IBA, DU তে চান্স পাওয়া কি কঠিন?

প্রসঙ্গ: IBA, DU তে চান্স পাওয়া কি কঠিন?? আলোচনা : কথাটার উত্তর একটু ঘুরিয়ে বলা যায়।।। “চান্স পাওয়া কঠিন না কিন্তু একটু competitive আরকি ” আপনি প্রেপারেশন শুরু করার আগেই যদি এরূপ চিন্তা ভাবনা করেন তাহলে IBA তে চান্স পাওয়া থেকে ১০০ গজ দূরে থাকবেন। নিজের প্রতি বিশ্বাস টাকে বাড়ান। অনেকেই তো IBA তে পড়তেছেন তারা সম্ভব করতে পারলে আপনি পারবেন না কেন? যা যা পড়া দরকার যা যা করা দরকার সেগুলো করুণ। আপনি পড়ার আগেই যদি চিন্তা করেন টিকবো কি টিকবো না তাহলে তো হবেনা। ভালমতোে প্রস্তুতি নিলে চান্স হবেনা কেন? অবশ্যই হবে আল্লাহ এর উপর ভরসা রেখে নিজের মতো চেষ্টা করুণ।।।… বাদ বাকি আল্লাহর উপর। IBA Question Pattern: MCQ English ( 30 Questions , 30 Marks) Maths ( 30 Questions , 30 Marks) Analytical Ability (15 Questions , 15 Marks) Total Marks for Mcq :75 (90 Minutes) Written:30 Minutes Total time :2 Hours (120 min) Total Marks :100 Books needed: Math(mentors q bank+saifurs math) + English ( protidin daily star +word smart + barons toefl/cliffs toefl)+ analytical ability ( saifurs puzzle+ gre big book+saifurs critical reasoning) l+ written (practice previous year questions first) বি: দ্র: *বেশি বেশি বিভিন্ন ধরনের বই পড়া, আগে থেকেই উচিৎ নয়। একটা basic প্রেপারেশন নেওয়া উচিত সবার আগে। গাদা গাদা বই বাসায় কিনে ফেলে না রেখে শুধু উপরেই বই গুলা আগে শেষ করুণ। তাহলে একটা basic প্রেপারেশন হয়ে যাবে * বই শেষ হলে বিগত বছরের প্রশ্ন প্রতিদিন ১ টা করে Practice করুণ। সময় মাফিক practice করবেন। প্রতিনিয়ত না পারা প্রশ্ন গুলা solve করে ফেলুন। আপনাদের জন্যে শুভ কামনা রইলো। Samad Talukder–https://www.facebook.com/samad.talukder.585?pnref=story