বাংলাদেশ……পার্ট ২

২১) কোন অঞ্চলকে ‘বরেন্দ্রভূমি’ বলা হয়? রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে। ২২) বাংলাদেশের কোন্ কোন্ অঞ্চল নিয়ে পুরাতন পলল গঠিত চত্বরভূমি গঠিত? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুরের দক্ষিণ-পশ্চিমাংশ, দিনাজপুরের দক্ষিণাংশ, গাজীপুর, ময়মনসিংহ ও ভাওয়ালের গড়। ২৩) পুরাতন পলল গঠিত চত্বরভূমি কখন গঠিত হয় বলে অনুমান করা হয়? প্রায় ২৫০০০ বছর আগে প্লাইস্টোসিন যুগে। ২৪) বাংলাদেশের বরেন্দ্রভ’মির আয়তন কত? প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার ২৫) প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমির আয়তন কত? ৬ হতে ১২ মিটার। ২৬) মধুপুরের গড় ও ভাওয়ালের গড়ের আয়তন কত? ৪১০৩ বর্গ কিলোমিটার। ২৭) সমভূমি থেকে মধুপুরের গড় ও ভাওয়ালের গড়ের উচ্চতা কত? পশ্চিমাংশে প্রায় ৩০ মিটার, কিন্তু দক্ষিণ-পূর্বাংশ এটি সমভূমির সাথে মিশে গেছে। ২৮) ময়নামতি ও লালমাই পাহাড়ের আয়তন কত এবং গড় ইচ্চতা কত? ৩৩.৬৫ বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। ২৯) বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে পলল গঠিত সমভূমি? কুমিল্লার সমভূমি অঞ্চল, সিলেটের অববাহিকা, হিমালয়ের পাদদেশ, চট্টগ্রামের উপক’লবর্তী সমভূমি, ব-দ্বীপ অঞ্চল ও শ্রোতজ সমভূমি। ৩০) পলল গঠিত সমভ’মি অঞ্চলের আয়তন কত? ১,২৪,২৬৬ বর্গ কিলোমিটার । ৩১) পলল গঠিত সমভূমি কী দ্বারা গঠিত? নদী বাহিত পলি দ্বারা। ৩২) পলল গঠিত সমভূমির গড় উচ্চতা কত? ৯.১৪ মিটার। ৩৩) বাংলাদেশের কোন্ কোন্ অঞ্চল নিয়ে প্লাবন ভূমি এলাকা গঠিত? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী বা শাখানদী বাহিত এলাকা নিয়ে প্লাবনভূমি গঠিত। ৩৪) প্লাবনভূমি এলাকার গড় উচ্চতা কত? সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৯.১৪ মিটার। ৩৫) ‘নিঝুম দ্বীপ’ কী? মেঘনার মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের একটি দ্বীপ। ৩৬) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত? ৩.৩৭ বর্গমাইল। ৩৭) বাংলাদেশের কোথায় কোথায় পাহাড় আছে? বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চলে। ৩৮) বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? গারো পাহাড়। ৩৯) গারো পাহাড় কোথায় অবস্থিত? বৃহত্তর ময়মনসিংহ জেলায়। ৪০) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? বিজয় তাজিংডং (৩১৮৫ ফুট)। ***If mistake.....update by google plz....