বাংলাদেশের মানচিত্র

১) বাংলাদেশের বর্তমান আয়তন কত? ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার (প্রায়) বা ৫৬,৯৭৭ বর্গমাইল। ২) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নির্দেশ কর। ২০ ডিগ্রী ৩৪ উত্তর থেকে ২৬ ডিগ্রী ৩৮ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮০ডিগ্রী ০১ পূর্ব দ্রাঘিমা থেকে ৯২ডিগ্রী ৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। ৩) বাংলাদেশের সীমা বর্ণনা কর। উত্তরে ভারতের পশ্চিম বঙ্গ, মেঘালয় ও আসাম, পূবে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা রাজ্য এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। ৪) বাংলাদেশের মোট সীমারেখা কত? ৫১৩৮ কিলোমিটার। [বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ৫১৩৮ কি.মি.] ৫) বাংলাদেশ-মায়নমার সীমারেখার দৈর্ঘ্য কত? ২৮০ কিলোমিটার। [বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ২৭১ কি.মি.] ৬) বাংলাদেশের সমুদ্রসীমা বা তটরেখার দৈর্ঘ্য কত ? ৭১৬ কিলোমিটার।[বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ৭১১ কি.মি.] ৭) বাংলাদেশের নদ-নদী অঞ্চলের আয়তন কত? ৯,৪০৫ বর্গ কিলোমিটার। ৮) বাংলাদেশের মোট বনাঞ্চলের আয়তন কত? ২১,৬৫৭ বর্গ কিলোমিটার। ৯) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? ১২ নটিক্যাল মাইল। ১০) বাংলাদেশের অর্থনৈতিক সীমারেখা কত? ৩৭০.৪০ কিলোমিটার (২০০ নটিক্যাল মাইল) ১১) কক্সবাজার সমুদ্র সৈকতের দের্ঘ্য কত? ১২০ কিলোমিটার। [সূত্র : বাংলা পিডিয়া ] ১২) আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের আয়তন কত? ৯০ তম।