সফল বক্তাই সফল ব্যক্তি

যদি থাকে কথায় রস কথার যাদুতে দুনিয়া বশ। * কথোপকথন একটি S K I L L S = Supportive Talker= সহায়ক কথোপকথনকারী K = Knowledgeable Individual= জ্ঞানসম্পন্ন ব্যক্তি I = Intelligent Questioner= বুদ্ধিমান প্রশ্নকারী L = Logical Summarizer= যুক্তিসংগত সংক্ষেপক L = Lovely Listener = চমৎকার শ্রোতা কথোপকথন হোক্ বা ভাষন হোক ৮ `C’ সিদ্ধান্ত: Clarity – স্পষ্টতা Concreteness –নিরেট Correctness –সঠিক Conciseness – সংক্ষিপ্ত Colour – রঙ্গীন Commonsense – সাধারন জ্ঞান Creativity – সৃজনশীলতা Courtesy –শিষ্টাচার ভাষন সফর ১. আপনার ভাষনের উদ্দেশ্য। ২. ভাষন দেবার তারিখ। ৩. অনুষ্ঠানের সময়। ৪. ভাষনে আপনার ক্রম/ সিরিয়াল। ৫. ভাষনে বলার সামগ্রিক প্রস্তুতি। ৬. শ্রোতাদের বয়স সীমা, শিক্ষা, লিঙ্গ, আর্থিক স্তর। ৭. সাফল্যের জন্য মনোজ্ঞ বিষয়। ৮. কত মিনিটের ভাষন। ৯. আপনি ছাড়াও কি অন্য বক্তারা আছে। ১০. অনুষ্ঠান কোথায় হচ্ছে ? ১১. ভাষন দেওয়ার জন্য আপনি আমন্ত্রিত কেন ? ১২. ভাষনকে প্রভাব শালী করে তুলার জন্য কি টেকনিক থাকবে ? ১৩. আয়োজকদের কাছ থেকে আবার একবার জেনে নেওয়া যাক যে, অনুষ্ঠানের সরুপ আর আপনার ভূমিকায় কোন পরিবর্তন হয়েছে কিনা। ভাষন তৈরি করার তিন পর্যায় Data Collection –তথ্য সংগ্রহ করা। Data Selection –তথ্য বেছে নেওয়া। Data Arrangement – ভাষনের ধাচে তধ্য সাজানো। সকলকে অনেক অনেক ধন্যবাদ ।