সংখ্যা, সাল ও তারিখ মনে রাখার কৌশল…

# সংখ্যা, সাল তারিখ মনে রাখা নিয়ে একটি ভীতি প্রায় সবার মাঝে কাজ করে। # অথচ একটু কৌশল খাটিয়ে এগুলোকে পর্যক্রমে সাজিয়ে নিন, দেখন সংখ্যা, সাল বা তারিখ মনে রাখা কত সহজ! # একই সাল বা তারিখের ঘটনাগুলো কে একত্রে সাজিয়েও মনে রাখতে পারেন। # প্রয়োজনে নিজের মতো করে ছন্দ তৈরি করে মনে রাখুন। # আপনার প্রিয় মানুষগুলোর জন্মদিন/সালের সাথে অন্য ঘটনা মিলিয়ে মনে রাখুন। # খতায়/বইয়ে সুন্দর করে এক পৃষ্টায় লিখে রাখুন।বার বার দেখুন। # জ্যামের মধ্যে বসে না থেকে স্মরণ করার চেষ্টা করুন! # মোবাইলে প্রত্যেকটি নাম সেভ করার সাথে সাথে কিছু তথ্য সংক্ষেপে যোগ করে নিন। # আউট বক্সে কিছু মেসেজ, সেভও করে রাখতে পারেন, যেকোনো যায়গায় বসে দেখার সুবিধার্থে। # দেয়ালে বা সামনে যাকিছু থাকে এর মধ্যে লিখে বার বার দেখলেই কঠিন বস্তুও মনে থাকবে ইনশাল্লাহ্ । চাকুরি নিয়ে/ পড়াশুনার জন্যে বিদেশ যাত্রা… যে যে দলিল প্রয়োজনঃ ১. ভিসা হচ্ছে শ্রম গ্রহণকারী দেশের ইমিগ্রেশন থেকে সেদেশে যাওয়ার অনুমতি পত্র। চাকুরির জন্য ‘এমপ্লয়মেন্ট ভিসা’ পড়াশোনার জন্য ‘ছাত্র ভিসা’ BMET এর বহির্গমন ছারপত্র ২. ঐ দেশের দূতাবাস বা (BMET ) কর্ম সংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর প্রদেয় ফিঙ্গার প্রিন্টের স্মার্ট কার্ড। ৩. মেডিক্যাল সনদ : দূতাবাস নির্ধারিত ক্লিনিকের মাধ্যমে তা করতে হয়। ৪. ভিসা সিল সহ পাসপোর্ট ৫. বিমানের টিকিট (যাত্রা বিরতি বা সরাসরি কিনা জানুন) ৬. দুটি ব্যাংক একাউন্ট খোলুন : নিজের ও পরিবারের কারও। (ভাল বাণিজ্যিক ব্যাংক) যেমন : সোনালী ব্যাংক ৭. চাকুরি বা পড়াশোনার চুক্তি : (বেতন/ সময়/ অন্য সুবিধা/ স্থায়ীত্ব) ৮. ঐ দেশের বাংলাদেশের দূতাবাসের ঠিকানা । মোবা: নম্বর প্রয়োজনীয় কিছু নম্বর ও ঠিকান ১) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো (বি এম ই টি) : ৮৯/২, কাকরাইল ঢাকা, টেলিফোন: ৯৩৫৭৯৭২।www.bmet.org.bd ২) বোয়েসেল : ৭১-৭২ এলিফেন্ট রোড, ইস্কাটন গার্ডের ঢাকা। ৯৩৬১৫১৫, ৯৩৩৬৫৫১।www.boesl.org.bd ৩) বায়রা : বায়রা ভবন, ১৩০ নিউ ইস্কাটন রোড, ঢাকা, ৮৩৫৯৮৪২, ৯৩৪৫৫৮৭ www.hrexport-baira.org ৪) রামরু : অভিবাসক বিষয়ক বেসরকারি সংস্থা রামরুতে গিয়েও যে কোন তথ্য পেতে পারেন। ঠিকানা : রামরু, ৩/৩-ই বিজয়নগর, টেলিফোন : ৯৩৬০৩৮,www.rmmru.net যে দেশে যাবেন : অর্থাৎ এদেশে বাংলাদেশের দুতাবাস আছে ও প্রতিবছর শ্রমিক নেওয়া হয় এবং পড়াশোনার পাশাপশি চাকুরির ব্যবস্থা আছে। ১) মালয়েশিয়া এর কেতারা ২) মক্কার মিসমালা ৩) জেদ্দার নাজলা ৪) রিয়াদের হারা ৫) নিউয়ার্কের জ্যাকমানবইটয় ৬) কানাডার টোরোন্ট ৭) অস্টেলিয়ার সিডনি ৮) লন্ডনের ব্রিকলেন ৯) কুয়েত ১০) ওমান ১১) লিবিয়া ১২) বাহরাইন ১৩) মরাশাস ১৪) লেবানন ১৫) জর্ডান ১৬) দক্ষিন কোরিয়া ১৭) ব্রিসবেন ১৮) ইতালি ১৯) গ্রিস ২০) রুমানিয়া প্রয়োজনীয় প্রশিক্ষন * আপনি যে বিষয়ে দক্ষ, সে বিষয়ে খোঁজ নিন। বিদেশে নিয়োগের খবরাখবর পাওয়া যাবে ১) ঢাকার ১৩০ নিউ ইস্টাইন রোডের বায়ড়া বভন, ২) জেলা পশাসকের কার্যলয় ৩) সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল ৭১-৭২ এলিফেন্ট রোড ও ৪) দৈানিক প্রত্রিকাগুলোর মাধ্যমে। * বাংলাদেশ থেকে যারা বিদেশে যান তাদের—– ১) পেশাজীবী ২) দক্ষ ৩) আদা দক্ষ ও ৪) অদক্ষ্য ৪টি শ্রেণীতে ভাগ করা হয় * বায়রাব সভাপতি (জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান) । পাসপোর্ট হলো কোন ব্যাক্তির জাতীয়তার পরিচয় পত্র ও তাকে দেশের বাহিরে যাবার অনুমতি পত্র। এটি সংগ্রহ করুন। কোথায় এর ফরম পাওয়া যাবে। পাসপোর্ট অফিস কিংবা ওয়েব সাইটে : www.bip.gov.bd এই ঠিকানায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) ফরম পাওয়া যাবে। বি: দ্র: এখন আর হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ নেই। অভিবাসন প্রত্রিয়ার সাথে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো হলো, ১) বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় । ২) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন বুরো (বি এম ই টি) ৩) সরকারি একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল। ৪) বেসরকারী প্রায় এক হাজার রিক্রুটিং এজেন্সি যাদের প্রত্যেকের একটি করে লাইসেন্স নম্বর আছে। ৫) এর বাইরে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজন আপনাকে বিদেশে নিয়ে যেতে সাহায্য করতে পারেন । বাইরে যেতেঃ জেলা কার্যালয়ে গিয়ে নাম নিবন্ধন করতে পারেন। কোন দেশে যে কত খরচ পড়বে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোন নীতিমান করেনি সরকার। বিষয়টি নিয়ে কাজ চলছে। টাকা লেনদেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে বা রসিদের মাধ্যমে করবেন। গত বছর সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে। মাত্র শতকরা ৯ ভাগ সুদে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশগামীরা ঋণ নিতে পারছেন। এজন্য তাকে বিদেশে চাকুরির নিয়োগ পত্র দেখালেই চলবে। BOESL = Bangladesh Oversea Employment and serveces Ltd. /Bureaece of manpower, Employment and training. (BMET)