সাধারণ জ্ঞান…

[ সাধারণ জ্ঞান ] ১। ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি? ক. আরেক ফাল্গুন খ. ভাষা আমার মা গ. কালিন্দী ঘ. প্রভাতের ডাক ২। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? ক. ১১০ খ. ১১৪ গ. ১১৮ ঘ. ১২২ ৩। ঢাকার ঐতিহাসিক ‘আহসান মঞ্জিল’ নির্মিত হয় কবে? ক. ১৭৭০ সালে খ. ১৮৭২ সালে গ. ১৮১০ সালে ঘ. ১৯০৯ সালে ৪। বিশ্বের রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অবস্থান কত? ক. প্রথম খ. দ্বিতীয় গ. সপ্তম ঘ. অষ্টম ৫। এভারেস্টজয়ী প্রথম বাঙালি নারীর নাম কী? ক. শিপ্রা মজুমদার খ. শামীমা খাতুন গ. সীমা খান ঘ. বিপাশা মজুমদার ৬। ‘বলাকা’ কোন শস্যের উন্নত জাত? ক. গম ঘ. পাট গ. টমেটো ঘ. ধান ৭। কোনটি বলকান রাষ্ট্র হিসেবে পরিচিত? ক. লাটভিয়া খ. নরওয়ে গ. পর্তুগাল ঘ. ক্রোয়েশিয়া ৮। ভুটানের আইনসভার নাম কী? ক. পঞ্চায়েত খ. সোগডু (Tshogdu) গ. জোংখা ঘ. মজলিশ ৯। কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে? ক. মোস্তাফা জব্বার খ. জন অ্যাটানা ফস গ. মেহেদি হাসান ঘ. হাওয়ার্ড একিন ১০। ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য কোথায় অবস্থিত? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১। ‘কপিয়াপো’ কোন দেশের শহরের নাম? ক. আমেরিকা খ. ঘানা গ. মেক্সিকো ঘ. চিলি ১২। কোন সংস্থার সদর দপ্তর নেই? ক. ন্যাম খ. ন্যাটো গ. এপেক ঘ. আইএমএফ ১৩। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রথম নারী উপ-পরিচালক কে? ক. দিনিয়া জোন্স খ. আরভিন হাইসেন গ. টোমিকা রিক্তো ঘ. লাইলা আক্তার ১৪। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ‘পিপীলিকা’ উদ্বোধন করা হয় কবে? ক. ১০ এপ্রিল, ২০১৩ খ. ১১ এপ্রিল, ২০১৩ গ. ১২ এপ্রিল, ২০১৩ ঘ. ১৩ এপ্রিল, ২০১৩ ১৫। বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে প্রণীত হয়? ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৬ সালে গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৮০ সালে ১৬। ‘মানব কম্পিউটার’ ও ‘মানব ক্যালকুলেটর’ নামে খ্যাত কে? ক. শকুন্তলা দেবী খ. ওয়াইজম্যান গ. আব্দুল করিম কাশেম ঘ. দাওয়া জাওয়ারা ১৭। ২০১৩ সালের ২৩ এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৩তম সেক্টরের কার্যক্রম শুরু হয় কোথায়? ক. রাঙামাটি খ. বান্দরবান গ. খাগড়াছড়ি ঘ. কুড়িগ্রাম ১৮। মালালা ইউসুফজাই রচিত স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী? ক. আই অ্যাম মালালা খ. মালালা ইউসুফজাই গ. ফাইট ফর এডুকেশন ঘ. কোনোটিই নয় ১৯। BSEC-এর পূর্ণরূপ কী? ক. Bangladesh Securities and Exchange commission খ. Bangladesh steel and Engineering commission গ. Bangladesh securities and Exchange corporation ঘ. কোনোটিই নয় উত্তর : ১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ক ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক তথ্য সূত্র : কালের কণ্ঠ, ৬ নভেম্বর, ২০১৩ ।

If any mistake or update, plz.......search and update it by google.com