Home Page

Selltoearn.com Latest Offer
Offer Id: 394
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: ফুটবলময় করা হয়েছে স্পার্টাক মেট্রো স্টেশন

Offer Details:

বিশ্বকাপের জন্য রাশিয়ার ১১ শহরের ১২ স্টেডিয়াম প্রস্তুত। একমাত্র রাজধানী মস্কোতেই আছে দুটি ভেন্যু- একটি লুঝনিকি স্টেডিয়ামে, অন্যটি স্পার্টাক। লুঝনিকি মস্কো শহরের অনেকটা প্রাণকেন্দ্রে হলেও স্পার্টাক একটু দুরে। রাশিয়ার খ্যাতনামা ক্লাব স্পার্টাক মস্কোর হোম ভেন্যু এটি। মস্কোর তুশিনো জেলায় অবস্থিত স্পার্টাক স্টেডিয়াম। দুই স্টেডিয়ামের মধ্যে দূরত্ব ২০ কিলোমিটারের মতো। গত বছর এ স্টেডিয়ামে ফিফা কনফেডারেশন্স কাপের ম্যাচও হয়েছে। তবে বিশ্বকাপ উপলক্ষ্যে কেবল স্টেডিয়াম চত্বরই নয়, বদলে গেছে এ জেলার অনেক কিছু। যে সব দর্শক মেট্রোতে চেপে এ স্টেডিয়ামে যাবেন, তারা শুরুতেই দেখবেন স্পার্টাক স্টেশন কিভাবে ফুটবলময় করে তোলা হয়েছে। এ স্টেশনে পা রাখলেই বোঝা যায়, বিশ্বকাপ উপলক্ষ্যে কতটা সংস্কার কাজ হয়েছে এখানে। স্টেশনের বাড়তি একটা অংশ নতুন করেই তৈরি করা। সেখানে ফুটবল, ফুটবল নিয়ে লড়াইসহ নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ফুটবল ফুটবল একটা আমেজ তৈরি হচ্ছেন মেট্রো স্টেশন থেকেই। এখানে বিশ্বকাপ একটু পরে শুরু হলেও দর্শক কী আর বসে থাকবেন! বিশেষ করে যেসব দর্শক অন্য দেশ থেকে ইতিমধ্যেই মস্কোতে এসে পৌঁছেছেন তারা এখন বিভিন্ন দর্শণীয় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। বিশ্বকাপের ভেন্যু এখন দর্শনার্থীদের অন্যতম বিনোদনের জায়গা। ভোর থেকে রাত অবদি এখানে মানুষের আনাগোনা। রোববার স্পার্টাক মেট্রো স্টেশনে পাওয়া গেলো একদল কলম্বিয়ার সমর্থক। গ্রুপ পর্বে কলোম্বিয়ার কোনো খেলা নেই মস্কোয়; কিন্তু কলম্বিয়ার দর্শকরা অন্য শহরে গিয়ে তাদের খেলা দেখতে রাশিয়া আসতে শুরু করেছেন। তারা এখন মস্কোর বিভিন্ন জায়গা ঘুরে সময় কাটাচ্ছেন। লুঝনিকির পর তারা রোববার গিয়েছিলেন স্পার্টাক স্টেডিয়াম দেখতে। কলম্বিয়ানদের সাজ দেখে মনে হলো বিকেলেই যেন খেলতে নামছে হামেশ রদ্রিগেজরা।
Offer Source: Plz, click here to show
Offer Id: 392
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: আরেক কিংবদন্তি রোমারিও’র রেকর্ড ছুঁলেন নেইমার

Offer Details: একদিন হয়তো নিজের স্বপ্নকেও ছাড়িয়ে যাবেন নেইমার জুনিয়র। বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সেরকম একটি স্বপ্নই স্পর্শ করলেন ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার। দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তিনি এখন যৌথভাবে তৃত্বীয়। শেষ প্রস্তুতি ম্যাচে রোববার (১০ জুন) ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে গোলের মাধ্যমে দলের হয়ে ৫৫তম গোল করেন তিনি। ফলে এতোদিন স্বদেশি কিংবদন্তি রোমারিও’র যে রেকর্ড ছিল তাতে ভাগ বসালেন পিএসজির এ স্ট্রাইকার। তার সামনে এখন শুধু ব্রাজিলিয়ান দুই কিংবদন্তি পেলে (৭৭ গোল) এবং রোনালদো (৬২)। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জেসুস-নেইমার কুতিনহোর গোলে ৩-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ইনজুরির কারণে চার মাস মাঠের বাইরে ছিলেন পিএসজির এ স্ট্রাইকার। প্রথম প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মূল একাদশে ছিলেন না। বদলি হিসেবে নেমেও নিজের নাম রাখলেন নেইমার, করলেন দুর্দান্ত এক গোল। ওই ম্যাচ শেষে নিজেকে ৮০ ভাগ ফিট দাবি করেছিলেন তিনি। এতে হয়েতো ব্রাজিল-নেইমার ভক্তদের কপালে একটু চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষের ম্যাচে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানান দিলেন স্বপ্ন পূরণে পুরোপুরিই প্রস্তুত ব্রাজিলিয়ান এ পোস্টার বয়। ১৭ জুন রাশিয়া বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবেন তিতের শিষ্যরা। বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, জুন ১১, ২০১৮ এসএইচ
Offer Source: Plz, click here to show
Offer Id: 391
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: `রাশিয়ায় জ্বলে উঠবেন মেসি`

Offer Details: গত তিন বছরে টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠে প্রতিবারই আর্জেন্টিনাকে ফিরতে হয়েছে খালি হাতে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার জায়ান্ট লিওনেল মেসির জন্য বাঁচা-মরার লড়াই। এটাই মেসির শেষ সুযোগ বিশ্বকাপ জিতে জাতীয় বীরের রূপকথা লেখার। তেমনটাই মনে করেন পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো। শিরোপা জয়ের লক্ষ্যে এবার রাশিয়ায় জ্বলে উঠবেন বলে প্রত্যাশা করেন বার্সেলোনায় পাঁচ বছর কাটানো ফিগো।

