বাংলাদেশ….পার্ট ৫

৮১) বাংলাদেশের গ্রীষ্মকালীন গড় সর্বোচ্চ তাপমাত্রা কত? ৩৪ ডিগ্রি সেলসিয়াস। ৮২) বাংলাদেশের শীতকালে গড় সর্বোচ্চ তাপমাত্রা কত? ২৯ ডিগ্রি সেলসিয়াস। ৮৩) বাংলাদেশে বাতাসে সর্বোচ্চ ও সর্বনিম্ম আদ্রতা কত? ৯৯% ও ৩৬% ৮৪) বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাল কত? ২০৩ সেন্টিমিটার। ৮৫) কিসের প্রভাবে বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। ৮৬) কী করিণে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়? উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে। ৮৭) বাংলাদেশে কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? সিলেট অঞ্চলে লালখানে (৬৩৭.৫ সে.মি)। ৮৮) কোন অঞ্চলে বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়? নাটোর জেলার লালপুরে (১১৭.৫ সে.মি)। ৮৯) বাংলাদেশের আজ পর্যন্ত তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড কত? ১৯০৫ সালে ৩ ফেব্রুয়ারিতে শীতকালীন তাপমাত্রা দিনাজপুরে ১.৬০ সে. পরিলক্ষিত হয়।(এটিই বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা)। ৯০) বাংলাদেশের উষ্ণতমস্থানের নাম কী? নাটোরের লালপুর। ৯১) বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? ২৫ ডিগ্রি সে.। ৯২) বাংলাদেশের গ্রীষ্মকালীন সর্বনিম্ন গড় তাপমাত্রা কত? ২১০ সে.। ৯৩) কী কানণে গ্রীষ্মকালে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হতে উত্তরাঞ্চলে তাপমাত্রা বেশী হয়? সামুদ্রিক বায়ুর প্রভাবে। ৯৪) গ্রীষ্মকালে বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ৫১ সেন্টিমিটার। ৯৫) বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়া অন্যতম বৈশিষ্ট্য কী? কালবৈশাখী ঝড় এবং প্রচুর বৃষ্টিপাত। ৯৬) গ্রীষ্মকালীন বাংলাদেশে যে কালবৈশাখী ঝড় সংগঠিত হয় তার গতি বেগ ঘন্টায় কত? ঘন্টায় ৪০-৮০ কিলোমিটার। ৯৭) বর্ষাকালে বাংলাদেশের সর্বোচ্চ এবংসর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত? বর্ষাকালে বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত ৩৪৫.৪ সেন্টিমিটার এবং সর্বনিম্ন গড় বৃষ্টিপাত ১১৯.৪ সেন্টিমিটার। ৯৮) বাংলাদেশের প্লাবন সমভূমির গড় উচ্চতা কত? প্রায় ৯.১৪ মিটার। ৯৯) ময়নামতি ও লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লা শহরের ৮ কিলোমিটার দক্ষিণে। ১০০) বাংলাদেশের মধ্যভাগ দিক দিয়ে কোন রেখা অতিক্রম করছে? কর্কটক্রান্তি রেথা। ***If mistake.....update by google plz....