শুধু অনুভূতিটুকুই আমি

এ. কে আজাদ শুধু অনুভূতিটুকুই আমি – এ. কে আজাদ শুন্যের দেয়ালে আবদ্ধ জানালায় অংকিত রুপ তুমি – ভাবনা। হারিয়ে যাও হঠাৎ ক্ষনে, – মায়া-মোহ ফেলে নিভৃতের তল। আকাশের কোণে বহে চাপা বেদনায় দু- এক ফোঁটা অশ্রুজল। ক্ষনে-ক্ষনে হারিয়ে যাও তুমি – কত শত রুপ লীলায়। ইতিহাস হয়ে যুগ-যুগ ধরে, ধরনীর বুকে হও মঞ্চায়িত- সত্য-সুন্দরের পাতায় পাতায়। পুরীতে হলে দেখা পর্দার ভেলা, অস্তিত্বের রুপ যেন স্রোতের মেলা! অস্পর্শের স্পর্শে সৃষ্ট সত্যসুন্দর লীলা। হারিয়ে গেলে এইতো সেদিন – সৃজিত সৃজনের ভীরে, – লোক- লোকালয় ঘিরে, শুন্য- মহাশুন্য প্রান্তরে- ধর্ম- ধর্মান্তরের পাতায়-পাতায়। এত কাছে তুমি, তবু কত দূরে- তবু কোথা ঠাই? জানিয়া জানাতেও, সাধক বলে নাই – কেন ঘরটা বাহিরে! তবে মূর্খ এই অধম, ক্ষনে ক্ষনে তব চরনে রাখিয়া আঁখি, শব্দের পদ্মে রচে বরমাল্য – আলোর দুনিয়াই। জানি সেখানেও রবে তুমি, গোধূলির তটে- আধুনিক স্বাধীনতার মত, চিত্রিত চির অজানায়। তাই মহাশূন্য এই বুকে উদাসী অনুভূতির বাঁকে, আঁকি গ্রহ- নক্ষত্রের মত লক্ষ-কোটি ছবি, অনুভবের নিভৃত গহনে- শুধু তোমাকে দেখব বলে। আর তুমি- সেই অনুভূতিটুকুর প্রান, শুধু অনুভূতিটুকই আমি! Md. Abul Kalam Azad/ 23.03.2016