২০০০ সালে কাতালান ক্লাব ছেড়ে যান ফিগো। এরও চার বছর পরে ক্যাম্প ন্যুতে যোগ দেন মেসি। হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। সময়ের সেরা তারকাদের মধ্যে অন্যতম ধরা হয় মেসিকে। ক্লাবের হয়ে তিনি ৩২টি শিরোপা জিতেছেন। সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচটি ব্যালন ডি’অর জিতলেও জাতীয় দলে মেসির অবদান শূন্য। দলকে পাইয়ে দিতে পারেননি বিশ্বকাপের শিরোপা।

৪৫ বছর বয়সী ফিগো বলেন, ‘ক্লাব ও জাতীয় দলের খেলা সম্পূর্ণ আলাদা। আমি মনে করি দুর্দান্ত পারফর্ম করে এবারই মেসির শেষ সুযোগ বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেওয়া। তাঁকে এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। সবচেয়ে সহজ উপায় নিজের ব্যক্তিগত অর্জন দিয়ে দলকে শিরোপা জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়া।‘

পর্তুগিজ এই তারকা আশা করেন, এবারের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা তারকা মেসি ইনজুরি মুক্ত থাকবেন এবং ভক্ত- সমর্থকদের চাহিদা পূরণে নিজের সামর্থ্যানুযায়ী খেলা উপহার দেবেন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 390
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: selltoearn.com@gmail.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: ২০১৮ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কিছু সংখ্যা

Offer Details:

এবার রাশিয়ার বিশ্বকাপ ফুটবল আসরে ৩২টি দেশ খেলবে এবং এ আসর চলবে ৩২ দিন। কিন্তু বিশ্বকাপ নিয়ে বড় অন্য গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো কী? এখানে সে রকম কিছু বিষয় তুলে ধরা হলো :
Offer Source: Plz, click here to show
Offer Id: 384
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: MAGURA
Offer Title: বিশ্বকাপ ফুটবল: বাংলাদেশী কৃষকের সাড়ে তিন মাইল লম্বা জার্মান পতাকা

Offer Details:

বাংলাদেশের শহর বন্দর গ্রাম গঞ্জ সর্বত্র এখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভুগছে। বহু বাড়ি-ঘর অলিগলিতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। এর মধ্যে বেশির ভাগই অবশ্য ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। ঢাকাসহ শহরগুলোর হকারদের হাতে অহরহই এখন দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা ও বিক্রিও হচ্ছে ব্যাপক। তবে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের ভিড়ে আলোচনায় এসেছেন বাংলাদেশী এক কৃষক। তার প্রিয় দল জার্মানি। তিনি নিজেই বানিয়েছেন প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার বা প্রায় সাড়ে তিন মাইল লম্বা জার্মান পতাকা। এ পতাকাকে ঘিরে এখন প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। মাগুরার ৬৯ বছর বয়স্ক এই কৃষকের নাম আমজাদ হোসেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, গলস্টোনের চিকিৎসায় একসময় তিনি জার্মান হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলেন আর এ থেকেই তার জার্মান প্রেম শুরু। ২০০৬ সালে জার্মান বিশ্বকাপের দু বছর পর থেকেই তিনি পতাকা নিয়ে কাজ শুরু করেন এবং এরপরের প্রতিটি টুর্নামেন্টের সময় এর পরিধি বাড়িয়েছেন। গত মঙ্গলবার তার পতাকাটি প্রদর্শন করা হয় মাগুরায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় একশ কিলোমিটার পশ্চিমে। এএফপিকে তিনি বলেছেন যে জার্মানি এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠার পর তিনি তার পতাকাটি স্থানীয় স্টেডিয়ামে প্রদর্শন করবেন। তিনি বলেন, "আমি জার্মান ফুটবল ভালোবাসি। তারা চমৎকার ফুটবল খেলে"। অবশ্য পতাকা নিয়ে এবারেই তিনি প্রথম শিরোনাম হননি। ২০১৪ সালের বিশ্বকাপের সময় তার পতাকাটি ছিলো সাড়ে তিন কিলোমিটার। তখনই তিনি আলোচনায় আসেন এবং বিষয়টি নজর কাড়ে ঢাকার জার্মান দূতাবাসেরও। পরে তাকে জার্মান জাতীয় দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয়া হয়। সাথে পান একটি জার্সি, একটি ফুটবল ও একটি সার্টিফিকেটও।
Offer Source: Plz, click here to show
Offer Id: 383
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: Hilarious moment young England mascot is caught on camera doing the `floss dance` as he waits to head out onto the pitch with captain Jordan Henderson

Offer Details:

This is the adorable moment a little England mascot performed the `floss dance` next to England captain Jordan Henderson before a game last night. The midfielder was waiting in the tunnel at the Leeds ground at Elland Road with his team-mates as they prepared to face Costa Rica when the youngster started performing the latest dance craze. While the boy, wearing a mini version of the England kit, swung his hips and arms, Liverpool skipper Henderson stared straight ahead - deep in concentration - for a while before acknowledging the child`s efforts.
Offer Source: Plz, click here to show
Offer Id: 380
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: অন্য রকম জবাব দিতে উন্মুখ রাশিয়া

Offer Details: বিমান যখন মস্কোর আকাশের কাছাকাছি, পাইলট এরিক গনজালভেস জানিয়ে দিলেন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। জ্যাকেটটা গায়ে চাপিয়ে নিলাম। দোমোদেদোভো বিমানবন্দরে নেমে অনুভূতিটা একটু বেশিই শীতার্ত মনে হলো। তাপমাত্রা যাই থাক, প্রবল হাওয়ার দাপট আমাদের বাঙালি রক্তের পক্ষে সেটিকে একটু অসহনীয় করে তোলে বৈকি।

স্থানীয় সময় শুক্রবার হাওয়ার সঙ্গে শুরু হলো বৃষ্টি। পরিচয়পত্র জোগাড় করে অ্যাক্রেডিটেশন সেন্টার থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই বৃষ্টির আলিঙ্গন। এমনই যে ঘণ্টাখানেক আটকে থাকতে হলো লুঝনিকি স্টেডিয়ামের উল্টো দিকের একটা কফিশপে। মস্কোর লোকজন বলাবলি করছে ঠান্ডাটা হঠাৎই একটু অস্বাভাবিক ঠেকছে। এই সময়ে তাপমাত্রা ২০-২২-এর মধ্যে ঘোরাফেরা করে। যাকে বলে আরামদায়ক আবহাওয়া। তাদের মুখে আশার বাণী, এমন ঠান্ডার প্রকোপ বেশি দিন থাকবে না। না থাকলেই ভালো। সফল ও সুন্দর বিশ্বকাপের জন্য ভালো আবহাওয়াটাও জরুরি।

কিন্তু একটা জিনিস এখানে ভালো ঠেকছে না। এখানেও ভাষা একটা দূরত্ব তৈরি করবে। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে যেমন অনেক সাংবাদিককে ছবি এঁকে, সর্বজনীন ইশারা ভাষা ব্যবহার করেও ভাষার দূরত্ব দূর করা যায়নি, তা হয়তো হবে না। তবে ভোগান্তি একটু হবেই। ইংরেজিটা রুশদের কাছে এখনো অনেক দূরের ভাষা। বলা হচ্ছে রাশিয়ার নতুন প্রজন্ম ইংরেজি শিখছে, তারা বেশ ভালোই ইংরেজি বলতে পারে। বাস্তবে তা মনে হলো না। বাঁধা ছকের বাইরে এরা যেতে পারে না। একটু বিশদ হতে চাইলেই খেই হারিয়ে ফেলে। বিশ্বকাপ শুরু হলে হাজার-হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে ইংরেজিতে দক্ষ অনেককেই হয়তো খুঁজে পাওয়া যাবে—এই আশাতেই দিন গুনছি।

তবে সমস্যা হবে ট্যাক্সি সার্ভিসের ক্ষেত্রে। শুক্রবার সকালের একটি ঘটনার কথাই বলি—এখানকার একটি নির্ভরযোগ্য ট্যাক্সি সার্ভিস ইয়ানডেক্স। মোবাইল অ্যাপের মাধ্যমে একটি ট্যাক্সিকে আসতে বলে ঠিকানা জানালাম। নভোচের নোমুস্কিনস্কায়া, ২৪ নম্বর বাড়ির কাছে এসে ট্যাক্সিওয়ালা আর রাস্তা খুঁজে পান না। তাঁর সঙ্গে ফোনে কথা হলো বার দু-এক। রুশ ভাষায় ঝড়ের বেগে কী বলেন বোঝা যায় না। তাঁকে এসএমএস পাঠিয়ে পথ নির্দেশ করা হলো। এক বর্ণ ইংরেজি বোঝেন না, লিখতেও পারেন না। অগত্যা বুকিং বাতিল। অবশেষে মেট্রোরেলযোগে যেতে হলো লুঝনিকিতে।

ওখানেই ফেরার পথে সাক্ষাৎ মস্কো গণপরিবহন কর্তৃপক্ষের গভর্নর দিমিত্রি প্রনিনের সঙ্গে। ভদ্রলোক স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। মওকা মতো জানিয়ে দেওয়া গেল ট্যাক্সিওয়ালাদের যোগাযোগ বিভ্রাটের ব্যাপারটি। তিনি কথা দিলেন ব্যবস্থা নেবেন অচিরেই। কিন্তু বিশ্বকাপের মতো রাজসূয় যজ্ঞের এত কাছাকাছি এসে কি ট্যাক্সিচালকদের মুখে ইংরেজির তুবড়ি ছোটানোর ব্যবস্থা করা যাবে? মস্কোয় লেখাপড়া করতে আসা কয়েকজন বাংলাদেশি ছাত্র যেমন বলছেন, উচিত ছিল আরও আগে থেকেই নির্বাচিত ট্যাক্সি চালকদের ইংরেজির ওপর সংক্ষিপ্ত কোর্স করানো।

দিমিত্রি প্রনিন ও তাঁর বিশাল বাহিনী অবশ্য সংক্ষিপ্ত পথে হাঁটতে চাইছেন না। তাঁদের পরিকল্পনা অনেক বড়। রাশিয়ার বিশ্বকাপ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য এত দিন ধরে অপপ্রচার চালিয়ে এসেছে, সেটির জবাব দিতে বিশ্বকাপের স্থানীয় আয়োজক সংস্থা উন্মুখ বলেই ইঙ্গিত দিলেন তাঁরা।

একেকটি বিশ্বকাপ আসে আর স্থানীয় আয়োজক সংস্থা বলে এটাই হবে সফল ও সুন্দরতম বিশ্বকাপ। এমন প্রতিযোগিতার শুরু সেই ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ থেকে। স্মরণ করা যেতে পারে এশিয়ায় অনুষ্ঠিত একমাত্র বিশ্বকাপ ২০০২ কোরিয়া-জাপান। সেবার প্রায় সব জায়গায় দেখা গিয়েছিল পশ্চিমা দুনিয়ার নাক সিটকানো ভাব। এমন যে কোরিয়া-জাপান ভোটের মাধ্যমে বিশ্বকাপের যৌথ আয়োজনের ভার পেয়ে মহা অন্যায় করে ফেলেছে। উত্তরকালে দেখা গেল কোরিয়া-জাপান বিশ্বকাপ একটা মাইলফলকই গড়েছে ফুটবলের ইতিহাসে।

রাশিয়াও প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নিয়ন্ত্রিত পশ্চিমা দুনিয়াকে দেখিয়ে দিতে চায়। এই রাশিয়া পুতিনের রাশিয়া, এই রাশিয়া স্নায়ুযুদ্ধকালীন বিষণ্নতা কাটিয়ে আবারও নতুন করে মাথা তুলে দাঁড়াতে চাওয়া রাশিয়া।

তবে একক খেলার সবচেয়ে বড় আয়োজন বলে ভাবা গিয়েছিল বিশ্বকাপের এক সপ্তাহ আগে দাঁড়িয়ে মস্কোকে টগবগ ফুটতে দেখব। তা কিন্তু শুক্রবার পর্যন্ত দেখা যায়নি। সবার আগে ৫ জুন রাশিয়ায় পা রেখেছে এবারের বিশ্বকাপে প্রথম এশীয় অভিযাত্রী ইরান। দ্বিতীয় শিরোপা জয়ের অভিযাত্রায় পরদিন এসেছে হুলেন লোপেতেগির স্পেন। তবু কী যেন নেই কী যেন নেই! ব্রাজিল-আর্জেন্টিনাই যে আসেনি এখনো। এই দুটি দল যখন আসবে বিশ্বকাপ রাশিয়ার চারদিকে ছড়িয়ে দেবে রং ও রস। ব্রাজিলতো শুধু হলুদ-সবুজ রং নিয়েই আসে না, আসে তার বহু বর্ণিল সমর্থকদের নিয়ে। আর্জেন্টিনার আকাশি রঙের সঙ্গে আসে তাদের ‘বিখ্যাত’ সমর্থকগোষ্ঠী বারাস ব্রাভাস।

প্রধান আইডি সেন্টারের স্বেচ্ছাসেবক ইলিয়া বেশ গম্ভীর স্বরে এমনভাবে কথাটা বললেন যেন এটি তাঁর নতুন আবিষ্কার। ব্রাজিল-আর্জেন্টিনা এলেই দেখবেন রাশিয়ার বিশ্বকাপ রঙে-রসে একেবারে টইটম্বুর করছে!

১০ জুন আর্জেন্টিনা দলের আসার পথের দিকে তাকিয়ে আছে রাশিয়া। আরও বাড়তি একটি দিন রুশদের প্রতীক্ষা বাড়াবে ব্রাজিল। এমনকি ইংল্যান্ডের জন্যও পথ চেয়ে আছে তারা। অথচ এই ইংল্যান্ডের কাছে বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে রাশিয়া কিনা মহাশত্রু। তবে ইংল্যান্ড নয়, ইউরোপের দলগুলির মধ্যে পুতিনের রাশিয়ায় সবচেয়ে জনপ্রিয় দল জার্মানি।
Offer Source: Plz, click here to show
Offer Id: 377
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: বিশ্বকাপ ২০১৮: অতীতের টুর্নামেন্ট ঘিরে কিছু মজার তথ্য

Offer Details: খেলার দুনিয়ায় বিশ্বকাপ ফুটবলের চেয়ে বড় ঘটনা হয়তো আর কিছুই হয় না, কারণ আর কোন টুর্নামেন্টই পৃথিবীর সব প্রান্তের মানুষকে এমন পাগল করে তুলতে পারে না। এ টুর্নামেন্টে খেলছে ৩২টি দেশ, কিন্তু যেসব দেশ এতে খেলছে না - সেখানকার মানুষরাও বিশ্বকাপ নিয়ে একই রকম মেতে ওঠেন, ফুটবলের আবেদন এমনই সার্বজনীন। বিশ্বকাপের পরিসংখ্যান ঘাঁটলে অনেক মজার মজার তথ্য বেরিয়ে আসে। খেলা এবং তার পরিসংখ্যান নিয়ে যারা মশগুল হয়ে থাকেন -তারা এরকম নানান কিছু ইতিহাস ঘেঁটে খুজে বের করেন। এমনই কিছু মজার তথ্য জানাবো এ পর্বে।

প্রথম বিশ্বকাপ, মন্টিভিডিও, উরুগুয়ে

প্রথম বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আমেরিকার উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে। সেবার কোন কোয়ালিফাইং পর্ব ছিল না, অনেকগুলো ইউরোপিয়ান দেশকে সরাসরি খেলতে আমন্ত্রণ জানিয়েছিল ফিফা। কিন্তু জাহাজে করে আটলান্টিক পাড়ি দিয়ে মন্টিভিডিও যেতে সে যুগে সময় লাগতো দু`সপ্তাহ। তাই ফুটবল বিশ্বকাপ খেলতে এত দূর যেতে রাজিই হয় নি অনেক ইউরোপিয়ান দেশ। শেষ পর্যন্ত মাত্র ৪টি ইউরোপীয় দেশ গিয়েছিল - তারা হলো: বেলজিয়াম, রোমানিয়া, যুগোস্লাভিয়া আর ফ্রান্স। ব্যবস্থা হয়েছিল, একই জাহাজে চেপে একাধিক ইউরোপিয়ান দেশের খেলোয়াড়রা মন্টিভিডিও যাবেন। রোমানিয়ার দলটি `এসএস কন্তে ভার্দে` নামের জাহাজে উঠেছিল ইতালির জেনোয়া বন্দর থেকে । ১৯৩০ সালের ২১শে জুন ফ্রান্সের ফুটবল দল জাহাজে উঠলো ভিয়েফ্রাঁসে-সু -মে বন্দর থেকে। শুধু তাই নয় - সে জাহাজে আরো উঠলেন, ফিফার প্রেসিডেন্ট জুল রিমে স্বয়ং, নেয়া হলো প্রথম বিশ্বকাপ ট্রফিটি, এবং তিনজন রেফারিকে। পথে বার্সেলোনা থেকে সেই জাহাজে উঠলো বেলজিয়াম দল। পথে আটলান্টিক পাড়ি দেবার পর রিও ডি জেনেইরো থেকে ব্রাজিল দলটিও উঠলো একই জাহাজে। চোদ্দ দিনের সাগর ভ্রমণ শেষে ৪ঠা জুলাই এরা সবাই মন্টিভিডিও পৌঁছালেন। যুগোস্লাভিয়া দল মন্টিভিডিওতে গেল ফ্লোরিডা নামে আরেকটি জাহাজে করে -তাদের জাহাজ ছেড়েছিল মার্সেই বন্দরে থেকে। এর সাথে তুলনা করুন এবারের বিশ্বকাপের - মস্কো থেকে সাড়ে আট হাজার মাইল দূরের অস্ট্রেলিয়া বা আর্জেন্টিনা থেকে বিশ্বকাপ দলের বিমানে করে রাশিয়া পৌঁছতে সময় লাগবে মাত্র ১৮-১৯ ঘন্টা।

