উন্নত জাতের শস্য ও ছন্দ…

 জাতের ছন্দ: পদ্মার তরে, যমুনা মরে/মহান্দার আম, ইছামতির ময়না ধান! ব্যাখ্যা: নদীর নাম বাদে পদ্মা হল তরমুজের জাত, যমুনা মরিচের/ মহান্দার আম এবং ইছামতি ও ময়না ধানের জাত।  তামাক: উৎপাদনে শীর্ষ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শীর্ষ রংপুর। জাতের ছন্দ: তামাক ব্যবসায়ী জামাই, সুমাত্রাকে নিয়ে ম্যানিলা গেছে.. ব্যাখা: জ্যামাইকা, সুমাত্রা, ম্যানিলা ইত্যাদি উন্নত তামাকের জাত।  গম: উৎপাদনে শীর্ষ চীন। রপ্ততানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ মিশর।বাংলাদেশে শীর্ষ রংপুর। চাহিদা ৩০-৩৫ লক্ষ মে.টন। মোট উৎ. ১০লক্ষ মে.টন। জাতের ছন্দ: আনন্দ-আকবর, অগ্রাণী-সোনালিকে নিয়ে/ কাঞ্চন-বরকত, দোয়েল ও শতাব্দীকে নিয়ে/ জোপাটিকা মোড় হতে গম ভাজা কিনে বলাকা সিনেমায় ঢুকল! ব্যাখ্যা: উন্নত গমের জাত গুলো হল আনন্দ-আকবর, অগ্রানী-সোনালিকা, কাঞ্চন-বরকত, দোয়েল, শতাব্দী, জোপাটিকা, বলাকা ইত্যাদি।  ভুট্টা: উৎপাদন + রপ্তানীতে শীর্ষ যুক্তরাষ্ট্র। আমদানীতে শীর্ষ জাপান। কর্ণ সিরাপে থকে গ্লুকোজও মল্টোজ। ছন্দ: বর্নালী, শুভ্র ভুট্টা/ ব্রাকের ভুট্টা উত্তরন। [শুভ্রা উন্নত জাতের লেয়ার মুরগী] ব্যাখ্যা: বর্নালী , শভ্র এগুলো ভুট্টার জাত। [ ব্রাকের আমদানীকৃত জাতের নাম উত্তর ]  পেয়ারা: জাতের ছন্দ: কাঞ্চন নগরের কাজী পেয়ারা, স্বরূপকাঠি এবং এলাহাবাদের মুকুন্দপুরিতে ভল জন্মে। ব্যাখ্যা: কাঞ্চন নগর, কাজী (আকারে বড়, ফলন বেশি, তবে কম মৃষ্টি), স্বরূপকাঠি [এটি আমাদের নিজের এলাকার পেয়ারা, এগুলো আকারে মাঝারি, মিষ্টি ওঅনেক সুস্বাদু, খেয়ে ভালো না লাগলে পয়সা ফেরৎ!], এলাহাবাদ, মুকুন্দপুরী ইত্যাদি পেয়ারার জাত।  সরিষা: জাতের ছন্দ: অগ্রণী সরিষার দৌলত, সম্পদ, সম্বল আজ সব সোনালী অতীত! ব্যাখ্যা: অগণী, দৌলত, সম্পদ, সম্বল, সোনালী ইত্যাদি উন্নত সরিষার জাত।  কলা: জাতের ছন্দ: মোহন বাঁশি, মোহন সাগর/ বীট জবা সব কলা। ব্যাখ্যা: মোহন বাঁশি, মোহন সাগর, বীট জবা ইত্যাদি কলার জাত।  টমেটো: জাতের ছন্দ: টমেটো খাওয়ার লোভ দেখিয়ে মানিক-রতন-বাহার/ শিলা-রুমা ও শ্রাবণীকে নিয়ে… … … শেষে সিঁদুর পরিয়ে দিল। ব্যাখ্যা: মানিক, রতন, বাহার, শিলা, রুমা, শ্রাবণী, সিঁদুর ইত্যাদি টমেটোর জাত।  আলু: আলু বাংলাদেশে আমদানী করা হয় নেদারল্যান্ড (হল্যান্ড) হতে। ছন্দ: হীরা ললিতা/ কুফরী, সিন্দুরিকে আঁচ করেছিলাম ডায়মন্ড! আসলে এরা আলু…কার্ডিনেল আলু(!!) ব্যাখ্যা:আলুর উল্লেখযোগ্য জাতগুলো হলো: হীরা, ললিতা, কুফরী, সিন্দুরী, আল্টা, ডায়মন্ড, কার্ডিনেল ইত্যাদি।