Microsoft Word & Database Programming………..1 To concept word processing: Microprocessor এক সাথে যতগুলো বিটকে প্রক্রিয়াকরণের সক্ষম হয় তাকে word বলে। যে সকল প্রোগ্রামে আমরা লেখালেখির কাজ করে থাকি সে সকল প্রোগ্রামকে word processor বলা হয় । word processor প্রোগ্রামে আমরা যে লেখালেখির কাজ করে থাকি তাকে word processing বলা হয় । List of the word processor: Microsoft word (Ms word) Word perfect Word star Not pad ইত্যাদি । উপরোক্ত প্রোগ্রাম গুলির মধ্যে আমাদের দেশে Word star প্রথমে আসে, এর পরে Word perfect বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে Microsoft word । ইহাই যুগের শ্রেষ্ঠ এবং ইহাকে Standard word processor বলা হয়। To concept Microsoft word: Microsoft word হচ্ছে Microsoft কোম্পানী কর্তৃক তৈরী word processor যার মাধ্যমে লেখালেখির কাজ করা হয়। Start Microsoft word: start বাটনে click করি | Programmes/All Programmes এ মাউস পয়েন্টার রাখি। ডান পার্শ্ব থেকে Microsoft word-এ click করি । Screen পরিচিতি: Title Bar : প্রোগ্রামের শীর্ষদেশকে Title Bar বলে। টাইটেল বারে প্রোগ্রামের নাম এবং File এর নাম থাকে। Menu Bar: টাইটেল বারের নিচে File, Edit, View ইত্যাদি লেখা সম্বলিত লাইনকে মেনুবার বলে। Microsoft word এ মোট নয়টি মেনু আছে। Tool Bar: মেনু বারের নিচে বিভিন্ন Icon সম্বলিত যে সব লাইন দেখা যায় তাদের কে টুলবার বলে। Scroll Bar : Document Window এর ডানে উলম্বাকারে অর্থাৎ খাড়াখাড়ি ভাবে অবস্থিত Scroll Bar কে Vertical scroll Bar বলে। এর মাধ্যমে Document বা পৃষ্টার উপরে নিচে যাতায়াত করা যায়। নিচে আড়াআড়ি ভাবে অবস্থিত Scroll Bar কে Horizontal Scroll Bar বলে । Ruler: Word Screen-এ উপরে আড়াআড়ি ভাবে অবস্থিত scale কে Horizontal Ruler এবং বামে খাড়াখাড়ি ভাবে অবস্থিত scale কে Vertical Ruler বলে ।Ruler – এ বিভিন্ন মাপ পরিলক্ষিত হয় এবং Horizontal Ruler এর মাধ্যমে প্যারাগ্রাফের Indent তৈরী হয় । Cursor: word screen- যে বস্তুটি মিট মিট করে তাকে cursor বলে। কার্সর দেখে সহজেই বুঝা যায় কোথায় কাজ হচ্ছে। Keyboard পরিচিতি: Enter: কার্সরকে পরবর্তী লাইনে নিয়ে যায়। Backspace: কার্সর এর বাম পার্শ্বের অক্ষর মুছে ফেলে। Delete: কার্সর এর ডান পার্শ্বের অক্ষর মুছে ফেলে। Caps lock: ইংরেজী ছোট হাতের অক্ষর বড় হাতের টাইপ করা যায়। Shift: উপরের বর্ণ টাইপ করা যায় এবং caps lock এর বিপরীত কাজ করা যায়। Tab: কার্সর ১ ট্যাব (০.৫”) দূরত্বে নিয়ে যায়। Numlock: Numeric key pad on/off করে । Function key: key board এর উপরের সাড়িতে F1 হইতে F12 পর্যন্ত এই ১২টি চাবিকে/কি কে Function key বলে। এদের কাজ এক এক প্রোগ্রামে এক এক রকমের হয়ে থাকে।