বিশ্বকাপে খেললে চাকরি যাবে না

প্রথম বিশ্বকাপে রোমানিয়া দলটি নির্বাচন করেছিলেন সেদেশের রাজা দ্বিতীয় ক্যারল। তা ছাড়া, যেহেতু বিশ্বকাপে যেতে-আসতেই লাগবে প্রায় ৩০ দিন আর তার পর ১৭ দিন ধরে টুর্নামেন্ট - তাই এত দীর্ঘ সময় দেশের বাইরে থাকলে যাতে জাতীয় দলের ফুটবলারদের চাকরি চলে না যায়, সে জন্য নিয়োগদাতাদের সাথে সমঝোতাও করেছিলেন তিনি। দীর্ঘ ভ্রমণের সময় জাহাজেই কিছু শরীরচর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ফিট রেখেছিলেন খেলোয়াড়রা। প্রথম বিশ্বকাপে যোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ৯টি দেশ।

বিশ্বকাপ ফুটবল : শত শত কোটি টাকার টুর্নামেন্ট

বিশ্বকাপ ফুটবল হচ্ছে পৃথিবীর সবচাইতে লাভজনক ক্রীড়ানুষ্ঠান। জনপ্রিয়তা এবং সারা দুনিয়াব্যাপী টিভি দর্শকের সংখ্যার বিচারে বাণিজ্যিক দিক থেকে বিশ্বকাপ ফুটবল অপ্রতিদ্বন্দ্বী। গত ২০১৪ সালের বিশ্বকাপে ফিফার আয় হয়েছিল ৪৮০ কোটি ডলার, এর মধ্যে ২১৪টি দেশে টিভিতে খেলা দেখানোর স্বত্ব থেকেই আয় হয় ২৪০ কোটি ডলার। স্পন্সরশিপ থেকে আসে ১৬০ কোটি ডলার। গত বিশ্বকাপে সব খরচের পর ফিফা নেট মুনাফা করে ২৬০ কোটি ডলার। এ বছর বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশ সব মিলিয়ে পাবে কমপক্ষে ৯৫ লাখ ডলার করে। চ্যাম্পিয়ন দেশ প্রাইজ-মানি পাবে ৩ কোটি ৮০ লাখ ডলার।

বিদেশী ম্যানেজার দিয়ে কি বিশ্বকাপ জেতা যায়?
গত ২০টি বিশ্বকাপে যে দলই চ্যাম্পিয়ন হয়েছে - তাদের ম্যানেজারও ছিলেন সেই দেশেরই । জাতীয় দলের ম্যানেজার বিদেশী হলে কি তাহলে বিশ্বকাপ জেতা অসম্ভব? দেখা যাক, এবার তা কেউ ভুল প্রমাণ করতে পারে কিনা। এ পর্যন্ত ২০টি বিশ্বকাপের সবগুলোই জিতেছে কোন না কোন ইউরোপের দেশ (১১ বার) বা দক্ষিণ আমেরিকান দেশ (৯ বার)। ব্রাজিল হচ্ছে একমাত্র দেশ যারা বিশ্বকাপের প্রতিটি চূড়ান্ত পর্বে খেলেছে। বিশ্বকাপের স্বাগতিক দেশ হয়েও কোন দল দ্বিতীয় পর্বে উঠতে পারে নি - এমন হয়েছে মাত্র একবার, ২০১০-এর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা। প্রায় ৩০ শতাংশ ক্ষেত্রে স্বাগতিক দেশই বিশ্বকাপ জিতেছে।

আগের বার হিরো, পরের বার জিরো
গত দুটি বিশ্বকাপে-ই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দেশ গ্রুপ পর্বেই ছিটকে গেছে। ২০১০ সালের বিশ্বকাপে ছিটকে যায় তার আগের বারের চ্যাম্পিয়ন ইতালি, আর সেবারের চ্যাম্পিয়ন স্পেনও চার বছর পর ২০১৪-র বিশ্বকাপে এসে গ্রুপ পর্ব পেরুতে পারে নি। ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী জিনেদিন জিদানের ফ্রান্সও পরের বার অর্থাৎ ২০০২ সালে গ্রুপ পর্বে ছিটকে গিয়েছিল। তিনটি খেলায় একটিও গোল করতে পারে নি তারা, আর খেয়েছিল তিনটি গোল। বিশ্বকাপের গ্রুপ তালিকা দেখে ফুটবল পন্ডিতরা একটা-দুটো গ্রুপকে নাম দেন `গ্রুপ অব ডেথ` বলে। কিন্তু আসলে মাঠে নামার পর দেখা যায় - যে কোন গ্রুপই যে কোন দলের জন্য গ্রুপ অব ডেথ হয়ে উঠতে পারে । এটাই বিশ্বকাপের বাস্তবতা।

পর পর দুই বিশ্বকাপ জয়!
এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তারা যদি এবার বিশ্বকাপ জেতে তাহলে তারা হবে গত ৭৬ বছরের মধ্যে পর পর দুটি বিশ্বকাপ জেতা প্রথম দেশ। এর আগে একমাত্র ব্রাজিল এটা করতে পেরেছিল । তারা পর পর ১৯৫৮ আর ১৯৬২ সালের বিশ্বকাপ জিতেছিল।

