজবাড়ীতে ১, হবিগঞ্জে ১, রাজশাহীতে ১, ঈশ্বরদীতে ১, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ১ ও জামালপুরে ১ জন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে। বাংলানিউজের স্টাফ, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর: নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে হাসেম মোল্লা (১৭) ও রফিকুল ইসলাম (৩৩) নামে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার ভোলাব বন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসেম মোল্লা ওই এলাকার কামাল মোল্লার ছেলে ও রফিকুল ইসলাম একই এলাকার নুরুল হকের ছেলে। এদিকে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে ওবায়দুল হক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল জামপুর ইউনিয়নের মুসারচর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। জামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামীম শিকদার শিপলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বজ্রপাতে ফরহাদ শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তেলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ ওই এলাকার জলিল মিয়ার ছেলে। ফরহাদ তেলাবো আদর্শ বিদ্যানিকেতনের ৭ম শ্রেণির ছাত্র ছিল। রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে মো. মতিন শেখ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ঝাউডাঙ্গি গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মতিন শেখ ওই গ্রামের মতি শেখের ছেলে। হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে। রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের নওপাড়া গ্রামের আরজ উদ্দিনের ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে অজ্ঞাতপরিচয় (৩৩) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের হঠাৎপাড়ার পল্টুনঘাট এলাকায় এ ঘটনা
Offer Source: Plz, click here to show
Offer Id: 260
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: DHAKA
Offer Title: তিস্তা পানিবণ্টন নিয়ে আ.লীগের প্রতিনিধিদলকে আশ্বাস মোদির

Offer Details: ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ প্রতিনিধিদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের সুখে-দুঃখে ভারত সব সময় পাশে থাকবে। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়ায়দুল কাদেরের নেতৃত্বে সফররত প্রতিনিধিদলকে এ কথা জানিয়ে মোদি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে যে সম্পর্কের শুরু, আজ তা এক অনন্য উচ্চতায় স্থাপিত। ভারত ও বাংলাদেশের এই সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ। ভোটের আগে বাংলাদেশের কাছে যে বিষয় সবচেয়ে স্পর্শকাতর, সেই তিস্তার পানিবণ্টন নিয়ে আধা ঘণ্টার ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলকে মোদি আশ্বাস দেন। বলেন, ‘আমরা দ্রুত এর সমাধান করতে আগ্রহী।’ রোহিঙ্গা প্রসঙ্গেও তিনি বলেন, বাংলাদেশের ভূমিকা ভারত সমর্থন করে। ভারত চায় দ্রুত এই সমস্যার সমাধান হোক। বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ২০ জনের এই প্রতিনিধিদল গত রোববার তিন দিনের সফরে দিল্লি আসে। রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে সোমবার তারা ভারতীয় সংসদ ভবন ঘুরে দেখে। বিকেল সোয়া চারটায় বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রতিনিধিরা এরপর যান দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির নতুন সদর দপ্তরে। দলের সভাপতি অমিত শাহর অনুপস্থিতির দরুন অন্য শীর্ষ নেতাদের সঙ্গে তাঁদের বৈঠক হয়। রাতে তাঁরা যোগ দেন রাম মাধবের দেওয়া নৈশভোজে। কাল মঙ্গলবার প্রতিনিধিরা ঢাকা ফিরে যাচ্ছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী, মোদিকে তা ব্যাখ্যা করেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার প্রেস ফরিদ হোসেন বৈঠক শেষে জানান, এ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁর নেতৃত্বে দেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি করছে।’ মোদি বলেন, ‘সফল নেতৃত্ব একটা দেশকে কোথায় এগিয়ে নিয়ে যেতে পারে, বাংলাদেশ তার প্রমাণ। তুলনা টেনে তিনি বলেন, আজ কোথায় পাকিস্তান, আর কোথায় বাংলাদেশ!’ বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম আওয়ামী লীগের এত বড় এক প্রতিনিধিদলের দিল্লি আসা।এই সফর আরও গুরুত্বপূর্ণ বছর শেষে বাংলাদেশের ভোটের দরুন। গতবার সংসদীয় ভোটে বিএনপি অংশ নেয়নি। এবারের ভোটে তারা কী করবে তা এখনো অজানা। সে দলের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় জেলবন্দী। তাঁর জামিন এখনো কার্যকর হয়নি। এই রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এবং ভোট হলে তার প্রতিক্রিয়া ভারতে কী হতে পারে, তা জানা-বোঝাও এই প্রতিনিধিদলের অন্যতম উদ্দেশ্য। আগের ভোটের ‘প্রশ্নবিদ্ধতাকে’ গুরুত্ব না দিয়ে শুরু থেকেই বাংলাদেশের শাসক দলের পাশে দাঁড়িয়ে ভারত সেই ভোটকে মান্যতা দিয়েছে। ভারতের মান্যতার প্রয়োজনীয়তা বাংলাদেশের কাছে অনস্বীকার্য। ঐতিহাসিক কারণে আওয়ামী লীগের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্ক সুবিদিত। ভারতে পালাবদলের পর বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে একটা সংশয় ছিল। গত চার বছরে সেই সংশয় শুধু ঘুচেই যায়নি, বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ক্রমশ জমাট বেঁধেছে। পারস্পরিক নির্ভরতাও সৃষ্টি হয়েছে। গত রোববার বাংলাদেশ হাইকমিশনে এক নৈশভোজে প্রতিনিধিদলের এক শীর্ষ নেতা এই পারস্পরিক নির্ভরতার প্রসঙ্গে বলেন, ‘সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় দুই দেশের শাসক দলই সচেষ্ট। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের এই সম্পর্কের ভিত্তি।’ সম্প্রতি কংগ্রেসের আমন্ত্রণে দলের প্লেনারি অধিবেশনে আওয়ামী লীগের নেত্রী দীপু মনির নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল দিল্লি এসেছিল। বিজেপির আমন্ত্রণে আসা প্রতিনিধিদের সংখ্যা সেই তুলনায় বহুগুণ বেশি। সংখ্যার এই হেরফেরের মধ্য দিয়েও সম্পর্কের গভীরতা বোঝানোর এক প্রচ্ছন্ন চেষ্টা রয়েছে বলে কূটনৈতিক মহলের ধারণা। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের গতি-প্রকৃতি নিরীক্ষণকারী এক সাবেক কূটনীতিকের মতে, এত বড় প্রতিনিধিদল নিয়ে এই সফরে আসার অন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রতিপক্ষকে বোঝানো, ভারতের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহতই শুধু নেই, আরও দৃঢ় হয়েছে। সাবেক ওই ভারতীয় কূটনীতিকের মতে, ‘বিএনপির বোঝা উচিত, জামায়াতের সঙ্গে তারা এখনো সম্পর্ক ছিন্ন করেনি। তা না করলে ভারতের কোনো রাজনৈতিক দলের নেকনজরে তারা আসতে পারবে না।’ বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা নরেন্দ্র মোদিকে পৌঁছে দেন প্রতিনিধিদলের নেতা ওবায়দুল কাদের। তিনি ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেন পীযূষ কান্তি ভট্টাচার্য, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীও এ বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রসচিব বিজয় গোখেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ও মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার।
Offer Source: Plz, click here to show
Offer Id: 258
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Whole Country
Location: GAZIPUR
Offer Title: গাজীপুরে হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

Offer Details: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লাল ওরফে বিলুকে ডেকে নিয়ে হত্যা করে ওই ১৩ জন। এর পর এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১৩ জনের মৃত্যদণ্ড দেয়া হলো। বিল্লাল ওরফে বিলু জাতীয় পার্টির সাবেক সাংসদ আনোয়ারা বেগমের স্বামী হত্যা মামলার আসামি। তিনি কালীগঞ্জের ন্যাশনাল জুটমিলের শ্রমিক ছিলেন।
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন