বাংলাদেশের সীমানা, আয়তন, জলবায়ু ও ভূপ্রকৃতি…পার্ট -১

১) বাংলাদেশের মোট স্থল সীমানা কত? ২) ৪৭১১.১৮ কিলোমিটার; (মোট জল ও স্থল সীমানা একত্রে-৫১৩৮ কিলোমিটার)। [সূত্র বাংলাদেশ রাইফেল] ৩) বাংলাদেশের মোট জল সীমানা কত? ৭১৬ কিলোমিটার। [বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ৭১১ কি.মি.] ৪) মায়ানমারের সাথে বাংলাদেশের সীমা রেখা কত? ২৮০ কিলোমিটার। [বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ২৭১ কি.মি.] ৫) কয়টি দেশের সাথেবাংলাদেশের সীমানা রয়েছে? ২টি (ভারত ও মায়ানমার)। ৬) বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? ১২ নটিক্যাল মাইল। ৭) বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার। ৮) বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? ৭১৬ কিলোমিটার। [বাংলাদেশ রাইফেলস্-এর সূত্র মতে ৭১১ কি.মি.] ৯) কক্সবাজার সমুদ্র সৈকত দৈর্ঘ্য কত? ১২০ কিলোমিটার। [সূত্র : বাংলা পিডিয়া] ১০) বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? ৪১৫৬ কিলোমিটার সূত্র বাংলাদেশ রাইফেলস] ১১) বাংলাদেশের ভূপ্রকৃতি কিরূপ? উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের সামান্য পাহাড়িয়া অঞ্চল এবং উত্তর ও উত্তর পশ্চিমাংশের সীমিত উচ্চ ভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ এক সমভূমি। বাংলাদেশের পৃথিবীর অন্যতম ব-দ্বীপ। ১২) ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি প্রধান অঞ্চলে ভাগ করা যায়? তিনটি অঞ্চল যথা (ক) পাহারিয়া অঞ্চল, (খ) পুরাতন পলল গঠিত চত্বরভূমি, (গ) পলল গঠিত সমভূমি। ১৩) বাংলাদেশ পাহাড়িয়া অঞ্চলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দু‘ভাগে। যথা(ক) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও (খ) উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। ১৪) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়িয়া অঞ্চলে কোন্ কোন্ পাহাড়ী এলাকা অবস্থিত? পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, প্রায় সমগ্র রাঙামাটি এবং চট্টগ্রামের অংশ বিশেষ। ১৫) বাংলাদেশ দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গঠন কিরুপ? বেলে পাথর, সেল পাথর এবং কাদা দ্বারা গঠিত পাহাড়। ১৬) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর অবস্থান কোথায়? সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। ১৭) বাংলাদেশের কোন্ কান্ অঞ্চলগুলো পাহাড়িয়া এলাকায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ এবং সিলেট জেলার উত্তর-পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। ১৮) বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত? ২০০০ ফুট। ১৯) বায়লাদেশের কোন্ কোন্ এলাকা সোপান অঞ্চলে অবস্থিত? ভাওয়ালের গড় এবং কুমিল্লার জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমিসমূহ এ অঞ্চলের অন্তভূক্ত। ২০) বাংলাদেশের সোপান এলাকা কবে গঠিত হয় বলে মনে করা হয়? আনুমানিক আজ থেকে ২৫০০০ বছর পূর্বে। ***If mistake.....update by google plz....