সবচেয়ে বয়স্ক খেলোয়াড়
মেক্সিকোর ২৮ জনের দলে আছেন ৩৯ বছর বয়স্ক রাফায়েল মার্কুয়েজ। তিনি যদি মাঠে নামেন তাহলে তিনি হবেন পাঁচটি বিশ্বকাপ খেলা তৃতীয় খেলোয়াড় । এর আগে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন মাত্র দু`জন । একজন জার্মানির লোথার ম্যাথাউস, আর দ্বিতীয়জন মেক্সিকোরই আন্তোনিও কারবাহাল। মিশরের গোলকিপার এসাম এল-হাদারি যেদিন মাঠে নামবেন সেদিন তার বয়েস হবে ৪৫। তাহলে তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। এর আগের রেকর্ড ছিল কলম্বিয়ার ফারিড মনড্রাগনের। তিনি ব্রাজিল বিশ্বকাপে খেলেছিলেন ৪৩ বছর তিন দিন বয়েসে।

ইউরো জয়ীরা কি বিশ্বকাপের ফেভারিট হয়?
ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল যদি এবার বিশ্বকাপ জেতে - তাহলে তারা হবে চতুর্থ দেশ যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার পরই বিশ্বকাপ জিতেছে। আগে এ কৃতিত্ব দেখিয়েছে পশ্চিম জার্মানি (এখন শুধুই জার্মানি), ফ্রান্স আর স্পেন। মেক্সিকো হচ্ছে এমন একটি দেশ যারা একবারও শিরোপা না জিতে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছে - মোট ১৬ বার। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে? এই তালিকার দিকে তাকালে আপনি দেখবেন পেলে-ম্যারাডোনার মতো অনেক বহুল আলোচিত তারকার নাম আসছে বেশ পেছনের দিকে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা - মোট ১৬টি। দ্বিতীয় স্থানে আছেন ২০০২ সালের সেই ন্যাড়ামাথা ব্রাজিলিয়ান রোনাল্ডো - যার পুরো নাম রোনাল্ডো লুই নাজারিও দে লিমা। তিনি বিশ্বকাপে গোল করেছেন মোট ১৫টি। তৃতীয় স্থানে পশ্চিম জার্মানির গের্ড মুলার (১৪টি) আর চতুর্থ স্থানে ফ্রান্সের জুস্ত ফঁতেইন (১৩টি)। পঞ্চম স্থানে আছেন ব্রাজিলের পেলে (১২টি)। আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ গোল ৮টি। আর এবারে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলও করেছেন একজন জার্মান - টমাস মুলার - মোট ১০টি। চুরি হয়ে গেছে প্রথম বিশ্বকাপ ট্রফি জুল রিমে কাপ প্রথম বিশ্বকাপের ট্রফিটির নাম ছিল জুল রিমে কাপ - ফিফার সেসময়কার প্রেসিডেন্টের নামে। সেটি ছিল ১০ সেন্টিমিটার উঁচু সোনার তৈরি পাখা-ছড়ানো পরীর মূর্তি। ট্রফিটি প্রথমবার চুরি হয় ইংল্যান্ডে ১৯৬৬ সালের মার্চ মাসে। লন্ডনে এক প্রদর্শনী থেকে এডওয়ার্ড ব্লেচলি নামেএক সাবেক সৈনিক এটি চুরি করে। পুলিশ তাকে ধরতে পারলেও ট্রফিটি পায় নি।

পরে দক্ষিণ লন্ডনের নরউড এলাকার একটি পার্কে হেঁটে বেড়ানোর সময় ডেভ করবেট নামে এক ব্যক্তির কুকুর `পিকলস` সেই ট্রফি খুঁজে পায় ২৭শে মার্চ। তিনবার বিশ্বকাপ জেতার পর ১৯৭০ সালে ব্রাজিলকে চিরতরে দিয়ে দেয়া হয় জুল রিমে ট্রফি - কিন্তু ১৯৮৩ সালে তা হারিয়ে যায়। আর কখনোই তা পাওয়া যায় নি। ধারণা করা হয় চোরেরা কাপটি গলিয়ে সোনা হিসেবে বিক্রি করে দিয়েছে। তবে এর ভিত্তিটি সংরক্ষিত আছে জুরিখের ফুটবল মিউজিয়ামে।।

খেলা কোথায় কোথায় হবে?
রাশিয়া একটি বিশাল দেশ। এতই বড় যে রাজধানী মস্কো থেকে পূর্ব প্রান্তের ভ্লাডিভস্টক পর্যন্ত ট্রেনে করে যেতে আপনার সময় লাগবে প্রায় সাত দিন। এত বড় দেশে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তাই খেলাগুলো রাখা হয়েছে মূলত রাশিয়ার ইউরোপের-নিকটবর্তী অংশে, যাতে এক শহর থেকে আরেক শহরে যেতে অপেক্ষাকৃত কম সময় লাগে। খেলাগুলো হবে মস্কো, সেন্ট পিটার্সবুর্গ, কালিনিনগ্রাদ, ভলগোগ্রাদ, সোচি, রোস্টভ-অন-ডন, ইয়েকাতেরিনবার্গ, কাজান, সামারা, সারানস্ক, নিঝনি-নভোগরদ - এই শহরগুলোতে। ফুটবল গুন্ডা এবং দাঙ্গাবাজদের এবার কিভাবে সামলানো হবে? রাশিয়ায় ২০১৬ সালে যখন ইউরো টুর্নামেন্ট হয়েছিল - তখন ফুটবল সমর্থকদের মধ্যে বেশ গুরুতর সংঘর্ষ-দাঙ্গা হয়েছিল। কিন্তু এবার বিশ্বকাপের সময় যেন তা না হয় সেজন্য রাশিয়া আশ্বাস দিয়েছে। চিহ্নিত ফুটবল-গুন্ডাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং ইউরোর সময় যারা গোলমাল করেছিল - তাদের কাউকে আসতে দেয়া হবে না - বলছেন কর্মকর্তারা। বিশ্বকাপের ফাইনাল হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে, ১৫ই জুলাই।
Offer Source: Plz, click here to show
Offer Id: 372
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: ইসরায়েলের বিরুদ্ধে খেলা বাতিল করলো আর্জেন্টিনা

