আত্মবিশ্বাস গঠনের পন্থা………

শিশু যদি কেবল নিন্দা শুনতে শুনতে বড় হয় তবে সে নিন্দা-মন্দ করতেই শিখবে। আবার যদি প্রশংসা শুনে বড় হয়, তবে প্রকৃতমূল্য উপলব্ধি করতে শিখবে। যদি সে বেড়ে উঠে নানা প্রতিকূ’লতার মধ্যে তবে তার লড়াই করার শক্তি যাবে বেড়ে আর যদি তার পরিবার হয় সহনশীল সেও হয়ে উঠবে ধৈর্য্যশীল শৈশব থেকে যদি কেবলই উপহাসই পায় তবে সে হবে লাজুক……….. আর যদি পেয়ে থাকে ক্রমাগত উৎসাহ তবে তার আত্মবিশ্বাস যাবে বেড়ে। যদি বড় হয়ে উঠে লজ্জাজনক আবহাওয়ায় তাহলে সে নিজেকে ভাববে দোষী ।। আর যদি পায় সকলের সমর্থন, তবে সে নিজের উপরে আস্থা রাখতে পারবে শৈশবে যদি সুবিচার পায়, তবে সে শিখবে ন্যায় বিচার– নিরাপত্তার মধ্যে বাস করলে, সে শিখবে বিশ্বাস করতে শিশু যদি পায় বন্ধুত্ব ও স্বীকৃতি তবে সে পৃথিবীতে ভালবাসার সন্ধান করবে। * আপনার আত্ম-শক্তির উপর জোর দিন। * আপনি যা কিছুর জন্য চেষ্টা করেছেন তার প্রত্যেকটির জন্য নিজের প্রতি আস্থা রাখুন এবং প্রশংসা করুন। নিজে কি করতে পারেন তা কেন্দ্রীভূত করে শুধুমাত্র যেগুলিতে সাফল্য পেলেন সেগুলোই নয় বরং আপনার সকল চেষ্টাগুলোর প্রতি আস্থাশীল হোন এবং জোর পূর্বক প্রশংসা করুন। আপনার কি করা উচিৎ এই ভিত্তি থেকে শুরু করলে আপনার প্রত্যাশিত সীমাবদ্ধতাকে আপনার আয়ত্বের মধ্যে রাখতে পারবেন।