বাংলাদেশের জাতীয় বিষয়

১) বাংলাদেশের জাতীয় প্রতীক কী? বাংলাদেশের জাতীয় প্রতীক হলো উভয় পাশে ধানের শীষ দ্বারা বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, এর শীর্ষ চূড়ায় পরস্পর সংযুক্ত দুটি পাতা এবং উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা বেষ্টিত প্রতীক। ২) বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? ইলিশ মাছ। ৩) বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী? সোহরাওয়ার্দী উদ্যান্ (ঢাকা) ৪) বাংলাদেশের জাতীয় ফুল কী? শাপলা ফুল। ৫) বাংলাদেশের জাতীয় ফল কী? কাঁঠাল। ৬) বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? রয়েল বেঙ্গল টাইগার। ৭) বাংলাদেশের জাতীয় পাখির নাম কী? দোয়েল। ৮) বাংলাদেশের জাতীয় শিশুপার্ক কোনটি? ঢাকার শাহবাগের অবস্থিত শিশুপার্ক। ৯) বাংলাদেশের জাতীয় বনের নাম কী? সুন্দর বন। ১০) বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী? বায়তুল মোকাররম মসজিদ। ১১) বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। ১২) বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হা-ডু-ডু। ১৩) বাংলাদেশের জাতীয় ঈদগাহ কোনটি? হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠ । ১৪) বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভার ঢাকা ১৫) বাংলাদেশের জাতীয় বিমান বন্দর কোনটি ? হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দর(ঢাকা)। ১৬) জাতীয় গ্রন্থাগার কোনটি ? জাতীয় গ্রন্থকেন্দ্র, গুলিস্থান। ১৭) বাংলাদেশের জাতীয় ধর্ম কোন টি? ইসলাম। ১৮) বাংলাদেশের জাতীয় পোশাক কী? পুরুষদের প্রিন্সকোর্ট, প্যান্ট ও টাই এবং মহিলাদের শাড়ি ।