Offer Details:

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণের বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপের মুখে ইসরায়েলের সাথে ফুটবল ম্যাচ খেলবে না আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে আগামী শনিবার জেরুসালেমে এ খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন ইএসপিএন স্পোর্টসকে ম্যাচ বাতিলের কথাটি জানিয়েছেন। "তারা শেষ পর্যন্ত সঠিক কাজটি করেছে," মি: হিগুয়েইন এ কথা বলেছেন ইএসপিএন স্পোর্টসকে। আর্জেন্টিনার গণমাধ্যমে এ ম্যাচ বাতিলের খবর প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েলি ফুটবল এসোসিয়েশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এদিকে ইসরায়েলের সংস্কৃতি মন্ত্রী মিরি রেগেভ জেরুসালেম পোস্ট পত্রিকাকে বলেছেন, "আমি আশা করি এ সিদ্ধান্তের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় কোন সন্ত্রাসবাদের জন্ম দেবে না।" আর্জেন্টিনা ফুটবল ম্যাচ বাতিলের খবর গাজায় ছড়িয়ে পড়ার পর ফিলিস্তিনদের মাঝে বেশ উৎফুল্ল ভাব দেখা গেছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনদের বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পশ্চিম তীরের রামাল্লা শহরে ফিলিস্তিনি ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে ইসরায়েলের সাথে ম্যাচ বাতিলের জন্য আর্জেন্টিনার স্ট্রাইকার লিওনেল মেসি এবং তাঁর সতীর্থদের ধন্যবাদ জানিয়েছে। "মূল্যবোধ, নৈতিকতা এবং খেলা জয়লাভ করেছে এবং এ ম্যাচ বাতিলের মাধ্যমে ইসরায়েলকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে," বলেছেন ফিলিস্তিনি ফুটবল এসোসিয়েশনের চেয়ারম্যান জিবরি রাজৌব। এ ম্যাচ বাতিলের আগে মি: রাজৌব ফিলিস্তিনিদের প্রতি আহবান জানিয়েছেন তারা যাতে লিওনের মেসির ছবি এবং নকল জার্সিতে অগ্নিসংযোগ করে। ফিলিস্তিনি ক্যাম্পেইন গ্রুপ আভাজ এ ম্যাচ বাতিলের দাবি জানিয়ে আসছিলো। ম্যাচ বাতিলের ঘোষণা আসার পর তারা আর্জেন্টিনার সিদ্ধান্তকে "সাহসী নৈতিক সিদ্ধান্ত" হিসেবে বর্ণনা করেছে। আভাজ ক্যাম্পেইন গ্রুপের পরিচালক অ্যালিস জে বলেছেন, "এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জেরুসালেমে খেলার সাথে বন্ধুত্বের কোন সম্পর্ক নেই। কারণ এর কয়েক মাইল দূরে ইসরায়েলি বন্দুকধারীরা নিরস্ত্র ফিলিস্তিনদের গুলি করে মারছে।" বিশ্বকাপের আগে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য সর্বশেষ প্রস্তুতিমূলক ম্যাচ।পশ্চিম জেরুসালেমের একটি স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। জেরুসালেম ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য খুবই স্পর্শকাতর জায়গা। পুরো জেরুসালেমকে ইসরায়েল মনে করে অবিভক্ত রাজধানী।অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে মনে করে। আর্জেন্টিনা এবং ইসরায়েল ম্যাচটি প্রথমে হাইফা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেটি পশ্চিম জেরুসালেমে সরিয়ে আনা হয়। এ সিদ্ধান্ত ক্ষুব্ধ করেছিল ফিলিস্তিনিদের। গতমাসে মার্কিন দূতাবাস জেরুসালেমে সরিয়ে আনার মাধ্যমে শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
Offer Source: Plz, click here to show
Offer Id: 368
Company Name: Selltoearn.com
Contact No.: 01727442293
E-mail: info@selltoearn.com
Business Type: Sports
Location: ABROAD
Offer Title: বিশ্বকাপের মাতাল হাওয়া’র উদ্বোধন মঙ্গলবার

