স্মৃতিশক্তি

স্মৃতিশক্তি কি করে কাজ করে ? প্রশ্ন: স্মৃতি কি জিনিস ? মনে করলে কেমন অনুভব হয় ? আমরা কি নিজের স্মৃতিকে স্মৃতির ব্যাপারে কখনো প্রশ্ন করেছি ? উত্তর: স্মৃতি জিনিসটা আর কিছুই নয়, এটা হচ্ছে নতুন চিন্তাধারা এবং নতুন তথ্যের সঙ্গে আগে খেকেই মস্তিষ্কের মধ্যে সুরক্ষিত রাখা চিন্তা ধারা এবং তথ্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা ! সম্পর্কের নিয়ম: আমরা কোন নতুন জিনিষ তখনই শিখতে পারি, যখন মস্তিষ্কের মধ্যে আগে থেকে সুরক্ষিত রাখা জিনিষের সঙ্গে নতুন জিনষটা যুক্ত হয়ে পড়ে ! এই সব বিভিন্ন পরিসংখ্যানের সম্পর্কই হচ্ছে স্মৃতি ! উদাহরন হিসেবে, আপনি যখন আপনার ছোটবেলার স্কুল বিল্ডিং-য়ের পাশ দিয়ে যান, তো আপনার পুরোন দিনের সব কথা মনে পড়ে যায় ! কারণ, স্কুল বিল্ডিং আপনাকে পুরোন অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয় ! স্কুল বিল্ডিংটা কোন-না-কোন ভাবে আপনার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে আছে ! চেইন পদ্ধতি: ধরুন, আপনি নিম্নলিখিত শব্দগুলোকে এই ক্রমে মনে রাখতে চান: ১. কুকুর ২. জুতো ৩. ফিল্ম ৪. ড্রাহন ৫. সাইকেল ৬. টেলিফোন ৭. পেন ৮. কোল্ড ড্রিংক ৯. চিতা ১০. টেপ রেকর্ডার ! পদ্ধতি – ১: বার-বার শব্দগুলোর পুণরাবৃত্তি করাটাও মনে করার পদ্ধতি হতে পারে ! এই পুণরাবৃত্তি ২৫-বারও হতে পারে ! পুরোপুরি মনে করতে ২-৩ দিনও লাগতে পারে ! পদ্ধতি – ২: দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এটা যে, দুটো শব্দের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলা যাক ! উদাহরন হিসেবে ভাবুন কুকুর জুতো পায়ে দিয়ে ফিল্ম দেখতে যাচ্ছে…. যে ফিল্মে ড্রাগন আছে ! ফিল্মে ড্রাহন সাইকেল চালাচ্ছে ! সাইকেল টেলিফোন বুথের সঙ্গে হিয়ে ধাক্কা খেল।টেলিফোন বুথে একজন লোক পেনের ডগা দিয়া টেলিফোন মেরামত করছে ! এবার কল্পনা করুন যে, পেনে কালির জায়গায় কোল্ড ড্রিংক ভরা আছে ! আপনি চিতা কে কোল্ড ড্রিংক খেতে দিচ্ছন ! চিতা টেপ-রেকর্ডারের গানের সুরে নাচ্ছে ! এরপরও কি আপনার আবার একবার প্রয়োজন আছে ? আপনার কাছে কোন্ পদ্ধতিটাকে সহজ বলে মনে হচ্ছে ? নিশ্চিত রূপে দু নম্বর পদ্ধতিটা সহজ। কিন্তু দুটি পদ্ধতির মধ্যে একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে সম্পর্ক স্থাপন। প্রথম পদ্ধতিতে এই সব শব্দ গুলো আগে থেকে মস্তিষ্কে উপস্থিত শব্দগুলোর সঙ্গে নিজে থেকে সম্পর্ক স্থাপন করে নেয়। কিন্তু পরে কোন স্তরে হয়তো আপনি শব্দের ক্রমকে মনে করতে ভুলেও যেতে পারেন। কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে আপনি জেনে-শুনে শব্দগুলোর ভেতরে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন, যেটা এক চেতন আবস্থা হয়। চেতন অবস্থায় গড়ে তোলা সম্পর্ক অবচেতন অবস্থার থেকে ভালো হয়।