পরীক্ষায় রেজাল্ট ভাল করার ২০টি উপায়ঃ

পরীক্ষায় রেজাল্ট ভাল করার উপায়… ১। নিজেকে বিশ্বাস করি এবং শুধু মাত্র পড়াশোনায় মন দেই। ২। মেধবী ছাত্র-ছাত্রী, শিক্ষক, বন্ধু-বান্ধবীর সাথে মেলামেশা করি । ৩। লজ্জা, দ্বিধা ভয়-তিনে পরাজয়…এসব দুর করে দেই । ৪। অন্যকে নকল না করে নিজের ঘাটতি ও চাহিদা মোতাবেক পড়ি । ৫। আমার যা আছে, যতটুকু আছে তাই নিয়েই পাঠ্য চালিয়ে যাই । ৬। পেছনের ব্যর্থতা ভুলে গিয়ে মনের মধ্যে জোড় সৃষ্টি করি । ৭। পড়া ফেলে না রেখে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে নেই । ৮। বই কিনে টাকা খরচ করি এবং গন্ডগোলের মধ্যে পড়ার চেষ্টা করি । ৯। সব কিছুর শুরুতে সুষ্ঠু পরিকল্পনা করে নেই । ১০। পড়ার পাশাপাশি অন্তত ১পাতা করে নিজের সাথে প্রতিযোগিতা করি । ১১। দুশ্চিন্তা, ঈর্ষা, অহংকার দূর করে নিজের সাথে প্রতিযোগিতা করি। ১২। আমি যা হতে চাই এর লক্ষ নির্ধারণ করে পড়াশোনা করি। ১৩। নিজের গুণ খোজে বের করি ও কথা বার্তায় অংশ গ্রহণ করি। ১৪। মনে জেদ রাখবো, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পুনঃপস্তুতি নেই । ১৫। কনফিডেন্স/ আস্থা গড়ে তুলি ও নার্ভাসনেস দূর করি। ১৬। নিজের মধ্যে জাগিয়ে তুলি ছাত্র-সুলভ মনোবৃত্তি । ১৭। ছোটদের পড়া ও সমবয়সীদের সাথে পড়া-পড়া খেলি। ১৮। নিজেকে জানার চেষ্টা করি, নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করি । ১৯। পড়াশোনায় গভীর মনোযোগ সৃষ্টির জন্য ধ্যান করি। ২০। রোজ নির্দিষ্ট সময়ে পড়তে বসার অভ্যাস করি । বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান এর ১১ টি ধারা মনে রাখা টেকনিক: প্ররমৌ নিআবি নিমক সংবি ১। প্রজাতন্ত্র=প্র ২। রাষ্ট্রপরিচালনার মূলনীতি=র ৩। মৌলিক অধিকার=মৌ ৪। নির্বাহী বিভাগ=নি ৫। আইন সভা=আ ৬। বিচার বিভাগ=বি ৭। নির্বাচন=নি ৮। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক=ম ৯। বাংলাদেশের কর্ম বিভাগ=ক ১০। সংবিধান সংশোধন=সং ১১। বিবিধ=বি জান্নাতি এগারো রমনী ১। হযরত খাদিজা (রাঃ) – হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী। ২। হযরত মরিয়ম (আঃ) – ইমরান ইবনে নাশীর কন্যা + ঈসার মা। ৩। হযরত আছিয়া (আঃ) – মিশরের রাজা কাবুসের স্ত্রী। ৪। হযরত ফাতেমা (রাঃ) -হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা আলীর স্ত্রী। ৫। হযরত হাজেরা (আঃ)- ইব্রাহিমের ২য় স্ত্রী– ঈসমাইলের মা। ৬। হযরত রহিমা (রাঃ) -ফাহিমের কন্যা + আলীর স্ত্রী। ৭। হযরত মা আমেনা (রাঃ) -হযরত মুহাম্মদ (সাঃ) এর মা। ৮। হযরত আয়েশা (রাঃ) -হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী। ৯। হযরত উম্মে সালমা (রাঃ) -পিতা ওমাইয়া মাতা আতেকা। ১০। হযরত মামুনা (রাঃ)- হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী। ১১। হযরত উম্মে হবীবা (রাঃ) – হযরত মুহাম্মদ (সাঃ) এর স্ত্রী। —–মাওলানা মুহাম্মদ আবু জেরিন খন্দকার।