Offer Details: বিশ্বকাপে বিশ্ব কাঁপে। মেসি-নেইমার-রোনালদোদের পায়ের কারুকাজে বিশ্ব মাতে। প্রিয় দলের গোলের উৎসবে মেতে উঠবে ভক্ত-সমর্থকরা। একমাস বিশ্বকাপে বুঁদ হয়ে যাওয়ার দিন চলে এসেছে। ১৪ জুন রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে কিক অফের বাঁশি বাজিয়ে দেবেন রেফারি। স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের লড়াইয়ের মধ্যদিয়ে শুরু হয়ে যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের লড়াই। বিশ্বকাপ শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। আয়োজক রাশিয়াও সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। রাশিয়ার ১১ শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৬৪টি ম্যাচ। পুরো রাশিয়া ঘুরে সেই লুঝনিকি স্টেডিয়ামেই ১৫ জুলাই সমাপনীর মাধ্যমে চাদর টেনে দেয়া হবে বিশ্বকাপের। তার আগে বিজয়মঞ্চে সোনালি ট্রফিটা নিয়ে মেতে উঠবে বিশ্বজয়ী ফুটবলাররা। বিশ্বকাপের জ্বরে ইতোমধ্যেই কাঁপতে শুরু করেছে বাংলাদেশ। নিজের দেশ নেই বিশ্বকাপে। আদৌ কখনো খেলতে পারবে কি-না সেই নিশ্চয়তা নেই। তাই বলে কি বিশ্বকাপে হাতগুটিয়ে বসে থাকা যাবে! প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন কিংবা ফ্রান্সের পতাকা টানানো চলছে পাল্লা দিয়ে। কেউ কেউ তো কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানিয়ে প্রিয় দলের প্রতি নিজের অগাধ ভালোবাসা আর সমর্থন জানিয়ে দিচ্ছে। যারা সারাবছর খেলাধুলার কোনো খোঁজ-খবরই রাখে না, তারাও বিশ্বকাপের সময় হয়ে ওঠে এক-একজন বিশেষজ্ঞ। প্রিয় দলের সমর্থনে গলা ফাটাতেও প্রস্তুত সবসময়। ফুটবলপাগল ভক্ত-সমর্থকদের কথা চিন্তা করে এ দেশের মিডিয়াও বসে থাকে না। নানান আয়োজনের পসরা সাজিয়ে বসেন তারাও। পত্রিকাগুলো বের করে বিশেষ ম্যাগাজিনের। তবে এখন হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতার যুগ। প্রিন্ট করা মোট আর্ট পেপারের চকচকে ম্যাগাজিনটা হয়তো দেখতে সুন্দর; কিন্তু মানুষ এখন দারুণ ব্যস্ত। প্রিন্ট করা ম্যাগাজিন পড়ার সময় কই। অবসরের ফাঁকে মোবাইলের স্ক্রিনেই চোখ বুলিয়ে নেয়। জেনে নেয় বিশ্বের নানা খবর। কেউ বা অফিসে, বাসায় বসে কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখে। মোট কথা প্রযুক্তির এই যুগে প্রিন্টের চেয়ে অনলাইনই পাঠকের অনেক বড় ভরসার জায়গা। যুগের সাথে তাল মিলিয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমও তাদের পাঠকদের চাহিদার কথা মাথায় নিয়েছে। যে কারণে এক ক্লিকে যেন বিশ্বকাপের আদ্যোপান্ত সবকিছু জানা যায়, সে ব্যবস্থা পাঠকের জন্য করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজপোর্টালটি। তৈরি করেছে বিশ্বকাপের জন্য সম্পূর্ণ আলাদা ওয়েবসাইট ‘বিশ্বকাপের মাতাল হাওয়া।’ বিশ্বকাপ নিয়ে জাগো নিউজের বিশেষ এই আয়োজন ‘বিশ্বকাপের মাতাল হাওয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল মঙ্গলবার। প্রাণ-আরএফএল অডিটোরিয়ামে বিশেষ পোর্টালটির উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। উপস্থিত থাকবেন বাংলাদশের প্রথিতযশা ক্রীড়া লেখক এবং ক্রীড়া সম্পাদক এবং সাংবাদিকরা। প্রযুক্তিবান্ধব পরিবেশে যেন ভক্ত-সমর্থকরাও অনলাইনের মাধ্যমে বিশ্বকাপে মেতে উঠতে পারেন, সব ব্যবস্থাই রাখা হয়েছে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘বিশ্বকাপের মাতাল হাওয়া’য়। কী নেই এই বিশেষ পোর্টালে? বিশ্বকাপের নিয়মিত সংবাদের সঙ্গে থাকছে প্রতিটি দলের পরিচিতি, প্রতিটি দলের তারকা খেলোয়াড়, কোচ পরিচিতি। সেই দলের স্কোয়াড, নানান পরিসংখ্যান। দারুণ সব ছবির সমাহার। থাকছে ডিজিটাল সময়সূচি। পাঠকরা চাইলে নিজের প্রিয় দলের সূচিকে ‘রিমাইন্ড’ করে রাখতে পারেন। এতে করে, ওই দলের খেলার ঠিক আগমুহূর্তে পাঠকের মোবাইল কিংবা ই-মেইলে চলে যাবে স্মরণ করে দেয়ার বার্তা (রিমাইন্ডার মেসেজ)। বিশ্বকাপের প্রতিটি ভেন্যুর আলাদা বর্ণনা। পড়লেই মনে হবে, রাশিয়ার শহর থেকে শহরে, ভেন্যু থেকে ভেন্যুতে ঘুরে বেড়াচ্ছেন পাঠকরা। থাকছে বিশ্বকাপে বিশ্বসেরা সাবেক এবং বর্তমান তারকা ফুটবলারদের দুর্লভ সব সাক্ষাৎকার। ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের অজানা সব ইতিহাস, বিশ্বকাপের ইতিহাসে বিস্ময়, বিতর্ক কিংবা শিহরণ জাগানো নানা ইতিহাসও তুলে ধরা হয়েছে এই পোর্টালে। সঙ্গে পাঠকদের জন্য থাকছে তিনটি দুর্লভ গ্যালারি। যেখানে রাখা হয়েছে ১৯৩০ থেকে ২০১৮ রাশিয়া পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ব্যবহৃত বল, পোস্টার কিংবা মাসকটের ছবি এবং ছোট ছোট ইতিহাস। সবশেষে থাকছে বিশ্বকাপের দুর্লভ গ্যালারি। জানা-অজানা নানা পরিসংখ্যানের ভান্ডার। মোটকথা, বিশ্বকাপের একটি পরিপূর্ণ প্যাকেজ ‘বিশ্বকাপের এই মাতাল হাওয়া।’
Offer Source: Plz, click here to show


মিডিয়া এসটিএন**** info@selltoearn.com***

মিডিয়া এসটিএন

Kaliakair, Gazipur, Dhaka, Bangladesh.
https://www.selltoearn.com

প্রধান উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

E-mail:selltoearnmoney@gmail.com

উপদেষ্টা সম্পাদক: Selltoearn.com

কারিগরি সহযোগীতায় :
হেমাস আইটি http://www.selltoearn.com

E-mail: info@selltoearn.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার মিডিয়া এসটিএন