IELTS এর জন্য ১০টি টিপস্

স্পীকিং টেস্ট এর জন্য ৪টি বিষয় মাথায় রাখতে হবে ১) স্বত:স্ফূর্ততা ২) উত্তরের প্রাসঙ্গিকতা ৩) ব্যাকরণ ও ৪) সঠিক ইংরেজী উচ্চারন । নির্ধারিত সময় এর দিকে লক্ষ রেখে সঠিক ও সত্য-তথ্যবহুল উত্তর দিতে হবে । লিসেনিং এর ক্ষেত্রে ভালভাবে রেকর্ডিং শোনার পাশাপাশি তার উত্তর শীটে লিখতে হবে । পরবর্তী ১০ মিনিটের মধ্যে তার সঠিক বানান সহ উত্তর পত্রে লিখতে হবে । লিসেনিং এর জন্য প্রচুর পরিমান ইংলিশ মুভি, নিউজ ও সং শোনতে হবে । রাইটিং এর জন্য গ্রামারের কোন বিকল্প নেই । ফ্রি হ্যান্ড লেখার জন্য যে সকল পার্টিকুলার গ্রামার আছে তা অনুশীলন করুন । গ্রাফ/চার্ট লিখুন ধাপে ধাপে প্রথম লাইন ধরে । এবং সহজ ও সাবলীল ভাষায় ।সবগুলো তথ্য আনার চেষ্টা করুন ।এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো হাইলাইটস্ করুন । লেখায় ফিনিশীং/ উপসংহারটি ভাল ও মনমুগ্ধ করার চেষ্টা করুন । রিডিং এর ক্ষেত্রে প্যাসেজের অন্তর্ণিহিত ভাব ও টপিকটি বুঝে স্ক্যানিং ও স্কিমিং করে প্রশ্নের উপর ভিত্তি করে উত্তরের দিকে চোখ বুলান । প্রতিটি মুহূর্তের টাইমিং কাউন্ট করুন ।এবং সেই মোতাবেক উত্তরের পরিধি ছোট করুন অথবা সম্প্রসারিত করুন । মনে রাখবেন, অল্প কথায় সঠিক উত্তর হলে বেশি ভাবার প্রয়োজন নেই ।তাই প্রত্যাশিত ব্যান্ড স্কোর সামনে রেখে পরীক্ষায় অংগ্রহণ করুন ।সাফল্য নিশ্চিতই আপনার …………